Ajker Patrika

হালান্ড কি তাহলে ‘জ্যোতিষী’

আপডেট : ২৬ মে ২০২৩, ১৪: ২৯
হালান্ড কি তাহলে ‘জ্যোতিষী’

আর্লিং হালান্ডের কথা শুনে অনেকেরই চমকে যাওয়ার কথা। হালান্ড জানিয়েছেন, ম্যানচেস্টার সিটিতে এসে রেকর্ড গড়ার ব্যাপারে তাঁর কোনো রকম সন্দেহ ছিল না। তাতে কেউ কেউ হয়তো হালান্ডকে ‘জ্যোতিষী’ ভাবাও শুরু করেছেন।

২০২২-২৩ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে এসেছেন হালান্ড। প্রথম মৌসুমেই গোলের ফিফটি করে ফেলেছেন। ৫১ ম্যাচে করেছেন ৫২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৯ গোলে। ৬টি হ্যাটট্রিক করে ফেলেছেন সিটির এই স্ট্রাইকার, যার মধ্যে প্রিমিয়ার লিগে করেছেন ৩৬ গোল। প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। জিতেছেন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। রেকর্ডের বন্যা বইয়ে দেওয়া হালান্ড স্কাই স্পোর্টসকে বলেন, ‘এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। আমি জানতাম একটা সেরা দলের হয়ে পারফর্ম করতে যাচ্ছি। গত বছর সিটি ১০০ গোল করেছে। এই ক্লাবে এসে গোল করার ব্যাপারে আশাবাদী ছিলাম। বুঝতে পেরেছি কেন সবাই এটাকে সেরা লিগ বলে। এটা আসলেই তাই। এখানে খেলাটা বেশ উপভোগ করছি আমি।’

গোলের পর গোল করা হালান্ড তাঁর সেরা গোলও বেছে নিয়েছেন। সাউদাম্পটনের বিপক্ষে বাইসাইকেল কিকে করা গোলটাই সেরা তাঁর কাছে। এ বছরের ৮ এপ্রিল জ্যাক গ্রিয়ালিশের অ্যাসিস্টে দারুণ এক বাইসাইকেল কিক করেন হালান্ড। ম্যান সিটির এই স্ট্রাইকার বলেন, ‘সাউদাম্পটনের বিপক্ষে বাইসাইকেল কিকটাই বিশেষ কিছু, তাই না? শূন্যে এভাবে শরীর ভাসিয়ে রাখা!’

চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা তো হালান্ড জিতেই ফেলেছেন। তাঁর সামনে এবার রয়েছে ট্রেবল জয়ের সুযোগ। এই মৌসুমে সিটি আরও দুটি ফাইনাল খেলার সুযোগ পাচ্ছে। ৩ জুন এফএ কাপে ম্যানসিটির প্রতিপক্ষ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। আর ১০ জুন চ্যাম্পিয়নস লিগে সিটিজেনদের প্রতিপক্ষ ইন্টার মিলান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত