ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের প্রথম দিন ১০ জনের আর্সেনালকে হারাল ম্যানচেস্টার সিটি। এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল। নাটকীয় ম্যাচে উত্তেজনা চূড়ায় ওঠে অতিরিক্ত সময়ে। গোল করে সিটিকে শিরোপার পথে আরও এগিয়ে দিলেন রদ্রি। মিকেল আর্তেতার দলের বিপক্ষে টেবিল টপারদের জয় ২-১ গোলে।
ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছিল আর্সেনাল। গোলও পেতে পারত শুরুতেই। অল্পের জন্য পেনাল্টি পায়নি গানাররা। প্রতি-আক্রমণে এক বক্সে ঢুকে পড়া মার্টিন ওডেগোরকে স্লাইড ট্যাকল করে ফেলে দেন সিটি গোলরক্ষক এদেরসন। পেনাল্টির জোরালো আবেদন করে আর্সেনাল। তবে কর্নারের বাঁশি বাজান রেফারি। পেনাল্টি না পেলেও শুরুতে আর্সেনালই গোল পেয়েছে। লড়াইয়ের ম্যাচে ৩১ তম মিনিটে দলকে এগিয়ে নেন বুকোয়া সাকা। দারুণ এক প্লেসিং শটে বল জালয়ে জড়ান তরুণ ইংলিশ তারকা।
ম্যাচের ছবি পালটে যায় দ্বিতীয়ার্ধে। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে সিটি। ৫৫ মিনিটে গ্রানিত জাকা বার্নার্দো সিলভার জার্সি টেনে ধরায় বক্সের ভেতর পড়ে যান সিটি তারকা। শুরুতে অবশ্য পেনাল্টি দেননি রেফারি। পরে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় সিটি। গোল করে দলকে সমতায় ফেরান রিয়াদ মাহারেজ। এই পেনাল্টি রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়ায় আর্সেনাল খেলোয়াড়েরা। সমর্থকেরাও রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।
সমতায় ফেরার পর ম্যাচ এগোচ্ছিল ড্রয়ের দিকে। ১-১ গোলেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। নাটকের শেষ মঞ্চায়ন তখনো বাকি। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে রদ্রির দিকে বল বাড়ান ডি ব্রুইন। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে বুনো উল্লাসে মেতে ওঠেন রদ্রি। শেষপর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের প্রথম দিন ১০ জনের আর্সেনালকে হারাল ম্যানচেস্টার সিটি। এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল। নাটকীয় ম্যাচে উত্তেজনা চূড়ায় ওঠে অতিরিক্ত সময়ে। গোল করে সিটিকে শিরোপার পথে আরও এগিয়ে দিলেন রদ্রি। মিকেল আর্তেতার দলের বিপক্ষে টেবিল টপারদের জয় ২-১ গোলে।
ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছিল আর্সেনাল। গোলও পেতে পারত শুরুতেই। অল্পের জন্য পেনাল্টি পায়নি গানাররা। প্রতি-আক্রমণে এক বক্সে ঢুকে পড়া মার্টিন ওডেগোরকে স্লাইড ট্যাকল করে ফেলে দেন সিটি গোলরক্ষক এদেরসন। পেনাল্টির জোরালো আবেদন করে আর্সেনাল। তবে কর্নারের বাঁশি বাজান রেফারি। পেনাল্টি না পেলেও শুরুতে আর্সেনালই গোল পেয়েছে। লড়াইয়ের ম্যাচে ৩১ তম মিনিটে দলকে এগিয়ে নেন বুকোয়া সাকা। দারুণ এক প্লেসিং শটে বল জালয়ে জড়ান তরুণ ইংলিশ তারকা।
ম্যাচের ছবি পালটে যায় দ্বিতীয়ার্ধে। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে সিটি। ৫৫ মিনিটে গ্রানিত জাকা বার্নার্দো সিলভার জার্সি টেনে ধরায় বক্সের ভেতর পড়ে যান সিটি তারকা। শুরুতে অবশ্য পেনাল্টি দেননি রেফারি। পরে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় সিটি। গোল করে দলকে সমতায় ফেরান রিয়াদ মাহারেজ। এই পেনাল্টি রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়ায় আর্সেনাল খেলোয়াড়েরা। সমর্থকেরাও রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।
সমতায় ফেরার পর ম্যাচ এগোচ্ছিল ড্রয়ের দিকে। ১-১ গোলেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। নাটকের শেষ মঞ্চায়ন তখনো বাকি। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে রদ্রির দিকে বল বাড়ান ডি ব্রুইন। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে বুনো উল্লাসে মেতে ওঠেন রদ্রি। শেষপর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
পাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
৩৭ মিনিট আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
৩ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
৫ ঘণ্টা আগে