Ajker Patrika

মদরিচকে থামাতে পারবেন কাসেমিরো, বলছেন ব্রাজিলিয়ান উইঙ্গার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১২: ২৬
মদরিচকে থামাতে পারবেন কাসেমিরো, বলছেন ব্রাজিলিয়ান উইঙ্গার

গত বিশ্বকাপের রানারআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে আজ কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাজিল, যেখানে গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে গোল্ডেন বল জিতেছিলেন লুকা মদরিচ। ভিনিসিউস জুনিয়র মনে করেন, এই মদরিচকে সামলাতে পারবেন কাসেমিরো। 

ক্লাব ফুটবলে ভিনিসিউস, মদরিচ দুজনেই খেলেন রিয়াল মাদ্রিদের হয়ে। যেখানে ভিনিসিউস খেলছেন ২০১৮ থেকে এবং ২০১২ থেকে খেলছেন মদরিচ। কাসেমিরো এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে গেলেও তিনি ৯ বছর খেলেছেন রিয়াল মাদ্রিদে। আর এই মুহূর্তে কাসেমিরো বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। এবারের বিশ্বকাপে তিন ম্যাচে করেছেন ১ গোল। প্রতি ম্যাচে গড়ে দুটি করে শট করেছেন। গড়ে ট্যাকল করেছেন ২.৭ এবং একবার করে বল ক্লিয়ার করেছেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। 

ভিনিসিউস মনে করেন, কাসেমিরো-মদরিচ দীর্ঘ সময় সতীর্থ থাকায় একজন অপরজনকে ভালো করে চেনেন। ব্রাজিলিয়ান এই উইঙ্গার বলেন, ‘মদরিচের বিপক্ষে খেলাটা আসলেই বিশেষ কিছু। তাকে সামলানোর দায়িত্ব আমি কাসেমিরোকে দেব। সে (কাসেমিরো) আমার চেয়ে এই কাজটা বেশ ভালোভাবে করতে পারবে। সে মদরিচকে ভালোমতো চেনে। কারণ তারা একসঙ্গে দীর্ঘদিন খেলেছে।’ 

ব্রাজিলের জার্সিতে ১৯ ম্যাচ খেলে করেছেন ২ গোল, অ্যাসিস্ট করেছেন ২ গোলে। কাতার বিশ্বকাপে করেছেন ১ গোল এবং অ্যাসিস্ট করেছেন ২ গোলে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত