আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচে ছিল যুদ্ধংদেহী মনোভাব। গতকাল লুসাইলে ম্যাচ শেষ হওয়ার পরেও এর রেশ থেকে যায়। যেখানে নেদারল্যান্ডস কোচ লুইস ফন গালের সঙ্গে লিওনেল মেসিরা এক বিশেষ উদ্যাপন করলেন।
লুসাইলে গতকাল ফন গালের একটা কথা আর্জেন্টিনার ফুটবলারদের তাতিয়ে দিয়েছিল। নেদারল্যান্ডস কোচ বলেছিলেন, ‘আমরা পেনাল্টি হলে এগিয়ে থাকব। টাইব্রেকারে আমরা জিতে যাব।’ ২-২ গোলে সমতা হলে ডাচ ফুটবলাররা বেশি আত্মবিশ্বাসী ছিলেন। তবে টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত গোলকিপিংয়ে ৪-৩ গোলে জিতে যায় আর্জেন্টিনা। ম্যাচ জেতার পর মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা দুই কানে হাত রেখে এক বিশেষ উদ্যাপন করেন ফন গালের উদ্দেশ্যে। এই উদ্যাপনের নাম টোপো গিগিও উদ্যাপন।
মেসির এই টোপো গিগিও উদ্যাপন করার কারণ অবশ্য ভিন্ন। ২০ বছর আগের এক ঘটনায় ফন গালের ওপর ক্ষিপ্ত ছিলেন মেসি। বোকা জুনিয়র্সের কিংবদন্তি সাত মৌসুমে ৬ লিগ জেতা হুয়ান রিকেলমেকে এনেছিল বার্সেলোনা। তখন বার্সেলোনার দায়িত্বে ছিলেন লুইস ফন গাল। আর তাঁর সহকারী হিসেবে ছিলেন হোসে মরিনহো। ফন গাল ও মরিনহোর কৌশলে নিজের চিরচেনা সত্তাকেই হারিয়ে বসেন রিকেলমে। বলা হয়, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এক প্রতিভাকে একপ্রকার গলা টিপে মেরেছিলেন ফন গাল।
ফন গালের সঙ্গে আর্জেন্টাইনদের দ্বৈরথের সেখানেই শেষ নয়। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে আনহেল দি মারিয়ার ক্যারিয়ারও প্রায় ধসিয়ে দিতে বসেছিলেন ডাচ কোচ। ম্যানইউ ছাড়ার পর ফন গালকে ‘সবচেয়ে বাজে কোচের’ তকমা দিয়েছিলেন দি মারিয়া। এসব বিষয় তো ছিলই, ম্যাচের আগে ডাচ কোচের ওই কথা আরও তাঁতিয়ে রেখেছিল পুরো আর্জেন্টিনা শিবিরকে। মেসিকে আটকে দেবেন, ফন গালের এই কথাটাও পছন্দ হয়নি আলভেসিলেস্তেদের। মেসি, মার্তিনেজ তো বটেই; সুযোগ পেয়ে নিকোলাস ওতামেন্দি, লাওতারো মার্তিনেজরাও টোপো গিগিও উদ্যাপন দেখিয়ে দিয়েছেন ডাচ কোচকে।
নেদারল্যান্ডসকে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা। মঙ্গলবার লুসাইলে ক্রোয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা। যে ক্রোয়েটরা গত বিশ্বকাপের রানারআপ। ক্রোয়াটদের বিপক্ষে গত বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা।
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচে ছিল যুদ্ধংদেহী মনোভাব। গতকাল লুসাইলে ম্যাচ শেষ হওয়ার পরেও এর রেশ থেকে যায়। যেখানে নেদারল্যান্ডস কোচ লুইস ফন গালের সঙ্গে লিওনেল মেসিরা এক বিশেষ উদ্যাপন করলেন।
লুসাইলে গতকাল ফন গালের একটা কথা আর্জেন্টিনার ফুটবলারদের তাতিয়ে দিয়েছিল। নেদারল্যান্ডস কোচ বলেছিলেন, ‘আমরা পেনাল্টি হলে এগিয়ে থাকব। টাইব্রেকারে আমরা জিতে যাব।’ ২-২ গোলে সমতা হলে ডাচ ফুটবলাররা বেশি আত্মবিশ্বাসী ছিলেন। তবে টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত গোলকিপিংয়ে ৪-৩ গোলে জিতে যায় আর্জেন্টিনা। ম্যাচ জেতার পর মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা দুই কানে হাত রেখে এক বিশেষ উদ্যাপন করেন ফন গালের উদ্দেশ্যে। এই উদ্যাপনের নাম টোপো গিগিও উদ্যাপন।
মেসির এই টোপো গিগিও উদ্যাপন করার কারণ অবশ্য ভিন্ন। ২০ বছর আগের এক ঘটনায় ফন গালের ওপর ক্ষিপ্ত ছিলেন মেসি। বোকা জুনিয়র্সের কিংবদন্তি সাত মৌসুমে ৬ লিগ জেতা হুয়ান রিকেলমেকে এনেছিল বার্সেলোনা। তখন বার্সেলোনার দায়িত্বে ছিলেন লুইস ফন গাল। আর তাঁর সহকারী হিসেবে ছিলেন হোসে মরিনহো। ফন গাল ও মরিনহোর কৌশলে নিজের চিরচেনা সত্তাকেই হারিয়ে বসেন রিকেলমে। বলা হয়, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এক প্রতিভাকে একপ্রকার গলা টিপে মেরেছিলেন ফন গাল।
ফন গালের সঙ্গে আর্জেন্টাইনদের দ্বৈরথের সেখানেই শেষ নয়। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে আনহেল দি মারিয়ার ক্যারিয়ারও প্রায় ধসিয়ে দিতে বসেছিলেন ডাচ কোচ। ম্যানইউ ছাড়ার পর ফন গালকে ‘সবচেয়ে বাজে কোচের’ তকমা দিয়েছিলেন দি মারিয়া। এসব বিষয় তো ছিলই, ম্যাচের আগে ডাচ কোচের ওই কথা আরও তাঁতিয়ে রেখেছিল পুরো আর্জেন্টিনা শিবিরকে। মেসিকে আটকে দেবেন, ফন গালের এই কথাটাও পছন্দ হয়নি আলভেসিলেস্তেদের। মেসি, মার্তিনেজ তো বটেই; সুযোগ পেয়ে নিকোলাস ওতামেন্দি, লাওতারো মার্তিনেজরাও টোপো গিগিও উদ্যাপন দেখিয়ে দিয়েছেন ডাচ কোচকে।
নেদারল্যান্ডসকে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা। মঙ্গলবার লুসাইলে ক্রোয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা। যে ক্রোয়েটরা গত বিশ্বকাপের রানারআপ। ক্রোয়াটদের বিপক্ষে গত বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা।
বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে লিটন দাস ছিলেন অধিনায়ক। এবার তাঁকেই স্থায়ীভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
৩৪ মিনিট আগেরিশাদ হোসেন ও কেইন উইলিয়ামসন—কারোরই এখন নেই আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। দুজনেই এখন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। সেই সুযোগে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারের সঙ্গে কিছুটা সময় কাটানোর ফুরসত মিলেছে রিশাদের।
১ ঘণ্টা আগেসিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিপক্ষীয় সিরিজ। যার শুরুটা হবে ওয়ানডে দিয়ে। ‘এ’ দলের সিরিজ হলেও এটাকে হেলাফেলা করছেন না নুরুল হাসান সোহান।
২ ঘণ্টা আগেটানা চারবার চ্যাম্পিয়ন হলেও এএইচএফ কাপে এবার শিরোপা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্ট শেষ করতে হয়েছে তৃতীয় হয়ে। যে কারণে ৪৩ বছরের ইতিহাসে প্রথমবার হকির এশিয়া কাপে সুযোগ পায়নি বাংলাদেশ। এমন ব্যর্থতার কারণ খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
৩ ঘণ্টা আগে