লিওনেল মেসির সামনে এখন যেন রাজ্যের ব্যস্ততা। ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবলের ব্যস্ততা তো শুরু হয়েছেই। আন্তর্জাতিক ফুটবলেও রয়েছে ব্যস্ত সূচি।
নতুন মৌসুম শুরুর আগে প্রাক মৌসুম সফরে যায় ইন্টার মায়ামি। সেই সফরে মায়ামির পুরো ৯০ মিনিট খেলা তো দূরে থাক, মূল একাদশেও তাঁর উপস্থিতি ছিল বিরল। এমনকি হংকং একাদশের বিপক্ষে না খেলানোয় বেশ সমালোচনার মুখে পড়তে হয় মায়ামিকে। সেই সমালোচনা থেকেই যেন শিক্ষা নিয়েছে মায়ামি। নতুন মৌসুমে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ, এমএলএসসহ প্রথম চার ম্যাচের প্রতিটিতেই খেলেন ৯০ মিনিট।
সেখানে আজ চেজ স্টেডিয়ামে মন্ট্রিলের বিপক্ষে এমএলএস ম্যাচে মায়ামির দলেই রাখা হয়নি মেসিকে। ম্যাচও মায়ামি হেরে যায় ৩-২ গোলে। মেসির অনুপস্থিতির কারণ জিজ্ঞেস করা হলে কোচ টাটা মার্টিনো বলেন, ‘আমরা এক সপ্তাহ আগে থেকেই আলোচনা করেছি। আমাদের মনে হয়েছিল যে এই ম্যাচে তাঁর বিশ্রাম নেওয়া দরকার। ন্যাশভিলের ম্যাচে কী হয়েছে, সেটা বাদ দিয়েই বলছি।’
মন্ট্রিল ম্যাচের আগে সর্বশেষ ম্যাচ মায়ামি খেলেছে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে। ন্যাশভিলের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগটিতে ২-২ গোলে ড্র করেছিল মায়ামি। সেই ম্যাচে মায়ামির গোল দুটি করেছিলেন মেসি ও লুইস সুয়ারেজ। মেসি তো আজ ছিলেনই না মন্ট্রিলের বিপক্ষে। সুয়ারেজকেও নামানো হয়েছে বদলি খেলোয়াড় হিসেবে। সুয়ারেজের মতো সার্জিও বুসকেতসকেও বদলি খেলোয়াড় হিসেবে খেলোনো হয়েছে। বুসকেতস, সুয়ারেজকে বদলি খেলোয়াড় হিসেবে খেলোনোর ব্যাখ্যায় মার্টিনো বলেন, ‘(সংবাদমাধ্যম) জিজ্ঞেস করেছিল দশ দিন আগে যে আমার খেলোয়াড়দের বিশ্রামে রাখার পরিকল্পনা আছে কি না। আমরা করেছি (বিশ্রাম দেওয়া)।’
লিওনেল মেসির সামনে এখন যেন রাজ্যের ব্যস্ততা। ইন্টার মায়ামির হয়ে ক্লাব ফুটবলের ব্যস্ততা তো শুরু হয়েছেই। আন্তর্জাতিক ফুটবলেও রয়েছে ব্যস্ত সূচি।
নতুন মৌসুম শুরুর আগে প্রাক মৌসুম সফরে যায় ইন্টার মায়ামি। সেই সফরে মায়ামির পুরো ৯০ মিনিট খেলা তো দূরে থাক, মূল একাদশেও তাঁর উপস্থিতি ছিল বিরল। এমনকি হংকং একাদশের বিপক্ষে না খেলানোয় বেশ সমালোচনার মুখে পড়তে হয় মায়ামিকে। সেই সমালোচনা থেকেই যেন শিক্ষা নিয়েছে মায়ামি। নতুন মৌসুমে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ, এমএলএসসহ প্রথম চার ম্যাচের প্রতিটিতেই খেলেন ৯০ মিনিট।
সেখানে আজ চেজ স্টেডিয়ামে মন্ট্রিলের বিপক্ষে এমএলএস ম্যাচে মায়ামির দলেই রাখা হয়নি মেসিকে। ম্যাচও মায়ামি হেরে যায় ৩-২ গোলে। মেসির অনুপস্থিতির কারণ জিজ্ঞেস করা হলে কোচ টাটা মার্টিনো বলেন, ‘আমরা এক সপ্তাহ আগে থেকেই আলোচনা করেছি। আমাদের মনে হয়েছিল যে এই ম্যাচে তাঁর বিশ্রাম নেওয়া দরকার। ন্যাশভিলের ম্যাচে কী হয়েছে, সেটা বাদ দিয়েই বলছি।’
মন্ট্রিল ম্যাচের আগে সর্বশেষ ম্যাচ মায়ামি খেলেছে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে। ন্যাশভিলের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগটিতে ২-২ গোলে ড্র করেছিল মায়ামি। সেই ম্যাচে মায়ামির গোল দুটি করেছিলেন মেসি ও লুইস সুয়ারেজ। মেসি তো আজ ছিলেনই না মন্ট্রিলের বিপক্ষে। সুয়ারেজকেও নামানো হয়েছে বদলি খেলোয়াড় হিসেবে। সুয়ারেজের মতো সার্জিও বুসকেতসকেও বদলি খেলোয়াড় হিসেবে খেলোনো হয়েছে। বুসকেতস, সুয়ারেজকে বদলি খেলোয়াড় হিসেবে খেলোনোর ব্যাখ্যায় মার্টিনো বলেন, ‘(সংবাদমাধ্যম) জিজ্ঞেস করেছিল দশ দিন আগে যে আমার খেলোয়াড়দের বিশ্রামে রাখার পরিকল্পনা আছে কি না। আমরা করেছি (বিশ্রাম দেওয়া)।’
রাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
১ ঘণ্টা আগেডিসেম্বরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ভারতে এবারই যে তাঁর প্রথম সফর তা নয়। ২০১১ সালেও পা রাখেন তিনি। তবে সেবার তাঁর সঙ্গী হয়েছিল পুরো আর্জেন্টিনা দল। এবার আসছেন ব্যক্তিগতভাবে। মেসিকে রাজি করানোটা তাই সহজ ছিল না ভারতের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের জন্য।
২ ঘণ্টা আগে‘রুত, দিনিস, দুয়ার্তে, মাতিলদা—অ্যানফিল্ড সবসময় তোমাদের ঘর হয়ে থাকবে। তোমরা কখনো একা হাঁটবে না।’
৩ ঘণ্টা আগেমিরপুরে কোয়াবের গত দুটি সভায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিতে হওয়া সভায় ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াবের নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।
৪ ঘণ্টা আগে