উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে রিয়াল মাদ্রিদে মৌসুমটা দারুণভাবে শুরু করেন কিলিয়ান এমবাপ্পে। এক সপ্তাহ না যেতেই এবার মুদ্রোর উল্টো পিঠ দেখলেন তিনি। ভক্ত-সমর্থকদের তোপের মুখে পড়লেন ফরাসি ফরোয়ার্ড।
লা লিগায় গত রাতে মায়োর্কার বিপক্ষে সন ময়েজ স্টেডিয়ামে খেলেছে রিয়াল মাদ্রিদ। সুপার কাপের মতো লা লিগায়ও শুরুর একাদশে রাখা হয় এমবাপ্পেকে। সন ময়েজ স্টেডিয়ামে গত রাতে খেলেছেন পুরো ৯০ মিনিট। তবে ফরাসি কোনো গোল করতে পারেননি। ২৫ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্টে ছয় গজ বক্সের কাছাকাছি গেলেও লক্ষ্য ভেদ করতে পারেননি এমবাপ্পে। প্রথমার্ধে ব্যর্থ এমবাপ্পে দ্বিতীয়ার্ধে একাধিকবার সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি। ৬২ মিনিটে ফরাসি ফরোয়ার্ডের শট প্রতিহত করেন মায়োর্কা গোলরক্ষক ডোমিনিক গ্রেইফ। ৭১ মিনিটে এবার গোলের সুযোগ হারিয়েছেন এমবাপ্পে।
ম্যাচেই সামাজিক মাধ্যমে এমবাপ্পেকে নিয়ে বিদ্রুপ করেন ভক্ত-সমর্থকেরা। কেউ একজন বলেন, ‘হ্যাজার্ড ২.০ আপনি এখানেই প্রথম দেখলেন।’ কারও মতে, এমবাপ্পে বেঞ্চে থাকলেই ভালো। তিনি লিখেছেন, ‘বেঞ্চের সেরা খেলোয়াড় এমবাপ্পে এখানে কোনো কাজেই দেয় না। বিব্রতকর পারফরম্যান্স। সত্যিকারের অর্থে দুই ঘণ্টা সময় নষ্ট হলো।’ রিয়াল মাদ্রিদে আসার আগে এমবাপ্পে খেলেছেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। যেখানে ফ্রান্সের লিগ ওয়ানকে বিদ্রুপ করে ‘কৃষকদের লিগ’ বলা হয়। অন্য এক ভক্ত লিখেছেন, ‘এমবাপ্পে দেখল যে সে এমন এক লিগে গেছে যেটা আসলে কৃষকদের নয়।’
সন ময়েজে গত রাতে মায়োর্কা-রিয়াল মাদ্রিদ ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। যেখানে ম্যাচের ১৩ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই সমতায় ফেরে মায়োর্কা। ৫৩ মিনিটে সমতাসূচক গোল করেন মায়োর্কার স্ট্রাইকার ভেদাত মুরিকি। ৬৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর রিয়াল নেয় ৫ শট। অন্যদিকে মায়োর্কা বল দখলে রেখেছিল ৩৩ শতাংশ। রিয়ালের লক্ষ্য বরাবর তারাও (মায়োর্কা) নেয় ৫ শট। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘এগিয়ে গিয়েছিলাম এবং সুযোগও আমরা পেয়েছিলাম। তবে দ্বিতীয়ার্ধে ভারসাম্য হারাই। ম্যাচটা ভালো ছিল না। ম্যাচে স্পষ্ট বোঝা গেল, রক্ষণে আমাদের আরও উন্নতি করতে হবে।’
উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে রিয়াল মাদ্রিদে মৌসুমটা দারুণভাবে শুরু করেন কিলিয়ান এমবাপ্পে। এক সপ্তাহ না যেতেই এবার মুদ্রোর উল্টো পিঠ দেখলেন তিনি। ভক্ত-সমর্থকদের তোপের মুখে পড়লেন ফরাসি ফরোয়ার্ড।
লা লিগায় গত রাতে মায়োর্কার বিপক্ষে সন ময়েজ স্টেডিয়ামে খেলেছে রিয়াল মাদ্রিদ। সুপার কাপের মতো লা লিগায়ও শুরুর একাদশে রাখা হয় এমবাপ্পেকে। সন ময়েজ স্টেডিয়ামে গত রাতে খেলেছেন পুরো ৯০ মিনিট। তবে ফরাসি কোনো গোল করতে পারেননি। ২৫ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্টে ছয় গজ বক্সের কাছাকাছি গেলেও লক্ষ্য ভেদ করতে পারেননি এমবাপ্পে। প্রথমার্ধে ব্যর্থ এমবাপ্পে দ্বিতীয়ার্ধে একাধিকবার সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি। ৬২ মিনিটে ফরাসি ফরোয়ার্ডের শট প্রতিহত করেন মায়োর্কা গোলরক্ষক ডোমিনিক গ্রেইফ। ৭১ মিনিটে এবার গোলের সুযোগ হারিয়েছেন এমবাপ্পে।
ম্যাচেই সামাজিক মাধ্যমে এমবাপ্পেকে নিয়ে বিদ্রুপ করেন ভক্ত-সমর্থকেরা। কেউ একজন বলেন, ‘হ্যাজার্ড ২.০ আপনি এখানেই প্রথম দেখলেন।’ কারও মতে, এমবাপ্পে বেঞ্চে থাকলেই ভালো। তিনি লিখেছেন, ‘বেঞ্চের সেরা খেলোয়াড় এমবাপ্পে এখানে কোনো কাজেই দেয় না। বিব্রতকর পারফরম্যান্স। সত্যিকারের অর্থে দুই ঘণ্টা সময় নষ্ট হলো।’ রিয়াল মাদ্রিদে আসার আগে এমবাপ্পে খেলেছেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। যেখানে ফ্রান্সের লিগ ওয়ানকে বিদ্রুপ করে ‘কৃষকদের লিগ’ বলা হয়। অন্য এক ভক্ত লিখেছেন, ‘এমবাপ্পে দেখল যে সে এমন এক লিগে গেছে যেটা আসলে কৃষকদের নয়।’
সন ময়েজে গত রাতে মায়োর্কা-রিয়াল মাদ্রিদ ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। যেখানে ম্যাচের ১৩ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই সমতায় ফেরে মায়োর্কা। ৫৩ মিনিটে সমতাসূচক গোল করেন মায়োর্কার স্ট্রাইকার ভেদাত মুরিকি। ৬৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর রিয়াল নেয় ৫ শট। অন্যদিকে মায়োর্কা বল দখলে রেখেছিল ৩৩ শতাংশ। রিয়ালের লক্ষ্য বরাবর তারাও (মায়োর্কা) নেয় ৫ শট। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘এগিয়ে গিয়েছিলাম এবং সুযোগও আমরা পেয়েছিলাম। তবে দ্বিতীয়ার্ধে ভারসাম্য হারাই। ম্যাচটা ভালো ছিল না। ম্যাচে স্পষ্ট বোঝা গেল, রক্ষণে আমাদের আরও উন্নতি করতে হবে।’
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
২৯ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে