Ajker Patrika

বিশ্বকাপ ট্রফি এল বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুন ২০২২, ১৪: ৪৩
বিশ্বকাপ ট্রফি এল বাংলাদেশে

নভেম্বর আসার আগেই বিশ্বকাপ জ্বরে ভুগছে বাংলাদেশ। উন্মাদনা ফুটবল বিশ্বকাপ ট্রফিকে ঘিরে। জ্বর মাপার থার্মোমিটার হয়ে আজ বাংলাদেশে এসেছে সেই চিরচেনা সোনালি ট্রফি। 

পানীয় প্রতিষ্ঠান কোকা-কোলার বিশেষ বিমানে পাকিস্তান থেকে আজ বেলা ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের ট্রফি। ট্রফি নিয়ে সাত সদস্যের সঙ্গে এসেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী তারকা ক্রিস্টিয়ান কারেম্বু। 

বিমানবন্দর থেকে ট্রফি যাবে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে। ট্রফিকে আজ জনসাধারণের দেখার সাধ্য নেই। রেডিসন থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে দেখাতে আজ বঙ্গভবন ও গণভবনেও নিয়ে যাওয়া হবে বিশ্বকাপ ট্রফি। রাতে আমন্ত্রিত অতিথিদের নিয়ে হবে গালা ডিনার।

জনসাধারণের জন্য ট্রফি দেখার সুযোগ করে দেওয়া হবে আগামীকাল। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আড়াই হাজার নির্বাচিত দর্শক হোটেলে রেডিসনে বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পাবেন। বিকেলে বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হবে আর্মি স্টেডিয়ামে। সেখানে হবে জমকালো এক কনসার্ট।

খেলা সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত