Ajker Patrika

ইউনাইটেডের মালিকানা ছেড়ে দিচ্ছে গ্লেজার্স 

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৪: ১১
ইউনাইটেডের মালিকানা ছেড়ে দিচ্ছে গ্লেজার্স 

ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ গ্লেজার্স পরিবারকে নিয়ে হরহামেশাই চলে সমালোচনা। এবার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে মালিকপক্ষ। ক্লাবটির মালিকানা ছেড়ে দিচ্ছে গ্লেজার্স পরিবার। গতকাল আনুষ্ঠানিকভাবে ইউনাইটেড বিক্রির ঘোষণা দিয়েছে তারা।  

২০০৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নেয়  যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার। বিভিন্ন কারণে মালিকপক্ষের দিকে অভিযোগের আঙুল উঠেছে বারবার। ইউনাইটেড ক্লাব এখন  ঋণের ভারে জর্জরিত। গত মার্চ পর্যন্ত ক্লাবের ঋণের পরিমাণ হয়েছিল প্রায় ৬০ কোটি মার্কিন ডলারে (বাংলাদেশি ৬০২০ কোটি টাকা)। ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামেরও কোনো উন্নয়ন হয়নি। 

ক্লাবের মাঠের পারফরম্যান্স এবং বাণিজ্যিকভাবে এগিয়ে নিতেই মালিকানা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে গ্লেজার্স। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আভ্রাম গ্লেজার এবং পরিচালক জোয়েল গ্লেজার যৌথ বিবৃতিতে বলেছেন, ‘ক্লাবের জন্য কৌশলগত বিকল্প খোঁজার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন বিনিয়োগ, বিক্রয় বা কোম্পানির সঙ্গে জড়িত লেনদেনসহ সব কৌশলগত বিকল্প বিবেচনা করা হবে।’

ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে ক্লাব বিক্রির হিড়িক চলছে। চলতি বছরের মে মাসে বিক্রি হয় চেলসি। লিভারপুল ক্লাবও বিক্রির কথা শুরু হয়ে গেছে এরই মধ্যে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত