নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে খেলছেন মোসাম্মৎ সাগরিকা। বাবা লিটন আলী ও মা আনজু বেগম প্রথমবারের মতো মেয়ের খেলা মাঠে বসে দেখবেন বলে চলে এসেছেন ঢাকায়। তবে মেয়ে আবার বাবা-মায়ের এই আগমন সম্পর্কে জানেন না। সাগরিকাকে চমকে দেওয়ার জন্য লিটন আলী ও আনজু বেগমের এই ক্ষুদ্র প্রয়াস!
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে আজ ভারতের মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। সাইফুল বারী টিটুর দল যে আজ ফাইনালে খেলছে তার পেছনে বড় অবদান ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গীর মেয়ে সাগরিকার। নেপালের বিপক্ষে দুই আর ভারতের বিপক্ষে ম্যাচ জেতানো একমাত্র গোলটি এসেছে সাগরিকার পা থেকে। তিন গোলে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশের নতুন এই আবিষ্কার।
মেয়ে মাঠ কাঁপাচ্ছে, অথচ বাবা-মা হয়ে রাঙ্গাটুঙ্গীতে বসে থাকবেন; সেটি কী করে হয়! তাই গতকাল রাতে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে ট্রেনে করে আজ ঢাকায় এসেছেন সাগরিকার বাবা-মা। এসে একটি ইলেকট্রনিকস প্রতিষ্ঠান থেকে নিয়েছেন টেলিভিশনও। মেয়ের খেলা দেখতে নেপালের বিপক্ষে ম্যাচে টেলিভিশন ধার করতে হয়েছিল সাগরিকার বাবা লিটন আলীকে।
টেলিভিশন নিয়েই কমলাপুর স্টেডিয়ামের প্রেসবক্সে এসে বসলেন লিটন আলী ও আরজু বেগম। মেয়ের খেলা দেখে যেমন গর্বের কথাও জানালেন, শোনালেন আক্ষেপের কথাও। বাবা লিটনই জানালেন, মেয়েকে এক জোড়া বুট জুতা উপহার দিতে না পারার যন্ত্রণায় কীভাবে জ্বলছেন তিনি। সেই যন্ত্রণা নিয়ে বললেন, ‘টুর্নামেন্টের আগে মেয়ে আমার কাছে এক জোড়া বুট চেয়েছিল। বুটের দাম ৪ হাজার টাকা। আমি দিতে পারিনি। মেয়ে বলল, আচ্ছা লাগবে না।’
যে মেয়েকে নিয়ে এত গর্ব লিটন আর আরজু দম্পতির, সেই মেয়ে ফুটবল খেলবে বলায় এক মাস মেয়ের সঙ্গে কথাই বলেননি বাবা লিটন। গ্রামের মানুষ কী বলবে, সেই ভয় থেকে মেয়েকে ফুটবল খেলতে দিতে চাননি বাবা। সে সময়ের গল্পটা লিটন বললেন এভাবে, ‘কিছু লোক বলছিল, ফুটবল খেললে মেয়ে নষ্ট হয়ে যাবে। ছেলেদের মতো করে ফুটবল খেলবে, কেমন দেখা যাবে! সেই থেকে এক মাস মেয়ের সঙ্গে কথা বলিনি। মেয়ে কেঁদেছে। ও আমার সঙ্গে কথা বলেনি, আমিও বলিনি।’
গত নারী লিগে এফসি ব্রাহ্মণবাড়িয়ার হয়ে ১০ গোল করে বাফুফের ক্যাম্পে এসেছেন সাগরিকা। ব্রাহ্মণবাড়িয়ার হয়ে খেলতে গ্রাম ছাড়ার পর গ্রামবাসী রটিয়ে দিয়েছিল, প্রেমিকের হাত ধরে পালিয়েছে সাগরিকা! এক সময়ের বাঁকা কথা বলাই গ্রামবাসী আজ প্রজেক্টরে খেলা দেখবে সাগরিকার।
জাতীয় দলের হয়ে খেলেছেন অনূর্ধ্ব-১৭ এএফসি কাপের বাছাইপর্বে। প্রথম রাউন্ডে সিঙ্গাপুর ও দ্বিতীয় রাউন্ডে ভিয়েতনামেও খেলে এসেছেন। তবে সাগরিকাকে বাংলাদেশ চিনেছে ঘরের মাঠে এবারের সাফ টুর্নামেন্ট দিয়ে। পত্রপত্রিকায় ফলাও করে ছাপা হচ্ছে তাঁর ছবি। এক সময়ের বাঁকা কথা বলাই গ্রামবাসী আজ প্রজেক্টরে খেলা দেখবে সাগরিকার। মেয়ের ছবি দেখে গর্বিত মা আরজু বেগম বললেন, ‘একজন বললেন, পত্রিকায় সাগরিকার ছবি বড় করে ছেপেছে। দেখো, সাগরিকাকে চেনাই যাচ্ছে না। আমরা বললাম দেখিনি। তখন অনেকগুলো পত্রিকা আনা হলো। ওকে (সাগরিকা) দেখে মনে হলো যেন বিদেশি কোনো মেয়ে!’
অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে খেলছেন মোসাম্মৎ সাগরিকা। বাবা লিটন আলী ও মা আনজু বেগম প্রথমবারের মতো মেয়ের খেলা মাঠে বসে দেখবেন বলে চলে এসেছেন ঢাকায়। তবে মেয়ে আবার বাবা-মায়ের এই আগমন সম্পর্কে জানেন না। সাগরিকাকে চমকে দেওয়ার জন্য লিটন আলী ও আনজু বেগমের এই ক্ষুদ্র প্রয়াস!
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে আজ ভারতের মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। সাইফুল বারী টিটুর দল যে আজ ফাইনালে খেলছে তার পেছনে বড় অবদান ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গীর মেয়ে সাগরিকার। নেপালের বিপক্ষে দুই আর ভারতের বিপক্ষে ম্যাচ জেতানো একমাত্র গোলটি এসেছে সাগরিকার পা থেকে। তিন গোলে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশের নতুন এই আবিষ্কার।
মেয়ে মাঠ কাঁপাচ্ছে, অথচ বাবা-মা হয়ে রাঙ্গাটুঙ্গীতে বসে থাকবেন; সেটি কী করে হয়! তাই গতকাল রাতে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে ট্রেনে করে আজ ঢাকায় এসেছেন সাগরিকার বাবা-মা। এসে একটি ইলেকট্রনিকস প্রতিষ্ঠান থেকে নিয়েছেন টেলিভিশনও। মেয়ের খেলা দেখতে নেপালের বিপক্ষে ম্যাচে টেলিভিশন ধার করতে হয়েছিল সাগরিকার বাবা লিটন আলীকে।
টেলিভিশন নিয়েই কমলাপুর স্টেডিয়ামের প্রেসবক্সে এসে বসলেন লিটন আলী ও আরজু বেগম। মেয়ের খেলা দেখে যেমন গর্বের কথাও জানালেন, শোনালেন আক্ষেপের কথাও। বাবা লিটনই জানালেন, মেয়েকে এক জোড়া বুট জুতা উপহার দিতে না পারার যন্ত্রণায় কীভাবে জ্বলছেন তিনি। সেই যন্ত্রণা নিয়ে বললেন, ‘টুর্নামেন্টের আগে মেয়ে আমার কাছে এক জোড়া বুট চেয়েছিল। বুটের দাম ৪ হাজার টাকা। আমি দিতে পারিনি। মেয়ে বলল, আচ্ছা লাগবে না।’
যে মেয়েকে নিয়ে এত গর্ব লিটন আর আরজু দম্পতির, সেই মেয়ে ফুটবল খেলবে বলায় এক মাস মেয়ের সঙ্গে কথাই বলেননি বাবা লিটন। গ্রামের মানুষ কী বলবে, সেই ভয় থেকে মেয়েকে ফুটবল খেলতে দিতে চাননি বাবা। সে সময়ের গল্পটা লিটন বললেন এভাবে, ‘কিছু লোক বলছিল, ফুটবল খেললে মেয়ে নষ্ট হয়ে যাবে। ছেলেদের মতো করে ফুটবল খেলবে, কেমন দেখা যাবে! সেই থেকে এক মাস মেয়ের সঙ্গে কথা বলিনি। মেয়ে কেঁদেছে। ও আমার সঙ্গে কথা বলেনি, আমিও বলিনি।’
গত নারী লিগে এফসি ব্রাহ্মণবাড়িয়ার হয়ে ১০ গোল করে বাফুফের ক্যাম্পে এসেছেন সাগরিকা। ব্রাহ্মণবাড়িয়ার হয়ে খেলতে গ্রাম ছাড়ার পর গ্রামবাসী রটিয়ে দিয়েছিল, প্রেমিকের হাত ধরে পালিয়েছে সাগরিকা! এক সময়ের বাঁকা কথা বলাই গ্রামবাসী আজ প্রজেক্টরে খেলা দেখবে সাগরিকার।
জাতীয় দলের হয়ে খেলেছেন অনূর্ধ্ব-১৭ এএফসি কাপের বাছাইপর্বে। প্রথম রাউন্ডে সিঙ্গাপুর ও দ্বিতীয় রাউন্ডে ভিয়েতনামেও খেলে এসেছেন। তবে সাগরিকাকে বাংলাদেশ চিনেছে ঘরের মাঠে এবারের সাফ টুর্নামেন্ট দিয়ে। পত্রপত্রিকায় ফলাও করে ছাপা হচ্ছে তাঁর ছবি। এক সময়ের বাঁকা কথা বলাই গ্রামবাসী আজ প্রজেক্টরে খেলা দেখবে সাগরিকার। মেয়ের ছবি দেখে গর্বিত মা আরজু বেগম বললেন, ‘একজন বললেন, পত্রিকায় সাগরিকার ছবি বড় করে ছেপেছে। দেখো, সাগরিকাকে চেনাই যাচ্ছে না। আমরা বললাম দেখিনি। তখন অনেকগুলো পত্রিকা আনা হলো। ওকে (সাগরিকা) দেখে মনে হলো যেন বিদেশি কোনো মেয়ে!’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৫ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৬ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৭ ঘণ্টা আগে