Ajker Patrika

সৌদি প্রো লিগে হতাশ রোনালদো যা করলেন

আপডেট : ১০ মার্চ ২০২৩, ১২: ০৮
সৌদি প্রো লিগে হতাশ রোনালদো যা করলেন

হতাশায় মেজাজ হারানো ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে নতুন কিছু নয়। আন্তর্জাতিক ফুটবল তো বটেই, ক্লাব ফুটবলে প্রায় সময়ই তিনি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না। গতকাল কিং আব্দুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামে সৌদি প্রো লিগের ম্যাচে মেজাজ হারিয়ে ফেললেন রোনালদো।

সৌদি প্রো লিগে গতকাল আল-ইত্তিহাদের বিপক্ষে খেলেছিল আল-নাসর। রোমারিনহোর গোলে ১-০ গোলের জয় পায় আল-ইত্তিহাদ। তাতে আল-নাসরকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে আল ইত্তিহাদ। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এখন রোনালদোরা। ম্যাচ শেষে এই পরাজয় যেন রোনালদোর হতাশা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এক সতীর্থ তাঁকে বুঝিয়েও হতাশা কমাতে পারেননি। টানেলে ঢোকার আগে রোনালদোর হতাশা আরও বেড়ে যায়। ডাগআউটের পাশে রাখা প্লাস্টিকের পানির বোতলে সজোরে লাথি মারেন তিনি। রাগান্বিত রোনালদো এরপর হাঁটতে হাঁটতে চলে যান টানেলের ভেতরে।

ম্যাচ শেষে রোনালদো অবশ্য আল-নাসরের ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। আল-নাসরের এই ফরোয়ার্ড টুইট করেছেন, ‘এই ফলে খুব হতাশ। কিন্তু আমরা এই মৌসুম আর এর পরে যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচগুলো নিয়ে ভাবছি। আমাদের সমর্থন দেওয়ায় আল-নাসর ভক্তদের ধন্যবাদ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত