Ajker Patrika

প্রতিপক্ষ গোলরক্ষক কেন লাল কার্ড পাননি, কী বলছেন গার্দিওলা

ক্রীড়া ডেস্ক    
আর্লিং হালান্ডকে এভাবেই ফিরিয়ে দিয়েছেন ক্রিস্টাল প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসন। ছবি: এএফপি
আর্লিং হালান্ডকে এভাবেই ফিরিয়ে দিয়েছেন ক্রিস্টাল প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসন। ছবি: এএফপি

ম্যাচে সমতায় ফেরার দারুণ সুযোগ তৈরি করেন আর্লিং হালান্ড। ওয়েম্বলিতে গতকাল এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলের চেষ্টা করেন হালান্ড। তবে ক্রিস্টাল প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসনের নৈপুণ্যে হালান্ডের গোলটা হয়নি।

এফএ কাপের ফাইনালে গত রাতে ২৪ মিনিটে হালান্ডের যে প্রচেষ্টা হেন্ডারসন প্রতিহত করেন, সেটা ভিডিও অ্যাসিস্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দীর্ঘক্ষণ যাচাই বাছাই করা হয়েছে। রিপ্লেতে দেখা গেছে, বক্সের বাইরে থেকে বল সরিয়েছেন হেন্ডারসন। রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল ও তাঁর সহকারীরা যেভাবে সময় নিয়ে দেখেছেন, তাতে মনে হচ্ছিল প্যালেস গোলরক্ষক হয়তো লাল কার্ড পেতে পারেন। কিন্তু ভিএআর দেখে মনে হয়েছে, হালান্ডের স্পষ্ট গোলের সুযোগ ছিল না। বলটা অন্য পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল।

ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ঘটনা ঘটল, যেখানে ম্যানচেস্টার সিটি গোলের সুযোগ পেলে ম্যাচের মোড়ও ঘুরে যেতে পারত। ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা কথা বাড়াননি হেন্ডারসনের ঘটনা নিয়ে। সিটি কোচ বলেন, ‘আমি তো রেফারি নই।’ ম্যাচ শেষে সম্ভাব্য হ্যান্ডবলের ঘটনা নিয়ে কথা বলেছেন হেন্ডারসন নিজেও। প্যালেস গোলরক্ষক বলেন, ‘সত্যি বলতে ভিএআরের মাধ্যমে যাচাই বাছাইয়ের যে ব্যাপার চলে আসবে, সেটা আমি জানতাম না। বলটা বক্সের দিকে চলে এসেছিল। আমি নিশ্চিত ছিলাম না যে তারা কী করতে যাচ্ছে। কে কী ভাবলেন, তাতে কিছু যায় আসে না।’

ম্যান সিটিকে ১-০ গোলে হারিয়ে গত রাতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এফএ কাপ জেতে ক্রিস্টাল প্যালেস। ম্যাচের একমাত্র গোল ১৬ মিনিটে করেন প্যালেস মিডফিল্ডার এবেরেচি এজ। হেন্ডারসনের দারুণ অবদান রেখেছেন প্যালেসের শিরোপা জয়ে। ৭৯ শতাংশ বল দখলে সিটি প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নিয়েছে ৬ শট। যেখানে ৩৬ মিনিটে ম্যান সিটির মিডফিল্ডার ওমর মারমুশ পেনাল্টি থেকে গোলের সুযোগ তৈরি করেন। কিন্তু প্যালেস গোলরক্ষক হেন্ডারসন সেটা প্রতিহত করেছেন।

গোলরক্ষকেরা পেনাল্টি এলাকার মধ্যে কী করলে শাস্তি পাবেন, সেটা নিয়ে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইফ্যাব) নীতিমালা আছে। আইফ্যাবের নিয়ম অনুযায়ী গোলরক্ষকেরা সর্বোচ্চ ছয় সেকেন্ড বল ধরে রাখতে পারবেন। বল ধরে রাখার সময় এই সময়সীমা পেরিয়ে গেলে পরোক্ষ ফ্রি-কিক দেওয়া হবে। আরেক নিয়ম অনুযায়ী, যদি কোন গোলরক্ষক বল ছেড়ে দেওয়ার পর এবং অন্য ফুটবল স্পর্শ করার আগে তাঁর (গোলরক্ষক) হাত দিয়ে বল স্পর্শ করেন, সেক্ষেত্রে পরোক্ষ ফ্রি-কিক দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম-দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত