Ajker Patrika

হামজার অভিষেক, শুরুর একাদশে নেই জামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৯: ২০
হামজাকে নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ছবি: বাফুফে
হামজাকে নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ছবি: বাফুফে

স্বপ্ন সত্যি হলো হামজা চৌধুরীর। বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছেন তিনি। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে একটু পরই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে হামজাকে নিয়ে ৪-৩-৩ ফরমেশনে সেরা একাদশ বাছাই করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। তবে রাখেননি নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে। তাঁর পরিবর্তে অধিনায়কত্বের বাহুবন্ধনী থাকছে ডিফেন্ডার তপু বর্মণের কাছে।

ভারতের বিপক্ষে এর আগে ২৮ বারের দেখায় কেবল চারবার জিতেছে বাংলাদেশ। সবশেষ জয় এসেছে ২২ বছর আগে ২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপ। হামজার অভিষেকে সেই খরা কাটানোর অপেক্ষায় রয়েছেন ভক্তরা। ভারত তাদের শুরুর একাদশে যথারীতি রেখেছে সুনীল ছেত্রীকে। অভিজ্ঞ এই ফরোয়ার্ডের সঙ্গে হামজার লড়াই কেমন হয় সেটাই এখন দেখার অপেক্ষা।

ভারত একাদশ: বিশাল কাইথ (গোলরক্ষক), রাহুল ভেকে, শুভাশিষ বোস, সন্দেশ ঝিঙ্ঘন (অধিনায়ক), লিস্টন কোলাসো, ফারুক চৌধুরী, উদন্ত সিং, সুনীল ছেত্রী, আয়ুশ ছেত্রী, আপুইয়া রালতে, বরিস সিং।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ (অধিনায়ক), তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, মজিবর রহমান জনি, হামজা চৌধুরী, রাকিব হোসেন, শেখ মোরসালিন, শাহরিয়ার ইমন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত