ক্রীড়া ডেস্ক
ইন্টার মায়ামি-প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ম্যাচে গত রাতে চোখ ছিল অনেকেরই। সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে লিওনেল মেসির ঝলক দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু মেসির মায়ামিকে নিয়ে ছেলেখেলা করেছে পিএসজি। যদিও বাজে হারের পর সেটা নিয়ে বিব্রত নন মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো।
মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে গত রাতে ইন্টার মায়ামি-পিএসজি ম্যাচটা ছিল ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ। এই ম্যাচে ৬ মিনিটেই হোয়াও নেভেসের গোলে শুরু পিএসজির গোলবন্যা। এরপর পাল্টা গোল করা তো দূরে থাক, মায়ামি নিজেদের পায়েই বল রাখতে পারছিল না। মেসিদের অসহায়ত্বের সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধে চার গোল করে ফেলে পিএসজি। শেষ পর্যন্ত ৪-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে প্যারিসিয়ানরা।
বাজে হারের পরও ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির পারফরম্যান্স নিয়ে গর্বিত মাশচেরানো। ম্যাচ শেষে সাংবাদিকদের মায়ামি কোচ বলেন, ‘প্রথমার্ধে খুবই বাজে অবস্থা হয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে গতি একটু কমে গিয়েছিল। এমএলএসে আমরা কী করি, সেটাই দেখিয়েছি। আমার দল যা করেছে, তাতে আমি সত্যিই গর্বিত। সামনে এগোতে চাই। ভবিষ্যতের ওপর ফোকাস রাখতে চাই। ঘরোয়া প্রতিযোগিতায় আমাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’
এবারের ক্লাব বিশ্বকাপে চার ম্যাচ খেলে একটি জিতেছে ও একটি হেরেছে। দুটি ম্যাচ ড্র করেছে। যার মধ্যে গ্রুপ পর্বে পোর্তোকে হারিয়ে কনক্যাকাফ অঞ্চলের প্রথম দল হিসেবে ইউরোপের কোনো ক্লাবকে হারানোর কীর্তি গড়ে মায়ামি। সেই মায়ামির প্রথম হারটাই কি না হলো নকআউট পর্বে। তা-ও এত বাজেভাবে।
মাশচেরানোর মতে প্রথমে গোল হজম করেই বিপাকে পড়ে যায় মায়ামি। সাংবাদিকদের মায়ামি কোচ বলেন, ‘এটা স্পষ্ট যে আমরা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত প্রতিযোগিতা করতে পারি। আমাদের ওপর যে প্রত্যাশার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, আমরা সেটা পূরণ করতে পারে। দুর্ভাগ্যবশত, তারা আগে গোল করে ফেলেছে। গোল হওয়ার পরই কাজটা সহজ হয়ে গিয়েছে।’
পিএসজির চার গোলের মধ্যে দুটি গোল করেন নেভেস। নিজের দ্বিতীয় গোল তিনি করেন ৩৯ মিনিটে। প্যারিসিয়ানরা ৪৪ মিনিটে গোল উপহার পায় ইন্টার মায়ামির থেকে। বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন মায়ামি ডিফেন্ডার টমাস আভিলেস। পিএসজির চতুর্থ গোল ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে করেন আশরাফ হাকিমি।
ইন্টার মায়ামি-প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ম্যাচে গত রাতে চোখ ছিল অনেকেরই। সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে লিওনেল মেসির ঝলক দেখার অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু মেসির মায়ামিকে নিয়ে ছেলেখেলা করেছে পিএসজি। যদিও বাজে হারের পর সেটা নিয়ে বিব্রত নন মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো।
মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে গত রাতে ইন্টার মায়ামি-পিএসজি ম্যাচটা ছিল ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ। এই ম্যাচে ৬ মিনিটেই হোয়াও নেভেসের গোলে শুরু পিএসজির গোলবন্যা। এরপর পাল্টা গোল করা তো দূরে থাক, মায়ামি নিজেদের পায়েই বল রাখতে পারছিল না। মেসিদের অসহায়ত্বের সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধে চার গোল করে ফেলে পিএসজি। শেষ পর্যন্ত ৪-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে প্যারিসিয়ানরা।
বাজে হারের পরও ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির পারফরম্যান্স নিয়ে গর্বিত মাশচেরানো। ম্যাচ শেষে সাংবাদিকদের মায়ামি কোচ বলেন, ‘প্রথমার্ধে খুবই বাজে অবস্থা হয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে গতি একটু কমে গিয়েছিল। এমএলএসে আমরা কী করি, সেটাই দেখিয়েছি। আমার দল যা করেছে, তাতে আমি সত্যিই গর্বিত। সামনে এগোতে চাই। ভবিষ্যতের ওপর ফোকাস রাখতে চাই। ঘরোয়া প্রতিযোগিতায় আমাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’
এবারের ক্লাব বিশ্বকাপে চার ম্যাচ খেলে একটি জিতেছে ও একটি হেরেছে। দুটি ম্যাচ ড্র করেছে। যার মধ্যে গ্রুপ পর্বে পোর্তোকে হারিয়ে কনক্যাকাফ অঞ্চলের প্রথম দল হিসেবে ইউরোপের কোনো ক্লাবকে হারানোর কীর্তি গড়ে মায়ামি। সেই মায়ামির প্রথম হারটাই কি না হলো নকআউট পর্বে। তা-ও এত বাজেভাবে।
মাশচেরানোর মতে প্রথমে গোল হজম করেই বিপাকে পড়ে যায় মায়ামি। সাংবাদিকদের মায়ামি কোচ বলেন, ‘এটা স্পষ্ট যে আমরা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত প্রতিযোগিতা করতে পারি। আমাদের ওপর যে প্রত্যাশার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, আমরা সেটা পূরণ করতে পারে। দুর্ভাগ্যবশত, তারা আগে গোল করে ফেলেছে। গোল হওয়ার পরই কাজটা সহজ হয়ে গিয়েছে।’
পিএসজির চার গোলের মধ্যে দুটি গোল করেন নেভেস। নিজের দ্বিতীয় গোল তিনি করেন ৩৯ মিনিটে। প্যারিসিয়ানরা ৪৪ মিনিটে গোল উপহার পায় ইন্টার মায়ামির থেকে। বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন মায়ামি ডিফেন্ডার টমাস আভিলেস। পিএসজির চতুর্থ গোল ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে করেন আশরাফ হাকিমি।
অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
৯ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
১০ ঘণ্টা আগে