খ্যাপাটে কোচদের সংক্ষিপ্ত তালিকা করলে ওপরের সারিতেই থাকার কথা হোসে মরিনহোর। বিতর্ক ছাড়া যেন চলেই না তাঁর।
ম্যাচের ফল কিংবা রেফারির সিদ্ধান্ত নিজ দলের পক্ষে না গেলে মরিনহো হয়ে পড়েন ‘বুনো ষাঁড়’। সেটির নজির দেখা গেল আরেকবার।
ইতালিয়ান সিরি ‘আ’-তে পরশু রাতে ভেরোনার বিপক্ষে ম্যাচ চলাকালীন ডাগআউট থেকে উঠে এসে বলে লাথি মারেন মরিনহো। পাঠিয়ে দেন গ্যালারিতে থাকা দর্শকদের মাঝে। এ ঘটনায় লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় এএস রোমা কোচকে।
বহিষ্কার হয়ে ক্ষোভে ফেটে পড়া মরিনহো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও আসেননি। এ নিয়ে পরে অবশ্য রসিকতা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
করোনা ও চোটে বিপর্যস্ত রোমা ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে। মরিনহো যদিও ফল নিয়ে সন্তুষ্ট ছিলেন না।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রেফারির দিকে ফোন কল করার মতো ভঙ্গি করেন ৫৯ বছর বয়সী মরিনহো। ম্যাচে রেফারি লুকা পাইরেত্তোর সঙ্গে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয় তাঁর। যার চূড়ান্ত পরিণতি দেখা যায় শেষ বাঁশি বাজার আগমুহূর্তে।
বলে লাথি মেরে স্তাদিও অলিম্পিকোর গ্যালারিতে পাঠান মরিনহো। রেফারি তাঁকে বহিষ্কার করেন লাল কার্ড দেখিয়ে।
ঘরে ফিরে মরিনহো ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি এই মানুষদের (রোমা সমর্থকদের) ভালোবাসি এবং তাদের জন্য লড়াই করি। বলটি তাদের উপহার দিয়েছি। আমি আজ (পরশু) কোনো কথা বলিনি। মনে হয়েছে এর চেয়ে বাড়ি ফিরে ডিনার করা ভালো।’
খ্যাপাটে কোচদের সংক্ষিপ্ত তালিকা করলে ওপরের সারিতেই থাকার কথা হোসে মরিনহোর। বিতর্ক ছাড়া যেন চলেই না তাঁর।
ম্যাচের ফল কিংবা রেফারির সিদ্ধান্ত নিজ দলের পক্ষে না গেলে মরিনহো হয়ে পড়েন ‘বুনো ষাঁড়’। সেটির নজির দেখা গেল আরেকবার।
ইতালিয়ান সিরি ‘আ’-তে পরশু রাতে ভেরোনার বিপক্ষে ম্যাচ চলাকালীন ডাগআউট থেকে উঠে এসে বলে লাথি মারেন মরিনহো। পাঠিয়ে দেন গ্যালারিতে থাকা দর্শকদের মাঝে। এ ঘটনায় লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় এএস রোমা কোচকে।
বহিষ্কার হয়ে ক্ষোভে ফেটে পড়া মরিনহো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও আসেননি। এ নিয়ে পরে অবশ্য রসিকতা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
করোনা ও চোটে বিপর্যস্ত রোমা ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে। মরিনহো যদিও ফল নিয়ে সন্তুষ্ট ছিলেন না।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রেফারির দিকে ফোন কল করার মতো ভঙ্গি করেন ৫৯ বছর বয়সী মরিনহো। ম্যাচে রেফারি লুকা পাইরেত্তোর সঙ্গে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয় তাঁর। যার চূড়ান্ত পরিণতি দেখা যায় শেষ বাঁশি বাজার আগমুহূর্তে।
বলে লাথি মেরে স্তাদিও অলিম্পিকোর গ্যালারিতে পাঠান মরিনহো। রেফারি তাঁকে বহিষ্কার করেন লাল কার্ড দেখিয়ে।
ঘরে ফিরে মরিনহো ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি এই মানুষদের (রোমা সমর্থকদের) ভালোবাসি এবং তাদের জন্য লড়াই করি। বলটি তাদের উপহার দিয়েছি। আমি আজ (পরশু) কোনো কথা বলিনি। মনে হয়েছে এর চেয়ে বাড়ি ফিরে ডিনার করা ভালো।’
বিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১০ মিনিট আগে২০২৪-এর আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন নাজমুল হাসান পাপন। তখনই সেই চেয়ারে বসেন ফারুক আহমেদ। তবে তাঁর মেয়াদও বেশি দিন নেই। সভাপতি হতে হলে ফারুককেও বোর্ড পরিচালক হয়ে নির্বাচনে অংশ নিতে হবে।
৪১ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে নামছে বার্সেলোনা-ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। আর রাতে পিএসএলে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের...
১ ঘণ্টা আগেজিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
২ ঘণ্টা আগে