কিছুদিন আগে বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের শুভেচ্ছা জানিয়েছেন পেলে। আর আজ ব্রাজিলিয়ান কিংবদন্তি পাচ্ছেন ফুটবলারদের কাছে শেষ শ্রদ্ধা। না ফেরার দেশে চলে যাওয়ায় পুরো বিশ্ব তাঁকে জানাচ্ছে অনিঃশেষ শ্রদ্ধা।
সামাজিক যোগাযোগমাধ্যমে পেলের আইকনিক ছবির সঙ্গে নিজের ছবি দিয়ে মেসি লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে।’
পেলেকে নিয়ে নেইমার লিখেছেন, ‘পেলের আগে ১০ নম্বর ছিল শুধুই একটি সংখ্যা। বাক্যটি আমার জীবনের কোনো এক সময় কোথায় পড়েছি। বাক্যটি অসম্পূর্ণ হলেও সুন্দর ছিল। বলতে চাই, পেলের আগে ফুটবল ছিল শুধুই একটা খেলা। পেলে সবকিছু বদলে দিয়েছেন। তিনি ফুটবলকে শিল্পে ও আনন্দে পরিণত করেছেন। তিনি দরিদ্রদের, কৃষ্ণাঙ্গ এবং বেশির ভাগ লোককে কণ্ঠস্বর দিয়েছেন। ব্রাজিলিয়ানদের দৃশ্যমান করেছেন। ফুটবল ও ব্রাজিলের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য রাজাকে ধন্যবাদ। তিনি চলে গেলেন, কিন্তু তাঁর জাদু রয়ে গেল। পেলে চিরন্তন।’
ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন,‘পুরো ব্রাজিলের প্রতি আমার গভীর সমবেদনা। বিশেষ করে এডসন অরান্তেস দো নাসিমেন্তোর পরিবারের প্রতি। ফুটবলের শাশ্বত রাজার বিদায়ে ফুটবল বিশ্ব যে ব্যথা অনুভব করছে, তা প্রকাশের অযোগ্য। তিনি লাখো মানুষের অনুপ্রেরণা। আজ, কাল এবং চিরদিনের জন্য তিনি দৃষ্টান্ত। আমাকে যে সব সময় যে ভালোবাসা দেখিয়েছেন তা প্রতি মুহূর্তে আমরা দূর থেকে ভাগ করেছি। তিনি কখনো বিস্মৃত হবেন না। আমাদের মতো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে সব সময় থেকে যাবেন তিনি। শান্তিতে বিশ্রাম নিন রাজা পেলে।’
আরেক ব্রাজিলিয়ান কাসেমিরো লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে। ফুটবল ও ব্রাজিলকে যে গৌরব এনে দিয়েছেন সে জন্য ধন্যবাদ। আপনার উত্তরাধিকার চিরন্তন।’
কিলিয়ান এমবাপ্পে লিখেছেন, ‘ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন। তবে তার কীর্তি কখনো বিস্মৃত হবে না। শান্তিতে ঘুমান রাজা।’
রাহিম স্টার্লিং লিখেছেন,‘শান্তিতে ঘুমান কিংবদন্তি।’
জেমি ভার্ডি লিখেছেন,‘একজন কিংবদন্তিকে হারাল ফুটবল বিশ্ব। শান্তিতে ঘুমান পেলে।’
ম্যানচেস্টার ইউনাইটেড লিখেছে, ‘শান্তিতে ঘুমান পেলে। সারা বিশ্বের সমর্থকদের আনন্দ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’
জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার মেসুত ওজিল লিখেছেন, ‘ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তি শান্তিতে বিশ্রাম নিন। আপনার উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে। নিশ্চিত যে, ম্যারাডোনা ও পেলের ‘হেভেন এএফসি’ চিরকালের জন্য অজেয় থাকবে।’
আরও পড়ুন:
কিছুদিন আগে বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের শুভেচ্ছা জানিয়েছেন পেলে। আর আজ ব্রাজিলিয়ান কিংবদন্তি পাচ্ছেন ফুটবলারদের কাছে শেষ শ্রদ্ধা। না ফেরার দেশে চলে যাওয়ায় পুরো বিশ্ব তাঁকে জানাচ্ছে অনিঃশেষ শ্রদ্ধা।
সামাজিক যোগাযোগমাধ্যমে পেলের আইকনিক ছবির সঙ্গে নিজের ছবি দিয়ে মেসি লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে।’
পেলেকে নিয়ে নেইমার লিখেছেন, ‘পেলের আগে ১০ নম্বর ছিল শুধুই একটি সংখ্যা। বাক্যটি আমার জীবনের কোনো এক সময় কোথায় পড়েছি। বাক্যটি অসম্পূর্ণ হলেও সুন্দর ছিল। বলতে চাই, পেলের আগে ফুটবল ছিল শুধুই একটা খেলা। পেলে সবকিছু বদলে দিয়েছেন। তিনি ফুটবলকে শিল্পে ও আনন্দে পরিণত করেছেন। তিনি দরিদ্রদের, কৃষ্ণাঙ্গ এবং বেশির ভাগ লোককে কণ্ঠস্বর দিয়েছেন। ব্রাজিলিয়ানদের দৃশ্যমান করেছেন। ফুটবল ও ব্রাজিলের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য রাজাকে ধন্যবাদ। তিনি চলে গেলেন, কিন্তু তাঁর জাদু রয়ে গেল। পেলে চিরন্তন।’
ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন,‘পুরো ব্রাজিলের প্রতি আমার গভীর সমবেদনা। বিশেষ করে এডসন অরান্তেস দো নাসিমেন্তোর পরিবারের প্রতি। ফুটবলের শাশ্বত রাজার বিদায়ে ফুটবল বিশ্ব যে ব্যথা অনুভব করছে, তা প্রকাশের অযোগ্য। তিনি লাখো মানুষের অনুপ্রেরণা। আজ, কাল এবং চিরদিনের জন্য তিনি দৃষ্টান্ত। আমাকে যে সব সময় যে ভালোবাসা দেখিয়েছেন তা প্রতি মুহূর্তে আমরা দূর থেকে ভাগ করেছি। তিনি কখনো বিস্মৃত হবেন না। আমাদের মতো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে সব সময় থেকে যাবেন তিনি। শান্তিতে বিশ্রাম নিন রাজা পেলে।’
আরেক ব্রাজিলিয়ান কাসেমিরো লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে। ফুটবল ও ব্রাজিলকে যে গৌরব এনে দিয়েছেন সে জন্য ধন্যবাদ। আপনার উত্তরাধিকার চিরন্তন।’
কিলিয়ান এমবাপ্পে লিখেছেন, ‘ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন। তবে তার কীর্তি কখনো বিস্মৃত হবে না। শান্তিতে ঘুমান রাজা।’
রাহিম স্টার্লিং লিখেছেন,‘শান্তিতে ঘুমান কিংবদন্তি।’
জেমি ভার্ডি লিখেছেন,‘একজন কিংবদন্তিকে হারাল ফুটবল বিশ্ব। শান্তিতে ঘুমান পেলে।’
ম্যানচেস্টার ইউনাইটেড লিখেছে, ‘শান্তিতে ঘুমান পেলে। সারা বিশ্বের সমর্থকদের আনন্দ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’
জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপজয়ী সাবেক মিডফিল্ডার মেসুত ওজিল লিখেছেন, ‘ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তি শান্তিতে বিশ্রাম নিন। আপনার উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে। নিশ্চিত যে, ম্যারাডোনা ও পেলের ‘হেভেন এএফসি’ চিরকালের জন্য অজেয় থাকবে।’
আরও পড়ুন:
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে