Ajker Patrika

ফেবারিট ম্যান সিটিকে চ্যালেঞ্জ জানাবে কে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১১: ৩৫
ফেবারিট ম্যান সিটিকে চ্যালেঞ্জ জানাবে কে

ক্লাব ফুটবলপ্রেমীদের রাত জাগার দিন চলেই এল! আজ থেকে শুরু চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম। গ্রুপ পর্বের শুরুতেই মুখোমুখি দুই জায়ান্ট পিএসজি-বরুশিয়া ডর্টমুন্ড। এবারের মৃত্যুকূপ ‘এফ’ গ্রুপে পড়েছে দুই দল। তাদের দুই সঙ্গী দ্বিতীয় সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান ও ২০ বছর পর টুর্নামেন্টে ফেরা নিউক্যাসল। তারাও মাঠে নামছে আজ।

গার্দিওলার অধীনে গত মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জেতা ম্যানচেস্টার সিটির শিরোপা ধরে রাখার মিশন শুরু আজ রাতেই। এবারও ফেবারিটের তালিকায় তাদের নাম। গত দুই মৌসুমে নকআউট পর্বে যেতে না পারা বার্সেলোনা এবার সেই কষ্ট ঘোচাতে পারে। সম্ভাবনা রয়েছে নতুন চ্যাম্পিয়ন পাওয়ারও।

 এটিই ৩২ দলের শেষ চ্যাম্পিয়নস লিগ। এত দিন ধরে ৮ গ্রুপ থেকে হোম ও অ্যাওয়ে মিলিয়ে ৬টি ম্যাচ খেলে শীর্ষ দুটি দল যেত শেষ ষোলোয়। তবে ২০২৪-২৫ মৌসুমে থাকছে ৩৬ দল। নতুন রোমাঞ্চ আনতে আরও চার ক্লাবকে যুক্ত করছে উয়েফা।

নতুন তারকা
বার্সেলোনার লামিনে ইয়ামাল হয়ে উঠতে পারেন বার্সার তুরুপের তাস। ১৬ বছর বয়সী এই উইঙ্গারের দিকে চোখ থাকবে সবার। শীর্ষ ফুটবলে অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন এই স্প্যানিয়ার্ড।

 তারকাদের মধ্যে নেই যাঁরা
গত দুই দশকে চ্যাম্পিয়নস লিগে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ছিলেন সবচেয়ে পরিচিত মুখ। সময়ের অন্য দুই তারকা নেইমার ও করিম বেনজেমাকেও নিয়মিত দেখা গেছে এই মঞ্চে। এবারই প্রথম তাঁদের ছাড়া শুরু ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই। রোনালদো অবশ্য গত চ্যাম্পিয়নস লিগেও ছিলেন না, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছিলেন ইউরোপা লিগ। পর্তুগিজ উইঙ্গার গত ডিসেম্বরে যোগ দেন আল নাসরে। তাঁর দেখানো পথে গ্রীষ্মকালীন দলবদলে সৌদি প্রো লিগে নাম লেখান নেইমার, বেনজেমা, মানে, কান্তে, মাহরেজ, ফিরমিনো, হ্যান্ডারসন, ফাবিনহোর মতো তারকারা। মেসি, বুসকেতস, আলবা যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত