শুরুতে পিছিয়ে পড়েও ওয়েস্ট হামের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনালদো ও জেসে লিনগার্ডের গোলে আজ প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে জিতেছে ‘রেড ডেভিল’রা।
ওয়েস্ট হামের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল ম্যানইউ। তবে স্রোতের বিপরীতে ৩০ মিনিটে ওয়েস্ট হামকে এগিয়ে দেন সাইদ বেনরাহমা। সমতা ফেরাতে অবশ্য খুব বেশি সময় নেয়নি ম্যানইউ। রোনালদোর গোলে ৫ মিনিট পর ম্যাচে ফেরে ওল্ড ট্রাফোর্ডের দলটি। ব্রুনো ফার্নান্দেজের ক্রসে রোনালদোর শট ওয়েস্ট হাম গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বল জালে জড়ান ‘সিআর সেভেন।’
দ্বিতীয়ার্ধের শুরু থেকে এগিয়ে যেতে আরও আক্রমণাত্মক ম্যানইউ। কাছাকাছি গিয়েও সুযোগ হাতছাড়া করেন রোনালদো। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার ১ মিনিট আগে লিনগার্ডের দারুণ গোলে ব্যবধান ২-১ করে ম্যানইউ। যোগ করা সময়ে ওয়েস্ট হাম মিডফিল্ডার মার্ক নোবেলের পেনাল্টি ম্যানইউ গোলরক্ষক ডি গিয়া ঠেকিয়ে দিলে জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদোরা।
একই রাতে লন্ডন ডার্বিতে টটেনহামের বিপক্ষে বাজিমাত করেছে চেলসিও। স্পার্সদের মাঠে চেলসির জয় ৩-০ গোলের বড় ব্যবধানে।
আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা চেলসি অবশ্য প্রথমার্ধে কোনো গোল পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে চেলসিকে এগিয়ে দেন থিয়াগো সিলভা। ৫৭ মিনিটে স্পার্সদের কোণঠাসা করে ব্লুজদের এগিয়ে দেন এনগলু কান্তে। যোগ করা সময়ে আন্তোনিও রুডিগার লক্ষ্যভেদ করলে নিজেদের মাঠেই বড় স্বাদ পায় চেলসি।
শুরুতে পিছিয়ে পড়েও ওয়েস্ট হামের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনালদো ও জেসে লিনগার্ডের গোলে আজ প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে জিতেছে ‘রেড ডেভিল’রা।
ওয়েস্ট হামের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল ম্যানইউ। তবে স্রোতের বিপরীতে ৩০ মিনিটে ওয়েস্ট হামকে এগিয়ে দেন সাইদ বেনরাহমা। সমতা ফেরাতে অবশ্য খুব বেশি সময় নেয়নি ম্যানইউ। রোনালদোর গোলে ৫ মিনিট পর ম্যাচে ফেরে ওল্ড ট্রাফোর্ডের দলটি। ব্রুনো ফার্নান্দেজের ক্রসে রোনালদোর শট ওয়েস্ট হাম গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বল জালে জড়ান ‘সিআর সেভেন।’
দ্বিতীয়ার্ধের শুরু থেকে এগিয়ে যেতে আরও আক্রমণাত্মক ম্যানইউ। কাছাকাছি গিয়েও সুযোগ হাতছাড়া করেন রোনালদো। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার ১ মিনিট আগে লিনগার্ডের দারুণ গোলে ব্যবধান ২-১ করে ম্যানইউ। যোগ করা সময়ে ওয়েস্ট হাম মিডফিল্ডার মার্ক নোবেলের পেনাল্টি ম্যানইউ গোলরক্ষক ডি গিয়া ঠেকিয়ে দিলে জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদোরা।
একই রাতে লন্ডন ডার্বিতে টটেনহামের বিপক্ষে বাজিমাত করেছে চেলসিও। স্পার্সদের মাঠে চেলসির জয় ৩-০ গোলের বড় ব্যবধানে।
আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা চেলসি অবশ্য প্রথমার্ধে কোনো গোল পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে চেলসিকে এগিয়ে দেন থিয়াগো সিলভা। ৫৭ মিনিটে স্পার্সদের কোণঠাসা করে ব্লুজদের এগিয়ে দেন এনগলু কান্তে। যোগ করা সময়ে আন্তোনিও রুডিগার লক্ষ্যভেদ করলে নিজেদের মাঠেই বড় স্বাদ পায় চেলসি।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দলের আগামী এক মাস ব্যস্ত থাকবে সীমিত ওভারের ক্রিকেটে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলের সেই শুরুটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে।
২১ মিনিট আগেচার দিনের বিরতির পর আজ মাঠে নামছে পেশোয়ার জালমি। বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে পেশোয়ার-ইসলামাবাদ ম্যাচ। পিএসএলে নাহিদ রানার অভিষেক হবে কিনা, সেটা জানতে আজ রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে ২৭ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচের আগেও সামাজিক মাধ্যমে রানার অন
১ ঘণ্টা আগেএবারের আইপিএলটা রাজস্থান রয়্যালসের জন্য ভুলে যাওয়ার মতোই। দলটির বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ এসেছে। সেটার রেশ কাটতে না কাটতে গত রাতে তারা পেয়েছে একাধিক দুঃসংবাদ। রাজস্থানের এক ক্রিকেটার টুর্নামেন্টের শেষ ভাগে এসে ছিটকে গেছেন। টুর্নামেন্টে তাদের পথচলাও শেষ হলো।
২ ঘণ্টা আগেদরিভাল জুনিয়র বরখাস্ত হওয়াতে ব্রাজিলের প্রধান কোচের পদ শূন্য হয়ে পড়ে। ব্রাজিল তাই হন্যে হয়ে খুঁজছে কোচ। সেই আলোচনায় বারবার চলে আসছে কার্লো আনচেলত্তির নাম। আনচেলত্তির ব্রাজিলে আসা নিয়ে শোনা যাচ্ছে লুকোচুরির খেলা।
৩ ঘণ্টা আগে