Ajker Patrika

আগুয়েরোর রেকর্ড ভাঙলেন হালান্ড

আগুয়েরোর রেকর্ড ভাঙলেন হালান্ড

ইংলিশ প্রিমিয়ার লিগের এখনো ১৪ ম্যাচ বাকি। কিন্তু এর আগেই রেকর্ডের পাতা নতুন করে লিখতে বাধ্য করছেন আর্লিং হালান্ড। গতকাল বোর্নামাউথের বিপক্ষে এক গোল করে ক্লাবের হয়ে নতুন রেকর্ড গড়েছেন তিনি। 

ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর একের পর এক গোল করতে শুরু করেছিলেন হালান্ড। তাতে আগেই বোঝা গিয়েছিল সার্জিও আগুয়েরোর এক মৌসুমে ক্লাবের হয়ে লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড বেশি দিন টিকবে না। গতকাল তা নিশ্চিত হলো। ২৭ গোল নিয়ে এখন তিনি সিটির হয়ে সর্বোচ্চ গোলদাতা। এখনো অনেক ম্যাচ বাকি থাকায় গোলের সংখ্যা যে আরও বাড়বে তা না বললেও চলে। 

 ২০১৪-১৫ মৌসুমে সিটিজেনদের হয়ে লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন আগুয়েরো। সে মৌসুমে ২৬ গোল করে একমাত্র গোল্ডেন বুটও জিতেছিলেন এই কিংবদন্তি। উত্তরসূরির কাছে এই রেকর্ড হারালেও সব মিলিয়ে ২৬০ গোল নিয়ে ক্লাবের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখনো আর্জেন্টাইন তারকার দখলে। 

গতকাল বোর্নামাউথের মাঠেই প্রতিপক্ষকে বিধ্বস্ত করেছে ম্যানসিটি। ৪-১ গোলে হারিয়েছে তাদেরকে। হালান্ডের গোলের সঙ্গে হুলিয়ান আলভারেজ ও ফিল ফোডেন গোল পেয়েছেন। বাকিটি ক্রিস মেফহামের আত্মঘাতী। আর স্বাগতিকের হয়ে একমাত্র গোলটি করেছেন জেফারসন লারমা। 

এ জয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে ২ নিয়ে এসেছে ম্যানচেস্টার সিটি। ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট তাদের। অন্যদিকে ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট গানারদের। এক ম্যাচ কম খেলায় পয়েন্টের ব্যবধান বাড়ানোর সুযোগ রয়েছে তাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত