নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ম্যাচের ৬৫ মিনিট পর্যন্তও ম্যাচটা হেলেছিল মোহামেডানের দিকে। ম্যাচের শুরুতেই রাজীব হোসেনের গোলে সাদা-কালো শিবির স্বপ্ন দেখছিল ১২ বছর পর ফেডারেশন কাপ ফাইনাল খেলার। কিন্তু এক লাল কার্ডেই ঘুরে গেল ম্যাচের মোড়। ফাইনাল খেলার স্বপ্নে বিভোর থাকা মোহামেডানকে বাস্তবতার বুঝিয়ে ফাইনালে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
২০১৯-২০ মৌসুমে প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল রহমতগঞ্জ। সেবার এই দলের কাছেই সেমিতে কপাল পুড়েছিল ফেডারেশন কাপের অন্যতম সাফল্যমণ্ডিত দল মোহামেডানের। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আজকেও। শুধু পাল্টে গেল ম্যাচের ফল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই বছর আগে রহমতগঞ্জ জিতেছিল ১-০ গোলে। কমলাপুরের শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ দলটি জয় পেল ২-১ গোলে।
অথচ মাত্র ৫ মিনিটেই এগিয়ে ছিল মোহামেডান। আলমগীর মোল্লার কর্নার থেকে অস্ট্রেলিয়ান অ্যারন জন রেয়ারডনের হেডে রাজীব হোসেন বলটা পেয়েছিলেন একদম ফাঁকা জায়গাতেই। মোহামেডান ডিফেন্ডারকে শুধু একটা আলতো টোকাই নিতে হয়েছে।
এগিয়ে যাওয়ার পর আরও শক্তভাবে রহমতগঞ্জকে চেপে ধরে শন লেনের দল। ৮ মিনিটে সাহেদ মিয়ার হেড ক্রস বারের খানিকটা ওপর দিয়ে বাইরে চলে যায়। ২২ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি এই সাহেদই। ৪০ মিনিটে সোলেমান দিয়াবাতের কাটব্যাকে বল সরাসরি রহমতগঞ্জ গোলরক্ষক তুষারের গায়ে মেরে আরও একটি ভালো সুযোগ নষ্ট করেন সাহেদ।
ম্যাচে যখন পরিষ্কার আধিপত্য সাদা-কালোদের তখনই ছন্দপতন। রহমতগঞ্জের ঘানায়ান ফরোয়ার্ড ফিলিপ আজাহকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মোহামেডানের মেসিডোনিয়ান ডিফেন্ডার জেসমিন। এই লাল কার্ডেই ম্যাচের নিয়ন্ত্রণ ছুটে যায় সাদা-কালোদের হাত থেকে। ১২ মিনিটে শন লেনের দলকে শেষ চার থেকে চিটকে দেয় গোলাম জিলানির রহমতগঞ্জ।
মাঝমাঠ থেকে ৭৮ মিনিটে খন্দকার আশরাফুলেরর লম্বা পাস থেকে মোহামেডানের এক ডিফেন্ডারকে পরাস্ত করেন ঘানায়ান ফিলিপ আজাহ। এরপর বক্সের ভেতরে থেকে আজাহর নেওয়া শট পোস্টে লেগে মোহামেডান গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জালে।
১-১ গোলে সমতায় থাকা ম্যাচ যখন এগোচ্ছিল টাইব্রেকের দিকে তখনই রহমতগঞ্জের ত্রাতা সানডে চিজোবা। কোয়ার্টার ফাইনালে শেষ সময়ে এই নাইজেরিয়ানের গোলেই শেখ রাসেলের বিপক্ষে ম্যাচটা টাইব্রেকে নিয়ে যায় রহমতগঞ্জ। আজ পেল ফাইনালে যাওয়ার টিকিট। ফিলিপ আজহার ক্রস থেকে বলটা থামালেন দারুণ দক্ষতায়। এরপর ঠাণ্ডা মাথায় মোহামেডান গোলরক্ষককে পরাস্ত করে বল জড়ান জালে।
ম্যাচের ৬৫ মিনিট পর্যন্তও ম্যাচটা হেলেছিল মোহামেডানের দিকে। ম্যাচের শুরুতেই রাজীব হোসেনের গোলে সাদা-কালো শিবির স্বপ্ন দেখছিল ১২ বছর পর ফেডারেশন কাপ ফাইনাল খেলার। কিন্তু এক লাল কার্ডেই ঘুরে গেল ম্যাচের মোড়। ফাইনাল খেলার স্বপ্নে বিভোর থাকা মোহামেডানকে বাস্তবতার বুঝিয়ে ফাইনালে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
২০১৯-২০ মৌসুমে প্রথমবারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল রহমতগঞ্জ। সেবার এই দলের কাছেই সেমিতে কপাল পুড়েছিল ফেডারেশন কাপের অন্যতম সাফল্যমণ্ডিত দল মোহামেডানের। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আজকেও। শুধু পাল্টে গেল ম্যাচের ফল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই বছর আগে রহমতগঞ্জ জিতেছিল ১-০ গোলে। কমলাপুরের শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ দলটি জয় পেল ২-১ গোলে।
অথচ মাত্র ৫ মিনিটেই এগিয়ে ছিল মোহামেডান। আলমগীর মোল্লার কর্নার থেকে অস্ট্রেলিয়ান অ্যারন জন রেয়ারডনের হেডে রাজীব হোসেন বলটা পেয়েছিলেন একদম ফাঁকা জায়গাতেই। মোহামেডান ডিফেন্ডারকে শুধু একটা আলতো টোকাই নিতে হয়েছে।
এগিয়ে যাওয়ার পর আরও শক্তভাবে রহমতগঞ্জকে চেপে ধরে শন লেনের দল। ৮ মিনিটে সাহেদ মিয়ার হেড ক্রস বারের খানিকটা ওপর দিয়ে বাইরে চলে যায়। ২২ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি এই সাহেদই। ৪০ মিনিটে সোলেমান দিয়াবাতের কাটব্যাকে বল সরাসরি রহমতগঞ্জ গোলরক্ষক তুষারের গায়ে মেরে আরও একটি ভালো সুযোগ নষ্ট করেন সাহেদ।
ম্যাচে যখন পরিষ্কার আধিপত্য সাদা-কালোদের তখনই ছন্দপতন। রহমতগঞ্জের ঘানায়ান ফরোয়ার্ড ফিলিপ আজাহকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মোহামেডানের মেসিডোনিয়ান ডিফেন্ডার জেসমিন। এই লাল কার্ডেই ম্যাচের নিয়ন্ত্রণ ছুটে যায় সাদা-কালোদের হাত থেকে। ১২ মিনিটে শন লেনের দলকে শেষ চার থেকে চিটকে দেয় গোলাম জিলানির রহমতগঞ্জ।
মাঝমাঠ থেকে ৭৮ মিনিটে খন্দকার আশরাফুলেরর লম্বা পাস থেকে মোহামেডানের এক ডিফেন্ডারকে পরাস্ত করেন ঘানায়ান ফিলিপ আজাহ। এরপর বক্সের ভেতরে থেকে আজাহর নেওয়া শট পোস্টে লেগে মোহামেডান গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জালে।
১-১ গোলে সমতায় থাকা ম্যাচ যখন এগোচ্ছিল টাইব্রেকের দিকে তখনই রহমতগঞ্জের ত্রাতা সানডে চিজোবা। কোয়ার্টার ফাইনালে শেষ সময়ে এই নাইজেরিয়ানের গোলেই শেখ রাসেলের বিপক্ষে ম্যাচটা টাইব্রেকে নিয়ে যায় রহমতগঞ্জ। আজ পেল ফাইনালে যাওয়ার টিকিট। ফিলিপ আজহার ক্রস থেকে বলটা থামালেন দারুণ দক্ষতায়। এরপর ঠাণ্ডা মাথায় মোহামেডান গোলরক্ষককে পরাস্ত করে বল জড়ান জালে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২৬ মিনিট আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১ ঘণ্টা আগে২০২৪-এর আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন নাজমুল হাসান পাপন। তখনই সেই চেয়ারে বসেন ফারুক আহমেদ। তবে তাঁর মেয়াদও বেশি দিন নেই। সভাপতি হতে হলে ফারুককেও বোর্ড পরিচালক হয়ে নির্বাচনে অংশ নিতে হবে।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে নামছে বার্সেলোনা-ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। আর রাতে পিএসএলে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের...
৩ ঘণ্টা আগে