Ajker Patrika

আগামী সপ্তাহে মাদ্রিদ যাচ্ছেন এমবাপ্পের মা

আগামী সপ্তাহে মাদ্রিদ যাচ্ছেন এমবাপ্পের মা

কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটতে আরও কিছুদিন সময় লাগবে। সিদ্ধান্ত শেষ পর্যন্ত যেটাই হোক বিষয়টির সুন্দর একটা সমাপ্তি টানার ইচ্ছে পিএসজি ফরওয়ার্ডের। এই সপ্তাহে এমবাপ্পের মা ফায়জা লামারি কাতারের দোহায় যাচ্ছেন ক্লাবকর্তাদের সঙ্গে কথা বলতে। পরের সপ্তাহে তিনি উড়াল দেবেন মাদ্রিদে। সেখানে বৈঠক করবেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ও ক্রীড়া পরিচালকের সঙ্গে। 

দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই এমবাপ্পে সিদ্ধান্ত নেবেন বলে আজ এক প্রতিবেদনে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি হলে এমবাপ্পের ইমেজ স্বত্ব এবং পিএসজিতে থেকে গেলে বাড়তি কী সুবিধা পাওয়া যাবে এ নিয়ে বৈঠক হবে দুই পক্ষের সঙ্গে। তবে আরএমসি স্পোর্টসের দাবি, রিয়ালের সঙ্গে চুক্তি করতেই উন্মুখ এমবাপ্পে। 

মৌসুমের শুরু থেকেই ফরাসি তারকার সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টা করছে পিএসজি। কিন্তু গড়িমসি করছেন এমবাপ্পে। ওদিকে তাঁকে দলে পেতে ওত পেতে আছে রিয়াল। এই ক্লাবের হয়ে খেলা এমবাপ্পে শৈশবের স্বপ্ন। তাঁর স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে পিএসজি। তাঁকে ধরে রাখতে সব রকম চেষ্টাই করছে প্যারিসিয়ানরা। 

দুই পক্ষের সঙ্গেই গত কয়েক মাস ধরে কথা চলছে এমবাপ্পের। সংবাদমাধ্যমের নানা গুঞ্জন তো আছেই, মাঝে মধ্যে সবাইকে বিভ্রান্ত করছেন খোদ এমবাপ্পে নিজেই। সত্যি বলতে সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। এর নেপথ্য কারণ হতে পারে, এমবাপ্পেকে প্যারিসে থেকে যেতে অনুরোধ করেছেন কাতার ও ফ্রান্সের প্রেসিডেন্ট পর্যন্ত। তাঁদের অনুরোধ কীভাবে ফেলবেন তিনি?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত