Ajker Patrika

পর্তুগালের বয়সভিত্তিক দলে রোনালদোর ছেলে

ক্রীড়া ডেস্ক    
পর্তুগালের বয়সভিত্তিক দলে রোনালদোর ছেলে। ছবি: সংগৃহীত
পর্তুগালের বয়সভিত্তিক দলে রোনালদোর ছেলে। ছবি: সংগৃহীত

বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটা আরও আগেই শুরু করেছেন ক্রিস্টিয়ানো ডস সান্তোস, বেছে নিয়েছেন ফুটবলকে। এবার গায়ে জড়াতে যাচ্ছেন পর্তুগালের জার্সি। কোচ হোয়াও সান্তোসের ২২ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোস।

১৪ বছর বয়সী ডস সান্তোস এখন সৌদি আরবের ক্লাব আল-নাসরের যুব দলে খেলছেন। যে ক্লাবটির সিনিয়র দলে খেলছেন রোনালদো। এর আগে রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের যুব দলে খেলেছেন সান্তোস।

পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল ক্রোয়েশিয়ায় ভ্লাতকো মার্কোভিচ যুব টুর্নামেন্টের সপ্তম সংস্করণে অংশ নেবে। আগামী ১৩ থেকে ১৮ মে হবে এ টুর্নামেন্টে। টুর্নামেন্টে রোনালদো জুনিয়রের দল খেলবে জাপান, গ্রিস ও ইংল্যান্ডের বিপক্ষে। ১৩ মে জাপানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল। ১৪ মে গ্রিস ও ১৬ মে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।

পর্তুগালের বয়সভিত্তিক দলে ছেলে সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত রোনালদো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তোমার জন্য গর্বিত, ছেলে।’ পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো আগে একবার বলেছিলেন একদিন ছেলের সঙ্গে একই দলে খেলার সম্ভাবনা নিয়ে, ‘আমি এটা চাই, চাই। এটা এমন কিছু না, যা আমাকে রাতে ঘুমাতে দেয় না, কিন্তু আমি এটা চাই। দেখা যাক কী হয়। এটা আমার চেয়ে তার হাতে বেশি।’

পারিবারিক সম্পর্ক ও বসবাসের নিয়ম অনুযায়ী, ক্রিস্টিয়ানো জুনিয়র পাঁচটি দেশের হয়ে খেলার সুযোগ রয়েছে—পর্তুগাল, যুক্তরাষ্ট্র, স্পেন, ইংল্যান্ড ও কেপ ভার্দে। আপাতত বাবার পথেই হাঁটছেন সান্তোস, প্রতিনিধিত্ব করছেন পর্তুগালের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত