খ্যাপাটে কোচদের সংক্ষিপ্ত তালিকা করলে ওপরের সারিতেই থাকার কথা হোসে মরিনহোর। বিতর্ক ছাড়া যেন চলেই না তাঁর।
ম্যাচের ফল কিংবা রেফারির সিদ্ধান্ত নিজ দলের পক্ষে না গেলে মরিনহো হয়ে পড়েন ‘বুনো ষাঁড়’। সেটির নজির দেখা গেল আরেকবার।
ইতালিয়ান সিরি ‘আ’-তে পরশু রাতে ভেরোনার বিপক্ষে ম্যাচ চলাকালীন ডাগআউট থেকে উঠে এসে বলে লাথি মারেন মরিনহো। পাঠিয়ে দেন গ্যালারিতে থাকা দর্শকদের মাঝে। এ ঘটনায় লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় এএস রোমা কোচকে।
বহিষ্কার হয়ে ক্ষোভে ফেটে পড়া মরিনহো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও আসেননি। এ নিয়ে পরে অবশ্য রসিকতা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
করোনা ও চোটে বিপর্যস্ত রোমা ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে। মরিনহো যদিও ফল নিয়ে সন্তুষ্ট ছিলেন না।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রেফারির দিকে ফোন কল করার মতো ভঙ্গি করেন ৫৯ বছর বয়সী মরিনহো। ম্যাচে রেফারি লুকা পাইরেত্তোর সঙ্গে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয় তাঁর। যার চূড়ান্ত পরিণতি দেখা যায় শেষ বাঁশি বাজার আগমুহূর্তে।
বলে লাথি মেরে স্তাদিও অলিম্পিকোর গ্যালারিতে পাঠান মরিনহো। রেফারি তাঁকে বহিষ্কার করেন লাল কার্ড দেখিয়ে।
ঘরে ফিরে মরিনহো ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি এই মানুষদের (রোমা সমর্থকদের) ভালোবাসি এবং তাদের জন্য লড়াই করি। বলটি তাদের উপহার দিয়েছি। আমি আজ (পরশু) কোনো কথা বলিনি। মনে হয়েছে এর চেয়ে বাড়ি ফিরে ডিনার করা ভালো।’
খ্যাপাটে কোচদের সংক্ষিপ্ত তালিকা করলে ওপরের সারিতেই থাকার কথা হোসে মরিনহোর। বিতর্ক ছাড়া যেন চলেই না তাঁর।
ম্যাচের ফল কিংবা রেফারির সিদ্ধান্ত নিজ দলের পক্ষে না গেলে মরিনহো হয়ে পড়েন ‘বুনো ষাঁড়’। সেটির নজির দেখা গেল আরেকবার।
ইতালিয়ান সিরি ‘আ’-তে পরশু রাতে ভেরোনার বিপক্ষে ম্যাচ চলাকালীন ডাগআউট থেকে উঠে এসে বলে লাথি মারেন মরিনহো। পাঠিয়ে দেন গ্যালারিতে থাকা দর্শকদের মাঝে। এ ঘটনায় লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় এএস রোমা কোচকে।
বহিষ্কার হয়ে ক্ষোভে ফেটে পড়া মরিনহো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও আসেননি। এ নিয়ে পরে অবশ্য রসিকতা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
করোনা ও চোটে বিপর্যস্ত রোমা ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে। মরিনহো যদিও ফল নিয়ে সন্তুষ্ট ছিলেন না।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রেফারির দিকে ফোন কল করার মতো ভঙ্গি করেন ৫৯ বছর বয়সী মরিনহো। ম্যাচে রেফারি লুকা পাইরেত্তোর সঙ্গে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয় তাঁর। যার চূড়ান্ত পরিণতি দেখা যায় শেষ বাঁশি বাজার আগমুহূর্তে।
বলে লাথি মেরে স্তাদিও অলিম্পিকোর গ্যালারিতে পাঠান মরিনহো। রেফারি তাঁকে বহিষ্কার করেন লাল কার্ড দেখিয়ে।
ঘরে ফিরে মরিনহো ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি এই মানুষদের (রোমা সমর্থকদের) ভালোবাসি এবং তাদের জন্য লড়াই করি। বলটি তাদের উপহার দিয়েছি। আমি আজ (পরশু) কোনো কথা বলিনি। মনে হয়েছে এর চেয়ে বাড়ি ফিরে ডিনার করা ভালো।’
২০২৪-২৫ মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো পায় চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। প্যারিসিয়ানদের প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে অসামান্য অবদান রেখেছেন জিয়ানলুইগি দোন্নারুম্মা। পিএসজির গোলপোস্টের সামনে তিনি ছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। কিন্তু এবার এই ক্লাবটির সঙ্গে শেষ হচ
১৫ মিনিট আগেকদিন আগে বরিশাল বিভাগীয় দলের এনসিএল টি-টোয়েন্টি নির্বাচনে স্থানীয় কোচদের সঙ্গে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের প্রভাব বিস্তারের খবর সামনে এসেছিল। এবার একই অভিযোগ উঠল রাজশাহী বিভাগীয় দল নিয়েও।
৩০ মিনিট আগেবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল কাল দেশে ফিরেছে দুটি সিরিজের ট্রফি নিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হাতে শোভা পাচ্ছিল আফ্রিকা থেকে জিতে ফেরা দুটি শিরোপা। বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরে উৎসাহী সমর্থকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। ম্যাচ গড়াপেটা, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজিতে চরম অব্যবস্থাপনার মতো ইস্যুতে বারবার সমালোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের মান বাড়াতে এবং বিতর্কমুক্ত করতে বিসিবি এবার অন্য পথে হাঁটছে।
১ ঘণ্টা আগে