Ajker Patrika

আবার রোনালদোর সঙ্গে খেলতে তর সইছে না কাসেমিরোর 

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৪: ৩১
আবার রোনালদোর সঙ্গে খেলতে তর সইছে না কাসেমিরোর 

সান্তিয়াগো বার্নাব্যুতে চোখের নোনাজল ফেলে আসা কাসেমিরো ওল্ড ট্রাফোর্ডে পা রাখতেই মুখে সে কী চওড়া হাসি! ব্রাজিলের তারকা মিডফিল্ডারকে সাদর সম্ভাষণ জানাতেও দেরি করেনি ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরা। 

কাসেমিরো এমন রাতে রেড ডেভিলদের ডেরায় এসেছেন, যে রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসেরই সবচেয়ে বড় দ্বৈরথ; তাতে লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়েছে তাঁর নতুন দল ম্যান ইউনাইটেড। ভিআইপি গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করতে পারায় বেশ উচ্ছ্বসিত তিনি। 

পরের ম্যাচ থেকে উচ্ছ্বাসটা অবশ্য মাঠে নেমেই করতে চান কাসেমিরো। সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পুনর্মিলনেও তর সইছে না তাঁর। যদিও এরিক টেন হাগের শুরুর একাদশে ব্রাত্য হয়ে পড়া রোনালদো ক্লাব ছাড়তে আরও সপ্তাহখানেক সময় পাচ্ছেন। তবে রিয়ালে থাকতেই কাসেমিরো বলে এসেছেন, পর্তুগিজ মহাতারকার সঙ্গে আবারও বন্ধন গড়ে তোলার অপেক্ষায় তিনি। ম্যান ইউনাইটেডে এসেও সে কথাই বললেন, ‘রোনালদোর সঙ্গে এখনো (গত রাত পর্যন্ত) আমার কথা হয়নি। ওর সঙ্গে আবার খেলতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছি। ও অবিশ্বাস্য খেলোয়াড়, বিশ্বসেরাদের একজন। আশা করি ও থেকে যাবে (ওল্ড ট্রাফোর্ডে)।’ 

পাঁচ মৌসুম রিয়াল মাদ্রিদে সতীর্থ ছিলেন রোনালদো-কাসেমিরোরিয়াল মাদ্রিদে কিংবদন্তি সব কোচের সান্নিধ্য পেয়েছেন কাসেমিরো। ২০১৩ সালে হোসে মরিনহোকে দিয়ে শুরু। সময়ের পরিক্রমায় সেখানে আরও পেয়েছেন জিনেদিন জিদান-কার্লো আনচেলত্তিদের মতো ‘মাস্টারমাইন্ড’দের। এবার এরিক টেন হাগের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে উন্মুখ ৩০ বছর বয়সী মিডফিল্ডার, ‘ক্যারিয়ারে অনেক বড় মাপের ম্যানেজারদের সঙ্গে কাজ করেছি। এরিক (টেন হাগ) ও তাঁর স্টাফদের সঙ্গেও সামনের সময়গুলোতে নিবিড়ভাবে কাজ করতে আমি উন্মুখ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত