Ajker Patrika

জুভেন্টাসের ডাকের অপেক্ষায় ইউরোজয়ী অধিনায়ক

আপডেট : ১৬ জুলাই ২০২১, ১১: ৫৯
জুভেন্টাসের ডাকের অপেক্ষায় ইউরোজয়ী অধিনায়ক

ফ্রি এজেন্ট হিসেবেই ইউরোর শিরোপা জিতেছেন ইতালির অধিনায়ক জর্জিও কিয়েল্লিনি। শিরোপা জেতার পর তিন দিন পার হলেও এখনো তিনি চুক্তিবদ্ধ হননি কোনো ক্লাবের সঙ্গে। কিয়েল্লিনির এজেন্ট ডাভিদ লিপ্পি অবশ্য বলেছেন, দীর্ঘদিনের ক্লাব জুভেন্টাসের ডাকের অপেক্ষায় আছেন কিয়েল্লিনি।

জুভেন্টাসের হয়ে ১৭ বছর ধরে খেলে যাচ্ছিলেন কিয়েল্লিনি। তবে গত মাসে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হয়ে যান তিনি। ইউরোতে মনোযোগ দিতে সে সময় চুক্তি নিয়ে আর মাথা ঘামাননি তিনি। তাঁর চুক্তি না নিয়ে লিপ্পি বলেন, ‘জর্জিও (কিয়েল্লিনি) ইউরোতে চলে গিয়েছিল এবং সে সেটা নিয়েই বিশেষভাবে মনোযোগী হয়ে পড়ে। জুভেন্টাসের সঙ্গে তাঁর কোনো সমস্যা নেই। আমরা বলেছিলাম, পরে একসঙ্গে বসব। কিন্তু চুক্তি নিয়ে আমরা এখনো বসতে পারিনি।’

অবশ্য চুক্তি নিয়ে জুভেন্টাস আগে দোলাচলে না থাকলেও এখন তা থাকার কথা নয়। ইউরোতে দুর্দান্ত পারফর্ম করেছেন ৩৬ পেরোনো এই সেন্টার ব্যাক। বয়স হলেও কিয়েল্লিনির খেলার তার ছাপ পড়েছে সামান্যই। তবে এখনো জুভেন্টাসের পক্ষ থেকে প্রস্তাব পাননি বলে জানিয়েছেন লিপ্পি। তিনি বলেছেন, ‘তাদের (জুভেন্টাস) আগে প্রস্তাব দিতে হবে।’

২০০৪ থেকে জুভেন্টাসের রক্ষণে অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছেন কিয়েল্লিনি। এই সময়ে ৫৩৫ ম্যাচে ‘তুরিনের বুড়ি’দের হয়ে মাঠে নেমে গোলও করেছেন ৩৬টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত