লিডস ইউনাইটেডকে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করল ফেবারিট ম্যানচেস্টার ইউনাইটেড। ৫–১ গোলের জয়ে ম্যানইউর হয়ে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। অন্য দুটি গোল এসেছে ম্যাসন গ্রিনউড ও ফ্রেডের কাছ থেকে।
তবে গোল না পেলেও ম্যাচে দারুণ আলো ছড়িয়েছেন ম্যানইউর ফরাসি মিডফিল্ডার পল পগবা। দলের পাঁচ গোলের চারটিতে সরাসরি সহায়তা ছিল তাঁর। ওল্ড ট্রাফোর্ডে সমর্থকদের লাল উৎসবের মাঝেই লিডসকে আতিথেয়তা দেয় ম্যানইউ।
ম্যাচে শুরুর কিছু সময় লড়াইটাও ছিল হাড্ডাহাড্ডি। তবে ৩০ মিনিটে দারুণ এক গোলে লিড নেয় স্বাগতিকেরা। পল পগবার নান্দনিক পাসে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রুনো। প্রথমার্ধে এটিই ছিল ম্যাচের একমাত্র গোল।
ম্যাচের আসল নাটকীয়তার শুরু হয় বিরতির পর। ৪৮ মিনিটে লুক আইলিংয়ের ডি–বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন এক গোলে সমতায় ফেরে লিডস। এরপরই যেন লিডসকে চেপে ধরে ‘রেড ডেভিল’রা। আক্রমণের ঝড়ে ৫২ থেকে ৬৮ মিনিটের মধ্যে লিডসের জালে জড়ায় চার গোল। যার দুটি ছিল ব্রুনোর। অন্য দুটি আসে গ্রিনউড ও ফ্রেডের পা থেকে। ৫–১ গোলে পিছিয়ে পড়া মার্সেলো বিয়েলসার লিডস ম্যাচে ফেরার আর কোনো সুযোগই পায়নি।
এ ম্যাচ দিয়েই অভিষেক হলো দলবদলে আলোড়ন তুলে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানইউতে আসা জ্যাডন সানচোর। ৭৫ মিনিটে ড্যানিয়েল জেমসের বদলি হিসেবে মাঠে নামেন এই ইংলিশ তারকা।
লিডস ইউনাইটেডকে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করল ফেবারিট ম্যানচেস্টার ইউনাইটেড। ৫–১ গোলের জয়ে ম্যানইউর হয়ে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। অন্য দুটি গোল এসেছে ম্যাসন গ্রিনউড ও ফ্রেডের কাছ থেকে।
তবে গোল না পেলেও ম্যাচে দারুণ আলো ছড়িয়েছেন ম্যানইউর ফরাসি মিডফিল্ডার পল পগবা। দলের পাঁচ গোলের চারটিতে সরাসরি সহায়তা ছিল তাঁর। ওল্ড ট্রাফোর্ডে সমর্থকদের লাল উৎসবের মাঝেই লিডসকে আতিথেয়তা দেয় ম্যানইউ।
ম্যাচে শুরুর কিছু সময় লড়াইটাও ছিল হাড্ডাহাড্ডি। তবে ৩০ মিনিটে দারুণ এক গোলে লিড নেয় স্বাগতিকেরা। পল পগবার নান্দনিক পাসে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রুনো। প্রথমার্ধে এটিই ছিল ম্যাচের একমাত্র গোল।
ম্যাচের আসল নাটকীয়তার শুরু হয় বিরতির পর। ৪৮ মিনিটে লুক আইলিংয়ের ডি–বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন এক গোলে সমতায় ফেরে লিডস। এরপরই যেন লিডসকে চেপে ধরে ‘রেড ডেভিল’রা। আক্রমণের ঝড়ে ৫২ থেকে ৬৮ মিনিটের মধ্যে লিডসের জালে জড়ায় চার গোল। যার দুটি ছিল ব্রুনোর। অন্য দুটি আসে গ্রিনউড ও ফ্রেডের পা থেকে। ৫–১ গোলে পিছিয়ে পড়া মার্সেলো বিয়েলসার লিডস ম্যাচে ফেরার আর কোনো সুযোগই পায়নি।
এ ম্যাচ দিয়েই অভিষেক হলো দলবদলে আলোড়ন তুলে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানইউতে আসা জ্যাডন সানচোর। ৭৫ মিনিটে ড্যানিয়েল জেমসের বদলি হিসেবে মাঠে নামেন এই ইংলিশ তারকা।
মাত্রই শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজটি ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে দুই বোর্ডের দ্বিপক্ষীয় আয়োজন। সিলেটে প্রথম টেস্টে নতজানু পারফরম্যান্সের পর চট্টগ্রামে ইনিংস ও ১০৬ রানে জিতেছে বাংলাদেশ। তবে এই সিরিজ শেষেই টি-টোয়েন্টি। তাই নাজমুল হোসেন শান্তদের ভাবতে হচ্ছে টি-টোয়েন্টি...
৩২ মিনিট আগেদুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
১৩ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
১৪ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১৫ ঘণ্টা আগে