ক্রীড়া ডেস্ক
দেখতে দেখতে ইন্টার মায়ামিতে দুই বছর হয়ে যাচ্ছে লিওনেল মেসির। এই সময়ে মায়ামির জার্সিতে জিতেছেন লিগস কাপ ও সাপোর্টার্স শিল্ডের পুরস্কার। নিয়মিত গোল করে রেকর্ড যেমন গড়েছেন, তেমনি ব্যক্তিগত পুরস্কারও পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
ছন্দে থাকা মেসি জায়গা করে নিয়েছেন মেজর লিগ সকারের (এমএলএস) সেরা ফুটবলারদের দলে। এমএলএস গতকাল ২০২৫ সালের জন্য ২৬ সদস্যের অলস্টার্স দল গঠন করেছে। ২৬ ফুটবলারের মধ্যে মেসিসহ আছেন ৯ ফরোয়ার্ড। এমএলএস অলস্টার দলে যে ৩ গোলরক্ষক আছেন, তিন জন ভিন্ন তিন ক্লাবের। অলস্টার দলে ৬ মিডফিল্ডার ও ৮ ডিফেন্ডার আছেন। যাঁদের মধ্যে মেসির মায়ামি সতীর্থ জর্দি আলবা সামলাবেন রক্ষণভাগ।
অলস্টার্স দল এমএলএস নির্বাচন করেছে তিন ক্যাটেগরিতে। ভক্ত-সমর্থক, ফুটবলার ও গণমাধ্যমের ভোটে এসেছেন ১২ ফুটবলার। ভোট থেকে নির্বাচিত খেলোয়াড়দের তালিকায় মেসি-আলবার পাশাপাশি আছেন আরও ১০ ফুটবলার। এমএলএস অলস্টার প্রধান কোচ নিকো এস্তভেজের পছন্দের তালিকায় আছেন ১২ ফুটবলার। বাকি ২ ফুটবলার অলস্টার টিমে এসেছেন কমিশনারের পছন্দের ভিত্তিতে। দুই ফরোয়ার্ড প্যাট্রিক অ্যাগেম্যাঙ, হার্ভিং চাকি লোজানোকে বেছে নিয়েছেন এমএলএস কমিশনার ডন গার্বার। বলে রাখা ভালো এস্তভেজ ২০২৪ থেকে অস্টিন এফসির প্রধান কোচ হিসেবে আছেন।
এমএলএস অলস্টার্স দলটা গঠন করা হয়েছে মূলত জুলাইয়ে মেক্সিকোর লিগা এমএক্স অলস্টার্সের বিপক্ষে ম্যাচের জন্য। ২৪ জুলাই টেক্সাসের কিউটু স্টেডিয়ামে মুখোমুখি হবে এমএলএস অলস্টার্স-লিগা এমএক্স অলস্টার্স। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে এই ম্যাচটা।
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ২০২৩ সালে ইন্টার মায়ামিতে চলে যান মেসি। সে বছরের জুলাইয়ে মায়ামির হয়ে অভিষেক হয় তাঁর। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৬২ ম্যাচ খেলেছেন মেসি। ৫০ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৪ গোলে।
এমএলএস অলস্টার্স দল
গোলরক্ষক (৩): ডেইন সেইন্ট ক্লেয়ার (মিনেসোটা ইউনাইটেড, ভোট), ব্রাড স্টুভার (অস্টিন, কোচের পছন্দ), ইয়োহেই তাকাওকা (ভ্যানকুভার হোয়াইটক্যাপস, কোচের পছন্দ)
ডিফেন্ডার (৮): জর্দি আলবা (ইন্টার মায়ামি, ভোট), ম্যাক্স আর্ফস্টেন (কলম্বাস ক্রু, কোচের পছন্দ), ত্রিস্তান ব্ল্যাকমন (ভ্যানকুভার হোয়াইটক্যাপস, ভোট), মাইকেল বক্সাল (মিনেসোটা ইউনাইটেড, ভোট), অ্যালেক্স ফ্রিম্যান (অরলান্ডো সিটি, ভোট), জ্যাকব গ্লেসনেস (ফিলাডেলফিয়া ইউনিয়ন, কোচের পছন্দ), অ্যান্ডি নাজার (ন্যাশভিল, কোচের পছন্দ), মাইলস রবিনসন (সিনসিনাটি, কোচের পছন্দ)
মিডফিল্ডার (৬): সেবাস্তিয়ান বারহাল্টার (ভ্যানকুভার হোয়াইটক্যাপস, ভোট), দাভিদ দা কস্তা (পোর্টল্যান্ড টিম্বার্স, কোচের পছন্দ), ইভান্ডার (সিনসিনাটি, কোচের পছন্দ), ডিয়েগো লুনা (রিয়াল সল্টলেক, ভোট), জেপে ভার্সকভ (সান দিয়েগো, কোচের পছন্দ), ফিলিপ জিঙ্কারন্যাগেল (শিকাগো ফায়ার, কোচের পছন্দ)
ফরোয়ার্ড (৯): লিওনেল মেসি (ইন্টার মায়ামি, ভোট), প্যাট্রিক অ্যাগেম্যাঙ (শার্লট, কমিশনারের পছন্দ), তাই বারিবো (ফিলাডেলফিয়া, ভোট), ডেনিস বুয়াঙ্গা (এলএএফসি, ভোট), আন্দ্রেস ড্রেয়ার (সানদিয়েগো এফসি, কোচের পছন্দ), হার্ভিং চাকি লোজানো (সান দিয়েগো, কমিশনারের পছন্দ), দিয়েগো রসি (কলম্বাস ক্রু, কোচের পছন্দ), ব্র্যান্ডন ভাসকেজ (অস্টিন, কোচের পছন্দ), ব্রায়ান হোয়াইট (ভ্যানকুভার হোয়াইটক্যাপস, ভোট)
দেখতে দেখতে ইন্টার মায়ামিতে দুই বছর হয়ে যাচ্ছে লিওনেল মেসির। এই সময়ে মায়ামির জার্সিতে জিতেছেন লিগস কাপ ও সাপোর্টার্স শিল্ডের পুরস্কার। নিয়মিত গোল করে রেকর্ড যেমন গড়েছেন, তেমনি ব্যক্তিগত পুরস্কারও পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
ছন্দে থাকা মেসি জায়গা করে নিয়েছেন মেজর লিগ সকারের (এমএলএস) সেরা ফুটবলারদের দলে। এমএলএস গতকাল ২০২৫ সালের জন্য ২৬ সদস্যের অলস্টার্স দল গঠন করেছে। ২৬ ফুটবলারের মধ্যে মেসিসহ আছেন ৯ ফরোয়ার্ড। এমএলএস অলস্টার দলে যে ৩ গোলরক্ষক আছেন, তিন জন ভিন্ন তিন ক্লাবের। অলস্টার দলে ৬ মিডফিল্ডার ও ৮ ডিফেন্ডার আছেন। যাঁদের মধ্যে মেসির মায়ামি সতীর্থ জর্দি আলবা সামলাবেন রক্ষণভাগ।
অলস্টার্স দল এমএলএস নির্বাচন করেছে তিন ক্যাটেগরিতে। ভক্ত-সমর্থক, ফুটবলার ও গণমাধ্যমের ভোটে এসেছেন ১২ ফুটবলার। ভোট থেকে নির্বাচিত খেলোয়াড়দের তালিকায় মেসি-আলবার পাশাপাশি আছেন আরও ১০ ফুটবলার। এমএলএস অলস্টার প্রধান কোচ নিকো এস্তভেজের পছন্দের তালিকায় আছেন ১২ ফুটবলার। বাকি ২ ফুটবলার অলস্টার টিমে এসেছেন কমিশনারের পছন্দের ভিত্তিতে। দুই ফরোয়ার্ড প্যাট্রিক অ্যাগেম্যাঙ, হার্ভিং চাকি লোজানোকে বেছে নিয়েছেন এমএলএস কমিশনার ডন গার্বার। বলে রাখা ভালো এস্তভেজ ২০২৪ থেকে অস্টিন এফসির প্রধান কোচ হিসেবে আছেন।
এমএলএস অলস্টার্স দলটা গঠন করা হয়েছে মূলত জুলাইয়ে মেক্সিকোর লিগা এমএক্স অলস্টার্সের বিপক্ষে ম্যাচের জন্য। ২৪ জুলাই টেক্সাসের কিউটু স্টেডিয়ামে মুখোমুখি হবে এমএলএস অলস্টার্স-লিগা এমএক্স অলস্টার্স। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে এই ম্যাচটা।
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ২০২৩ সালে ইন্টার মায়ামিতে চলে যান মেসি। সে বছরের জুলাইয়ে মায়ামির হয়ে অভিষেক হয় তাঁর। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৬২ ম্যাচ খেলেছেন মেসি। ৫০ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৪ গোলে।
এমএলএস অলস্টার্স দল
গোলরক্ষক (৩): ডেইন সেইন্ট ক্লেয়ার (মিনেসোটা ইউনাইটেড, ভোট), ব্রাড স্টুভার (অস্টিন, কোচের পছন্দ), ইয়োহেই তাকাওকা (ভ্যানকুভার হোয়াইটক্যাপস, কোচের পছন্দ)
ডিফেন্ডার (৮): জর্দি আলবা (ইন্টার মায়ামি, ভোট), ম্যাক্স আর্ফস্টেন (কলম্বাস ক্রু, কোচের পছন্দ), ত্রিস্তান ব্ল্যাকমন (ভ্যানকুভার হোয়াইটক্যাপস, ভোট), মাইকেল বক্সাল (মিনেসোটা ইউনাইটেড, ভোট), অ্যালেক্স ফ্রিম্যান (অরলান্ডো সিটি, ভোট), জ্যাকব গ্লেসনেস (ফিলাডেলফিয়া ইউনিয়ন, কোচের পছন্দ), অ্যান্ডি নাজার (ন্যাশভিল, কোচের পছন্দ), মাইলস রবিনসন (সিনসিনাটি, কোচের পছন্দ)
মিডফিল্ডার (৬): সেবাস্তিয়ান বারহাল্টার (ভ্যানকুভার হোয়াইটক্যাপস, ভোট), দাভিদ দা কস্তা (পোর্টল্যান্ড টিম্বার্স, কোচের পছন্দ), ইভান্ডার (সিনসিনাটি, কোচের পছন্দ), ডিয়েগো লুনা (রিয়াল সল্টলেক, ভোট), জেপে ভার্সকভ (সান দিয়েগো, কোচের পছন্দ), ফিলিপ জিঙ্কারন্যাগেল (শিকাগো ফায়ার, কোচের পছন্দ)
ফরোয়ার্ড (৯): লিওনেল মেসি (ইন্টার মায়ামি, ভোট), প্যাট্রিক অ্যাগেম্যাঙ (শার্লট, কমিশনারের পছন্দ), তাই বারিবো (ফিলাডেলফিয়া, ভোট), ডেনিস বুয়াঙ্গা (এলএএফসি, ভোট), আন্দ্রেস ড্রেয়ার (সানদিয়েগো এফসি, কোচের পছন্দ), হার্ভিং চাকি লোজানো (সান দিয়েগো, কমিশনারের পছন্দ), দিয়েগো রসি (কলম্বাস ক্রু, কোচের পছন্দ), ব্র্যান্ডন ভাসকেজ (অস্টিন, কোচের পছন্দ), ব্রায়ান হোয়াইট (ভ্যানকুভার হোয়াইটক্যাপস, ভোট)
খেলোয়াড়দের মাঠে মেজাজ হারানোর ঘটনা তো নতুন কিছু নয়। ম্যাচের উত্তেজনাকর পরিস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতির ঘটনাও পর্যন্ত ঘটে। আর এসব ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতে বেশি সময়ও লাগে না।
৩ মিনিট আগেক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৭ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগে