জেরার্ড পিকে নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো দুজনের সঙ্গেই কাছাকাছি থেকে খেলার সুযোগ কয়জনের হয়েছে! পিকে তাঁদের একজন।
মেসি-রোনালদোর সঙ্গে খেলার সুবাদে দুজনকেই ভালোভাবে দেখার সুযোগ হয়েছে পিকের। গত এক যুগের বেশি সময় ধরে চলতে থাকা প্রশ্নটার উত্তর তাঁর চেয়ে ভালো আর কে দিতে পারেন? মেসি সেরা নাকি রোনালদো? বার্সেলোনা অধিনায়ক অবশ্য দুজনকেই প্রশংসায় ভাসিয়েছেন।
বার্সাতে মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রায় ১৫ বছর খেলেছেন পিকে। তার আগে ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গেও চার বছর খেলেছেন। মেসি আর রোনালদোকে নিয়ে বার্সা তারকার ভাষ্য, ‘আমার মনে হয়, দুজনই দুর্দান্ত। আমরা দুজন সেরা খেলোয়াড় সম্পর্কে বলছি। শুধু পৃথিবীরই না, ক্রীড়াঙ্গনের ইতিহাসেরই।’
মেসির বল নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে পিকে বলেন, ‘মেসির এমন প্রতিভা আছে, যেটা অন্য কারও মধ্যে নেই। তার বল নিয়ন্ত্রণের ক্ষমতা অসাধারণ। বল তার থেকে দু মিটার দূরেও যায় না। সব সময় পায়ের কাছেই থাকে। তাকে ধরে ফেলাটা প্রায় অসম্ভব। আমি এমন প্রতিভা কারও মধ্যে দেখিনি। ক্রিস্টিয়ানোও আলাদা ধরনের ফুটবলার। তারা অনেক আলাদা। সে লম্বা, শক্তিশালী, একদম পরিপূর্ণ।’
কে সেরা এমন প্রশ্নে অবশ্য এক সময়ের প্রিয় সতীর্থ-বন্ধু মেসিকে এগিয়ে রাখলেন পিকে, ‘রোনালদো যেকোনো কিছু করতে পারে। হেডে, ফ্রি কিকে, ওয়ান অন ওয়ান কিংবা পেনাল্টিতে গোল করতে পারে। কিন্তু আমার জন্য মেসি মানুষ না, মানুষদের মধ্যে রোনালদো সেরা।’
জেরার্ড পিকে নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো দুজনের সঙ্গেই কাছাকাছি থেকে খেলার সুযোগ কয়জনের হয়েছে! পিকে তাঁদের একজন।
মেসি-রোনালদোর সঙ্গে খেলার সুবাদে দুজনকেই ভালোভাবে দেখার সুযোগ হয়েছে পিকের। গত এক যুগের বেশি সময় ধরে চলতে থাকা প্রশ্নটার উত্তর তাঁর চেয়ে ভালো আর কে দিতে পারেন? মেসি সেরা নাকি রোনালদো? বার্সেলোনা অধিনায়ক অবশ্য দুজনকেই প্রশংসায় ভাসিয়েছেন।
বার্সাতে মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রায় ১৫ বছর খেলেছেন পিকে। তার আগে ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গেও চার বছর খেলেছেন। মেসি আর রোনালদোকে নিয়ে বার্সা তারকার ভাষ্য, ‘আমার মনে হয়, দুজনই দুর্দান্ত। আমরা দুজন সেরা খেলোয়াড় সম্পর্কে বলছি। শুধু পৃথিবীরই না, ক্রীড়াঙ্গনের ইতিহাসেরই।’
মেসির বল নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে পিকে বলেন, ‘মেসির এমন প্রতিভা আছে, যেটা অন্য কারও মধ্যে নেই। তার বল নিয়ন্ত্রণের ক্ষমতা অসাধারণ। বল তার থেকে দু মিটার দূরেও যায় না। সব সময় পায়ের কাছেই থাকে। তাকে ধরে ফেলাটা প্রায় অসম্ভব। আমি এমন প্রতিভা কারও মধ্যে দেখিনি। ক্রিস্টিয়ানোও আলাদা ধরনের ফুটবলার। তারা অনেক আলাদা। সে লম্বা, শক্তিশালী, একদম পরিপূর্ণ।’
কে সেরা এমন প্রশ্নে অবশ্য এক সময়ের প্রিয় সতীর্থ-বন্ধু মেসিকে এগিয়ে রাখলেন পিকে, ‘রোনালদো যেকোনো কিছু করতে পারে। হেডে, ফ্রি কিকে, ওয়ান অন ওয়ান কিংবা পেনাল্টিতে গোল করতে পারে। কিন্তু আমার জন্য মেসি মানুষ না, মানুষদের মধ্যে রোনালদো সেরা।’
২০২৪-২৫ মৌসুম দিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপ্পের শুরুটা হয়েছিল দুর্দান্ত। তবে মেজর কোনো শিরোপা জিততে পারেননি তিনি। এবার নতুন মৌসুমের শুরুটা করলেন গোল দিয়ে। তাতে ইতিহাসের পাতায় নাম উঠে গেল ফরাসি এই ফরোয়ার্ডের।
৭ মিনিট আগেভুটানে যেন বাংলাদেশি ফুটবলারদের মেলা বসেছে। গত কয়েক মাসে ১৫ ফুটবলার দেশটির লিগে নাম লিখিয়েছেন ধাপে ধাপে। এবার সেখানে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। থিম্পুর চ্যাংলিমিথান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় আজ স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগেযুজবেন্দ্র চাহালের সঙ্গে ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদের ঘটনা নিয়ে গত কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে শোনা যাচ্ছে নানা রকম কথাবার্তা। চাহালের স্ত্রী ধনশ্রী যে তাতে হাঁপিয়ে উঠেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এটা নিয়ে করেছেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য।
১ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমটা মোহাম্মদ সালাহর জন্য কেটেছে স্বপ্নের মতো। একের পর এক গোল করেছেন। জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতলেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। এই পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন মিসরীয় ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে