Ajker Patrika

‘মেসি মানুষ না, মানুষদের মধ্যে রোনালদো সেরা’

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১১: ৪৮
‘মেসি মানুষ না, মানুষদের মধ্যে রোনালদো সেরা’

জেরার্ড পিকে নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো দুজনের সঙ্গেই কাছাকাছি থেকে খেলার সুযোগ কয়জনের হয়েছে! পিকে তাঁদের একজন। 

মেসি-রোনালদোর সঙ্গে খেলার সুবাদে দুজনকেই ভালোভাবে দেখার সুযোগ হয়েছে পিকের। গত এক যুগের বেশি সময় ধরে চলতে থাকা প্রশ্নটার উত্তর তাঁর চেয়ে ভালো আর কে দিতে পারেন? মেসি সেরা নাকি রোনালদো? বার্সেলোনা অধিনায়ক অবশ্য দুজনকেই প্রশংসায় ভাসিয়েছেন। 

বার্সাতে মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রায় ১৫ বছর খেলেছেন পিকে। তার আগে ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গেও চার বছর খেলেছেন। মেসি আর রোনালদোকে নিয়ে বার্সা তারকার ভাষ্য, ‘আমার মনে হয়, দুজনই দুর্দান্ত। আমরা দুজন সেরা খেলোয়াড় সম্পর্কে বলছি। শুধু পৃথিবীরই না, ক্রীড়াঙ্গনের ইতিহাসেরই।’ 

মেসির বল নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে পিকে বলেন, ‘মেসির এমন প্রতিভা আছে, যেটা অন্য কারও মধ্যে নেই। তার বল নিয়ন্ত্রণের ক্ষমতা অসাধারণ। বল তার থেকে দু মিটার দূরেও যায় না। সব সময় পায়ের কাছেই থাকে। তাকে ধরে ফেলাটা প্রায় অসম্ভব। আমি এমন প্রতিভা কারও মধ্যে দেখিনি। ক্রিস্টিয়ানোও আলাদা ধরনের ফুটবলার। তারা অনেক আলাদা। সে লম্বা, শক্তিশালী, একদম পরিপূর্ণ।’ 

কে সেরা এমন প্রশ্নে অবশ্য এক সময়ের প্রিয় সতীর্থ-বন্ধু মেসিকে এগিয়ে রাখলেন পিকে, ‘রোনালদো যেকোনো কিছু করতে পারে। হেডে, ফ্রি কিকে, ওয়ান অন ওয়ান কিংবা পেনাল্টিতে গোল করতে পারে। কিন্তু আমার জন্য মেসি মানুষ না, মানুষদের মধ্যে রোনালদো সেরা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত