বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১২টায় ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ও ব্রাজিলের ফ্লুমিনেন্স। ক্লাব বিশ্বকাপে এটিই প্রথম ফাইনাল সিটির। প্রথম ফাইনাল ফ্লুমিনেন্সেরও।
এই ‘প্রথম’-এর বাইরে আর কোনো সাদৃশ্য নেই দুই দলের। এক দল ইউরোপের, আরেক দল লাতিনের। স্বভাবতই খেলার ধরনেও উত্তর মেরু-দক্ষিণ মেরু ফারাক দুই দলের। কোচ পেপ গার্দিওলার হাত ধরে বার্সেলোনার ‘টিকিটাকা’ ইতিহাদে জায়গা করে নিলেও গতির মিশেলে সেটি রূপ নিয়েছে ‘পজিশনাল’ ফুটবলে। আর এই ধরনেই সফল গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নস লিগেরও। কিন্তু ফার্নান্দো দিনিজের স্টাইল আবার গার্দিওলার পুরোপুরি বিপরীত। ব্রাজিলের শিশু-কিশোররা রাস্তাঘাটে যেভাবে খেলেন, সৃজনশীলতার ছাপ রেখে সেই ধরনটাকেই তিনি নিয়ে এসেছেন তাঁর ‘অ্যান্টি পজিশনাল’ ফুটবল স্টাইলে। দিনিজ স্বীকারও করেন তা। গার্দিওলা ও তাঁর খেলার ধরন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে দিনিজ অবলীলায় বলেছিলেন, ‘বল নিজেদের দখলে রেখে যেভাবে খেলতে পছন্দ করেন পেপ গার্দিওলা, আমার ধরন ঠিক তার বিপরীত। তার ধরন হলো পজিশনাল, আমার অ্যান্টি-পজিশনাল।’
তাঁর ‘অ্যান্টি-পজিশনাল’ যখন কাজ করে, তখন রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের ‘জোগো বনিতো’র কথা মনে করিয়ে দেয়। দিনিজের অধীনেই প্রথমবারের মতো গত মাসে কোপা লিবার্তাদোরেস জেতে ফ্লুমিনেন্স। তবে তাঁর খেলার ধরন আজকে কতটা কাজ করবে সেটাই দেখার। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো শক্তিশালী দলের বিপক্ষে এই স্টাইলে খেলতে গেলে প্রতিপক্ষ খেলার জন্য অনেক জায়গা পেয়ে যায়। সেটার যথাযথ ব্যবহার সিটি করলে চাপে পড়ে যেতে পারে ফ্লুমিনেন্স। মিসরের আল-আহলি ক্লাবই তাদের প্রথম সেমিফাইনালে থামিয়ে দিতে পারত। কিন্তু সেটা হতে দেননি গোলরক্ষক ফ্যাবিও। প্রতিপক্ষের অনেক সুযোগ নষ্ট করে দিয়েছেন; আর দ্বিতীয়ার্ধের শেষ ভাগের দুই গোল ফ্লুমিনেন্সকে তুলে আনে ফাইনালে।
কোচ দিনিজের ওপর অটুট আস্থা মার্সেলোর। রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার, যদিও এখন আগলাচ্ছেন ফ্লুমিনেন্সের রক্ষণ, তিনি বলছেন, ‘প্রতিটি খেলোয়াড়ের সেরাটা তিনি বের করে আনতে সক্ষম। এখানে যতটা স্বাধীনতা নিয়ে খেলতে পারি, সেটা কোথাও পাইনি। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ভেবেছিলাম আমার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ। কিন্তু দিনিজই আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে।’
নিজেদের নিয়ে দিনিজ আত্মবিশ্বাসী হলেও বাস্তবতা এই, ২০১২ সালের পর কোনো লাতিন ক্লাব ফিফা বিশ্বকাপ জিততে পারেনি। কিন্তু কেন? দিনিজের ভাষায়, ‘যারা ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা উরুগুয়েতে ভালো খেলছে, তাদের নিয়ে যাচ্ছে তারা (ইউরোপিয়ান ক্লাবগুলো), এমনকি কিশোরদেরও...নিয়ে যাচ্ছে ভালো কোচদেরও।’
বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১২টায় ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ও ব্রাজিলের ফ্লুমিনেন্স। ক্লাব বিশ্বকাপে এটিই প্রথম ফাইনাল সিটির। প্রথম ফাইনাল ফ্লুমিনেন্সেরও।
এই ‘প্রথম’-এর বাইরে আর কোনো সাদৃশ্য নেই দুই দলের। এক দল ইউরোপের, আরেক দল লাতিনের। স্বভাবতই খেলার ধরনেও উত্তর মেরু-দক্ষিণ মেরু ফারাক দুই দলের। কোচ পেপ গার্দিওলার হাত ধরে বার্সেলোনার ‘টিকিটাকা’ ইতিহাদে জায়গা করে নিলেও গতির মিশেলে সেটি রূপ নিয়েছে ‘পজিশনাল’ ফুটবলে। আর এই ধরনেই সফল গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নস লিগেরও। কিন্তু ফার্নান্দো দিনিজের স্টাইল আবার গার্দিওলার পুরোপুরি বিপরীত। ব্রাজিলের শিশু-কিশোররা রাস্তাঘাটে যেভাবে খেলেন, সৃজনশীলতার ছাপ রেখে সেই ধরনটাকেই তিনি নিয়ে এসেছেন তাঁর ‘অ্যান্টি পজিশনাল’ ফুটবল স্টাইলে। দিনিজ স্বীকারও করেন তা। গার্দিওলা ও তাঁর খেলার ধরন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে দিনিজ অবলীলায় বলেছিলেন, ‘বল নিজেদের দখলে রেখে যেভাবে খেলতে পছন্দ করেন পেপ গার্দিওলা, আমার ধরন ঠিক তার বিপরীত। তার ধরন হলো পজিশনাল, আমার অ্যান্টি-পজিশনাল।’
তাঁর ‘অ্যান্টি-পজিশনাল’ যখন কাজ করে, তখন রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের ‘জোগো বনিতো’র কথা মনে করিয়ে দেয়। দিনিজের অধীনেই প্রথমবারের মতো গত মাসে কোপা লিবার্তাদোরেস জেতে ফ্লুমিনেন্স। তবে তাঁর খেলার ধরন আজকে কতটা কাজ করবে সেটাই দেখার। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো শক্তিশালী দলের বিপক্ষে এই স্টাইলে খেলতে গেলে প্রতিপক্ষ খেলার জন্য অনেক জায়গা পেয়ে যায়। সেটার যথাযথ ব্যবহার সিটি করলে চাপে পড়ে যেতে পারে ফ্লুমিনেন্স। মিসরের আল-আহলি ক্লাবই তাদের প্রথম সেমিফাইনালে থামিয়ে দিতে পারত। কিন্তু সেটা হতে দেননি গোলরক্ষক ফ্যাবিও। প্রতিপক্ষের অনেক সুযোগ নষ্ট করে দিয়েছেন; আর দ্বিতীয়ার্ধের শেষ ভাগের দুই গোল ফ্লুমিনেন্সকে তুলে আনে ফাইনালে।
কোচ দিনিজের ওপর অটুট আস্থা মার্সেলোর। রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার, যদিও এখন আগলাচ্ছেন ফ্লুমিনেন্সের রক্ষণ, তিনি বলছেন, ‘প্রতিটি খেলোয়াড়ের সেরাটা তিনি বের করে আনতে সক্ষম। এখানে যতটা স্বাধীনতা নিয়ে খেলতে পারি, সেটা কোথাও পাইনি। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ভেবেছিলাম আমার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ। কিন্তু দিনিজই আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে।’
নিজেদের নিয়ে দিনিজ আত্মবিশ্বাসী হলেও বাস্তবতা এই, ২০১২ সালের পর কোনো লাতিন ক্লাব ফিফা বিশ্বকাপ জিততে পারেনি। কিন্তু কেন? দিনিজের ভাষায়, ‘যারা ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা উরুগুয়েতে ভালো খেলছে, তাদের নিয়ে যাচ্ছে তারা (ইউরোপিয়ান ক্লাবগুলো), এমনকি কিশোরদেরও...নিয়ে যাচ্ছে ভালো কোচদেরও।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে