লিডস ইউনাইটেডকে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করল ফেবারিট ম্যানচেস্টার ইউনাইটেড। ৫–১ গোলের জয়ে ম্যানইউর হয়ে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। অন্য দুটি গোল এসেছে ম্যাসন গ্রিনউড ও ফ্রেডের কাছ থেকে।
তবে গোল না পেলেও ম্যাচে দারুণ আলো ছড়িয়েছেন ম্যানইউর ফরাসি মিডফিল্ডার পল পগবা। দলের পাঁচ গোলের চারটিতে সরাসরি সহায়তা ছিল তাঁর। ওল্ড ট্রাফোর্ডে সমর্থকদের লাল উৎসবের মাঝেই লিডসকে আতিথেয়তা দেয় ম্যানইউ।
ম্যাচে শুরুর কিছু সময় লড়াইটাও ছিল হাড্ডাহাড্ডি। তবে ৩০ মিনিটে দারুণ এক গোলে লিড নেয় স্বাগতিকেরা। পল পগবার নান্দনিক পাসে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রুনো। প্রথমার্ধে এটিই ছিল ম্যাচের একমাত্র গোল।
ম্যাচের আসল নাটকীয়তার শুরু হয় বিরতির পর। ৪৮ মিনিটে লুক আইলিংয়ের ডি–বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন এক গোলে সমতায় ফেরে লিডস। এরপরই যেন লিডসকে চেপে ধরে ‘রেড ডেভিল’রা। আক্রমণের ঝড়ে ৫২ থেকে ৬৮ মিনিটের মধ্যে লিডসের জালে জড়ায় চার গোল। যার দুটি ছিল ব্রুনোর। অন্য দুটি আসে গ্রিনউড ও ফ্রেডের পা থেকে। ৫–১ গোলে পিছিয়ে পড়া মার্সেলো বিয়েলসার লিডস ম্যাচে ফেরার আর কোনো সুযোগই পায়নি।
এ ম্যাচ দিয়েই অভিষেক হলো দলবদলে আলোড়ন তুলে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানইউতে আসা জ্যাডন সানচোর। ৭৫ মিনিটে ড্যানিয়েল জেমসের বদলি হিসেবে মাঠে নামেন এই ইংলিশ তারকা।
লিডস ইউনাইটেডকে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করল ফেবারিট ম্যানচেস্টার ইউনাইটেড। ৫–১ গোলের জয়ে ম্যানইউর হয়ে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। অন্য দুটি গোল এসেছে ম্যাসন গ্রিনউড ও ফ্রেডের কাছ থেকে।
তবে গোল না পেলেও ম্যাচে দারুণ আলো ছড়িয়েছেন ম্যানইউর ফরাসি মিডফিল্ডার পল পগবা। দলের পাঁচ গোলের চারটিতে সরাসরি সহায়তা ছিল তাঁর। ওল্ড ট্রাফোর্ডে সমর্থকদের লাল উৎসবের মাঝেই লিডসকে আতিথেয়তা দেয় ম্যানইউ।
ম্যাচে শুরুর কিছু সময় লড়াইটাও ছিল হাড্ডাহাড্ডি। তবে ৩০ মিনিটে দারুণ এক গোলে লিড নেয় স্বাগতিকেরা। পল পগবার নান্দনিক পাসে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রুনো। প্রথমার্ধে এটিই ছিল ম্যাচের একমাত্র গোল।
ম্যাচের আসল নাটকীয়তার শুরু হয় বিরতির পর। ৪৮ মিনিটে লুক আইলিংয়ের ডি–বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন এক গোলে সমতায় ফেরে লিডস। এরপরই যেন লিডসকে চেপে ধরে ‘রেড ডেভিল’রা। আক্রমণের ঝড়ে ৫২ থেকে ৬৮ মিনিটের মধ্যে লিডসের জালে জড়ায় চার গোল। যার দুটি ছিল ব্রুনোর। অন্য দুটি আসে গ্রিনউড ও ফ্রেডের পা থেকে। ৫–১ গোলে পিছিয়ে পড়া মার্সেলো বিয়েলসার লিডস ম্যাচে ফেরার আর কোনো সুযোগই পায়নি।
এ ম্যাচ দিয়েই অভিষেক হলো দলবদলে আলোড়ন তুলে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানইউতে আসা জ্যাডন সানচোর। ৭৫ মিনিটে ড্যানিয়েল জেমসের বদলি হিসেবে মাঠে নামেন এই ইংলিশ তারকা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১০ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
১২ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
১২ ঘণ্টা আগে