Ajker Patrika

যুক্তরাষ্ট্রের কোচের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জিদান

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১২: ১৩
যুক্তরাষ্ট্রের কোচের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জিদান

ভালো বেতনে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন জিনেদিন জিদান। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জিনেদিন জিদান।

গত বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে গ্রেগ বারহাল্টারের চুক্তি শেষ হয়ে গিয়েছিল। জিদানকে তিন বছরের চুক্তিতে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। ফ্রান্সের জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম এল ইকুইপ জানিয়েছে, জিদান ফ্রান্স ছাড়া অন্য কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী নন। এমনকি ব্রাজিল ও পর্তুগালের কোচ হওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই ফুটবলার। আর গতকাল দিদিয়ের দেশমের ফ্রান্সের কোচ হিসেবে থাকার চুক্তি আরও তিন বছর বেড়েছে।

জাতীয় দলে জিদান কোচিং না করালেও কোচ হিসেবে তাঁকে সফলই বলা যায়। তাঁর অধীনে রিয়াল মাদ্রিদ খেলেছে ২৬৩ ম্যাচ। ১৭৪ ম্যাচ জয়ের পাশাপাশি ৫৩ ম্যাচে ড্র এবং ৩৬ ম্যাচ হেরেছে লস ব্লাংকোসরা। তাঁর অধীনে ২০১৬ থেকে ২০১৮—হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়ালরা। এ ছাড়া দুটো করে লা-লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিল লস ব্লাংকোসরা।

২০১৮-এর ২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র কোচের দায়িত্ব পেয়েছিলেন বারহাল্টার। তাঁর অধীনে যুক্তরাষ্ট্র খেলেছিল ৬১ ম্যাচ। জিতেছে ৩৭ ম্যাচ, ড্র করেছে ১৩ ম্যাচ এবং ১১ ম্যাচ হেরেছে। বারহাল্টারের পর যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে আছেন অ্যান্থনি হাডসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত