Ajker Patrika

ম্যান ইউকে শিরোপা জয়ের দাবিদার মনে করছেন টেন হাগ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৪: ০৯
ম্যান ইউকে শিরোপা জয়ের দাবিদার মনে করছেন টেন হাগ

হোসে মরিনহোর অধীনে ২০১৭ ইউরোপা লিগ জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, যা ম্যান ইউর ডেভিলদের সর্বশেষ কোনো বড় শিরোপাজয়। এরপর চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগ—কোনো শিরোপাই নিজেদের করে নিতে পারছে না ইউনাইটেড। তবে কোচ এরিক টেন হাগ এবার রেড ডেভিলদের শিরোপাখরা ঘোচানোর আশাবাদ ব্যক্ত করেছেন।

ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব টেন হাগ নিয়েছিলেন গত বছরের জুলাই মাসে। শুরুটা তেমন ভালো না হলেও রেড ডেভিলরা এখন দারুণ ছন্দে আছে। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ইএফএল কাপসহ নিজেদের সর্বশেষ ১০ ম্যাচে অপরাজিত আছে, যার মধ্যে আছে টানা ৯ জয় ও ১ ড্র। যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা চারে আছে ইউনাইটেড।

ধারাবাহিক পারফরম্যান্সে শিরোপাজয় সম্ভব বলে মনে করেন টেন হাগ। ইউনাইটেড কোচ বলেন, ‘ভালো খেলতে হলে আপনাকে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে হবে। কৌশল ভালো থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। শিরোপা জিততে হলে সব ঠিকভাবে এগোতে হবে। আমরা সঠিক পথেই আছি। পয়েন্ট তালিকার সেরা অবস্থানে থাকতে হলে অনেক উন্নতি করতে হবে। কারণ প্রতিযোগিতা আরও কঠিন হবে।’

এমিরেটস স্টেডিয়ামে আজ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানইউর প্রতিপক্ষ আর্সেনাল, যেখানে প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল। ১৮ ম্যাচে ১৫ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৪৭ পয়েন্ট পেয়েছে গানার্সরা। আর ম্যানইউ ১৯ ম্যাচে ১২ জয়, ৩ ড্র ও ৪ পরাজয়ে ৩৯ পয়েন্ট নিয়ে আছে ৩ নম্বরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত