Ajker Patrika

ভারতের ছেত্রী ভালো, তবে হামজা প্রিমিয়ার লিগের ফুটবলার: জামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লাল-সবুজের পতাকা হাতে হামজা। ছবি: ফেসবুক
লাল-সবুজের পতাকা হাতে হামজা। ছবি: ফেসবুক

জামাল ভূঁইয়া কথাটি বলতেই গোটা সংবাদ সম্মেলনে হাসির রোল উঠল। কেউ কেউ তালিও বাজালেন। এতেই বোঝা যায়, বাংলাদেশ অধিনায়কের সঙ্গে দ্বিমত নেই কারোরই।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলতে শিলংয়ে যাওয়ার আগে আজ সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফুটবল দল। হামজা চৌধুরী থাকায় বেশিরভাগ প্রশ্নই করা হয়েছে তাঁকে নিয়ে। হামজার অন্তর্ভুক্তি দল হিসেবে বাংলাদেশের শক্তিমত্তাকে যে বাড়িয়ে দিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে ভারতও অবসর ভাঙিয়ে ফিরিয়েছে তাদের সুনীল ছেত্রী। ডি বক্সের সামনে বাংলাদেশের জন্য আতঙ্কের নাম আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ ৯৪ গোল করা এই তারকা ফুটবলার।

তাই আগ্রহের কেন্দ্রটা হামজার সঙ্গে ছেত্রীর লড়াই নিয়ে। যদিও জামাল জানালেন, দুজনকে একপাল্লায় মাপা যাবে না। কারণ হামজা প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সুনীলের সঙ্গে হামজার তুলনা হয় না। সুনীল খুব ভালো খেলোয়াড়। দেশের হয়ে দারুণ খেলেছে। কিন্তু সত্যি বলতে হামজা প্রিমিয়ার লিগের খেলোয়াড়।’

হামজাকে নিয়ে জামাল আরও বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। হামজা বিশ্বমানের ফুটবলার। আমাদের দলে হামজা এসেছে এবং সেটা অন্যান্য ফুটবলারদের অনুপ্রেরণা জোগাবে। বাংলাদেশে এসে সে প্রতিনিধিত্ব করছে। যখন সে জাতীয় সংগীত গাইবে, তখন গায়ের লোম দাঁড়িয়ে যাবে তার।’

আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কালই শিলংয়ের উদ্দেশে রওনা দেবেন জামাল-হামজারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত