ক্রীড়া ডেস্ক
মেজর লিগ সকারে (এমএলএস) আগের টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিও জিতেছিল সেই পাঁচ ম্যাচ। ছন্দে থাকা মেসি এবার পারলেন না কিছু করতে। মায়ামিও হারল বড় ব্যবধানে।
বাংলাদেশ সময় আজ ভোরে টিকিউএল স্টেডিয়ামে ইন্টার মায়ামি খেলেছে সিনসিনাটির বিপক্ষে। এই ম্যাচে মেসি বেশ কিছু সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেনি। তাঁর ব্যর্থতার দিনে স্বাগতিক সিনসিনাটির কাছে ৩-০ গোলে হারল মায়ামি।
ম্যাচের ১৬ মিনিটে ম্যাচে প্রথম গোল করেন সিনসিনাটি ফরোয়ার্ড জেরার্দো ভ্যালেনজুয়েলা। তাঁকে গোল করতে সহায়তা করেছেন দলটির আরেক ফরোয়ার্ড লুকা ওরেলানো। প্রথমার্ধের শেষভাগে এসে সমতায় ফেরার সুযোগ পায় মায়ামি। ৪৪ মিনিটে সুয়ারেজের হেড রিসিভ করে মেসি বাঁ পায়ে শট নিলেও সিনসিনাটির রক্ষণদুর্গে তা প্রতিহত হয়। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৬ মিনিটে মেসি শট নেন সিনসিনাটির লক্ষ্য বরাবর। তবে সেই শট প্রতিহত করেন সিনসিনাটি গোলরক্ষক রোমান সেলেন্টানো। প্রথমার্ধ সিনসিনাটি শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধে দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে নেয় সিনসিনাটি। ৫০ মিনিটে গোল করেন দলটির মিডফিল্ডার ইভান্দার। ম্যাচে নিজের দ্বিতীয় গোল তুলে নিতে তাঁর লেগেছে ২০ মিনিট। ৭০ মিনিটে ইভান্দারের গোলে সিনসিনাটি এগিয়ে যায় ৩-০ গোলে। এমন অবস্থায় মায়ামিকে জিততে করতে হতো অতিমানবীয় কিছুই। ব্যবধান কমানো ছাড়া তাদের কাছে তাই আর কোনো উপায় ছিল না। ৭৯ মিনিটে সুয়ারেজের থ্রু বল থেকে বাঁ পায়ে শট নেন মেসি। তবে দিনটা যে আসলে ছিল না মেসির। এবারও তাঁর শট প্রতিহত করেন সিনসিনাটি গোলরক্ষক সেলেন্টানো।
ম্যাচে মায়ামি বল দখলে রাখে ৫৬ শতাংশ। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিতে পেরেছে দুটি শট। আর সিনসিনাটি ৬ বার মায়ামির গোলপোস্ট বরাবর শট নিয়ে তিনটিকে গোলে পরিণত করতে পেরেছে। ৩-০ গোলে হারের পর এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় পাঁচে ইন্টার মায়ামি। ২০ ম্যাচে ১১ জয়, ৫ ড্র ও ৪ পরাজয়ে দলটির পয়েন্ট এখন ৩৮। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪৬। ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি। ফিলাডেলফিয়া, সিনসিনাটি দুটি দলই ২৩টি করে ম্যাচ খেলেছে।
মেজর লিগ সকারে (এমএলএস) আগের টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিও জিতেছিল সেই পাঁচ ম্যাচ। ছন্দে থাকা মেসি এবার পারলেন না কিছু করতে। মায়ামিও হারল বড় ব্যবধানে।
বাংলাদেশ সময় আজ ভোরে টিকিউএল স্টেডিয়ামে ইন্টার মায়ামি খেলেছে সিনসিনাটির বিপক্ষে। এই ম্যাচে মেসি বেশ কিছু সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেনি। তাঁর ব্যর্থতার দিনে স্বাগতিক সিনসিনাটির কাছে ৩-০ গোলে হারল মায়ামি।
ম্যাচের ১৬ মিনিটে ম্যাচে প্রথম গোল করেন সিনসিনাটি ফরোয়ার্ড জেরার্দো ভ্যালেনজুয়েলা। তাঁকে গোল করতে সহায়তা করেছেন দলটির আরেক ফরোয়ার্ড লুকা ওরেলানো। প্রথমার্ধের শেষভাগে এসে সমতায় ফেরার সুযোগ পায় মায়ামি। ৪৪ মিনিটে সুয়ারেজের হেড রিসিভ করে মেসি বাঁ পায়ে শট নিলেও সিনসিনাটির রক্ষণদুর্গে তা প্রতিহত হয়। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৬ মিনিটে মেসি শট নেন সিনসিনাটির লক্ষ্য বরাবর। তবে সেই শট প্রতিহত করেন সিনসিনাটি গোলরক্ষক রোমান সেলেন্টানো। প্রথমার্ধ সিনসিনাটি শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধে দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে নেয় সিনসিনাটি। ৫০ মিনিটে গোল করেন দলটির মিডফিল্ডার ইভান্দার। ম্যাচে নিজের দ্বিতীয় গোল তুলে নিতে তাঁর লেগেছে ২০ মিনিট। ৭০ মিনিটে ইভান্দারের গোলে সিনসিনাটি এগিয়ে যায় ৩-০ গোলে। এমন অবস্থায় মায়ামিকে জিততে করতে হতো অতিমানবীয় কিছুই। ব্যবধান কমানো ছাড়া তাদের কাছে তাই আর কোনো উপায় ছিল না। ৭৯ মিনিটে সুয়ারেজের থ্রু বল থেকে বাঁ পায়ে শট নেন মেসি। তবে দিনটা যে আসলে ছিল না মেসির। এবারও তাঁর শট প্রতিহত করেন সিনসিনাটি গোলরক্ষক সেলেন্টানো।
ম্যাচে মায়ামি বল দখলে রাখে ৫৬ শতাংশ। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিতে পেরেছে দুটি শট। আর সিনসিনাটি ৬ বার মায়ামির গোলপোস্ট বরাবর শট নিয়ে তিনটিকে গোলে পরিণত করতে পেরেছে। ৩-০ গোলে হারের পর এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় পাঁচে ইন্টার মায়ামি। ২০ ম্যাচে ১১ জয়, ৫ ড্র ও ৪ পরাজয়ে দলটির পয়েন্ট এখন ৩৮। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪৬। ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি। ফিলাডেলফিয়া, সিনসিনাটি দুটি দলই ২৩টি করে ম্যাচ খেলেছে।
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ মিশন শেষ হয়েছে আফগানিস্তানের। যেটা মেনে নিতে কষ্ট হচ্ছে দলটির প্রধান কেচা জোনাথন ট্রটের। লঙ্কানদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পর বাংলাদেশকে কৃতিত্ব দিচ্ছেন তিনি।
১৩ মিনিট আগেহৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার দুনিথ ভেল্লালাগের বাবা সুরাঙ্গা ভেল্লালাগে। ভেল্লালাগের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লিটন দাস, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়রা।
১ ঘণ্টা আগেবাবা হারালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার এবাদত হোসেন চৌধুরী। গতকাল রাতে সিলেটে শেষ নিশ্বাস ত্যাগ করেন এবাদতের বাবা নিজাম উদ্দিন চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
১ ঘণ্টা আগেশ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের সমীকরণ পক্ষে আসায় এশিয়া কাপের সুপার ফোরের টিকিট হাতে পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের সহায়তায় গ্রুপ পর্বের বাধা অতিক্রম করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
২ ঘণ্টা আগে