ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে হন্ডুরাসের উত্তরাঞ্চল। ভূমিকম্পের পর অলিম্পিয়াকো মেট্রোপলিটানোয় আলো ছড়ালেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রাক মৌসুম সফরে চতুর্থ ও শেষ ম্যাচ খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। দারুণ একটি গোল করেছেন মেসি, সহায়তা করেছেন দুই গোলে। মসের ঝলকে হন্ডুরান ক্লাব দেপোর্তিভো অলিম্পিয়াকে এমএলএস ক্লাবটি ৫-০ গোলে বিধ্বস্ত করেছে।
কিক-অফের দুই ঘণ্টারও কম সময় আগে হন্ডুরাসের উত্তরে এবং কেম্যান দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিমে ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। খেলা শুরু হয়েছিল ভূমিকম্পের পরই।
গোল উৎসবের শুরুটাও মেসির কল্যাণে। ২৭ মিনিটে দারুণ এক গোলে মায়ামিকে এগিয়ে নেন বিশ্বকাপজয়ী তারকা। প্রাক মৌসুমে যা আর্জেন্টাইন তারকার দ্বিতীয় গোল। বিরতির আগে মুহূর্তে তিন মিনিটের ব্যবধানে দুটি অ্যাসিস্টও করেছেন মেসি। নিজেদের মাঠে এখানেই যেন ম্যাচ থেকে ছিটকে যায় অলিম্পিয়াকে।
৪৪ মিনিটে মেসির সহায়তায় গোল করেন ফেদেরিকো রেদোনদো। প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল করিয়েছেন নোয়া অ্যালেন। মেসির গোলে সহায়তা করা লুইস সুয়ারেজও জালের দেখা পান ৫৪ মিনিটে। স্কোর ৪-০ হলে ৬২ মিনিটে বদলি হয়ে মাঠ ছেড়ে গেছেন মেসি। ৭৯ মিনিটে পঞ্চম গোলটি করেন রায়ান সেইলর।
নতুন কোচ ও মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানোর অধীনে প্রাক মৌসুমের চারটি ম্যাচেই জিতেছে মায়ামি। ঘরের মাঠে মেজর লিগ সকারে তাদের উদ্বোধনী ম্যাচ ২২ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ নিউইয়র্ক সিটি এফসি। মাসচেরানোর অধীনে এবার মৌসুম শুরু করবেন একসময়ের সতীর্থ মেসি-সুয়ারেজরা।
ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে হন্ডুরাসের উত্তরাঞ্চল। ভূমিকম্পের পর অলিম্পিয়াকো মেট্রোপলিটানোয় আলো ছড়ালেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রাক মৌসুম সফরে চতুর্থ ও শেষ ম্যাচ খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। দারুণ একটি গোল করেছেন মেসি, সহায়তা করেছেন দুই গোলে। মসের ঝলকে হন্ডুরান ক্লাব দেপোর্তিভো অলিম্পিয়াকে এমএলএস ক্লাবটি ৫-০ গোলে বিধ্বস্ত করেছে।
কিক-অফের দুই ঘণ্টারও কম সময় আগে হন্ডুরাসের উত্তরে এবং কেম্যান দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিমে ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। খেলা শুরু হয়েছিল ভূমিকম্পের পরই।
গোল উৎসবের শুরুটাও মেসির কল্যাণে। ২৭ মিনিটে দারুণ এক গোলে মায়ামিকে এগিয়ে নেন বিশ্বকাপজয়ী তারকা। প্রাক মৌসুমে যা আর্জেন্টাইন তারকার দ্বিতীয় গোল। বিরতির আগে মুহূর্তে তিন মিনিটের ব্যবধানে দুটি অ্যাসিস্টও করেছেন মেসি। নিজেদের মাঠে এখানেই যেন ম্যাচ থেকে ছিটকে যায় অলিম্পিয়াকে।
৪৪ মিনিটে মেসির সহায়তায় গোল করেন ফেদেরিকো রেদোনদো। প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল করিয়েছেন নোয়া অ্যালেন। মেসির গোলে সহায়তা করা লুইস সুয়ারেজও জালের দেখা পান ৫৪ মিনিটে। স্কোর ৪-০ হলে ৬২ মিনিটে বদলি হয়ে মাঠ ছেড়ে গেছেন মেসি। ৭৯ মিনিটে পঞ্চম গোলটি করেন রায়ান সেইলর।
নতুন কোচ ও মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানোর অধীনে প্রাক মৌসুমের চারটি ম্যাচেই জিতেছে মায়ামি। ঘরের মাঠে মেজর লিগ সকারে তাদের উদ্বোধনী ম্যাচ ২২ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ নিউইয়র্ক সিটি এফসি। মাসচেরানোর অধীনে এবার মৌসুম শুরু করবেন একসময়ের সতীর্থ মেসি-সুয়ারেজরা।
৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
২ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
৩ ঘণ্টা আগেপাসপোর্ট হাতে পাওয়ার মাত্র একদিনের ভেতরই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন সমিত সোম। তাই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার
৩ ঘণ্টা আগেকানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
৪ ঘণ্টা আগে