Ajker Patrika

ম্যানইউর পাঁচে ব্রুনোর তিন 

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৯: ৪২
ম্যানইউর পাঁচে ব্রুনোর তিন 

লিডস ইউনাইটেডকে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করল ফেবারিট ম্যানচেস্টার ইউনাইটেড। ৫–১ গোলের জয়ে ম্যানইউর হয়ে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। অন্য দুটি গোল এসেছে ম্যাসন গ্রিনউড ও ফ্রেডের কাছ থেকে।

তবে গোল না পেলেও ম্যাচে দারুণ আলো ছড়িয়েছেন ম্যানইউর ফরাসি মিডফিল্ডার পল পগবা। দলের পাঁচ গোলের চারটিতে সরাসরি সহায়তা ছিল তাঁর। ওল্ড ট্রাফোর্ডে সমর্থকদের লাল উৎসবের মাঝেই লিডসকে আতিথেয়তা দেয় ম্যানইউ। 

ম্যাচে শুরুর কিছু সময় লড়াইটাও ছিল হাড্ডাহাড্ডি। তবে ৩০ মিনিটে দারুণ এক গোলে লিড নেয় স্বাগতিকেরা। পল পগবার নান্দনিক পাসে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রুনো। প্রথমার্ধে এটিই ছিল ম্যাচের একমাত্র গোল। 

ম্যাচের আসল নাটকীয়তার শুরু হয় বিরতির পর। ৪৮ মিনিটে লুক আইলিংয়ের ডি–বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন এক গোলে সমতায় ফেরে লিডস। এরপরই যেন লিডসকে চেপে ধরে ‘রেড ডেভিল’রা। আক্রমণের ঝড়ে ৫২ থেকে ৬৮ মিনিটের মধ্যে লিডসের জালে জড়ায় চার গোল। যার দুটি ছিল ব্রুনোর। অন্য দুটি আসে গ্রিনউড ও ফ্রেডের পা থেকে। ৫–১ গোলে পিছিয়ে পড়া মার্সেলো বিয়েলসার লিডস ম্যাচে ফেরার আর কোনো সুযোগই পায়নি। 

এ ম্যাচ দিয়েই অভিষেক হলো দলবদলে আলোড়ন তুলে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানইউতে আসা জ্যাডন সানচোর। ৭৫ মিনিটে ড্যানিয়েল জেমসের বদলি হিসেবে মাঠে নামেন এই ইংলিশ তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত