Ajker Patrika

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বার্সা তারকার

আপডেট : ১৯ মে ২০২২, ১২: ১৯
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বার্সা তারকার

জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন ১৩ বছর। ছিলেন দলের অধিনায়ক। ক্লাব ফুটবলে মনোযোগ বাড়াতে তাই জাতীয় দল গ্যাবন থেকে অবসরের ঘোষণা দিলেন বার্সেলোনা ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং। 

২০০৯ সালে গ্যাবনের হয়ে অভিষেক হয়েছিল অবামেয়াংয়ের। দেশটির হয়ে খেলেছেন ৭২ ম্যাচ। করেছেন ৩০ গোল। এবারের আফ্রিকা কাপ ন্যাশনসের দ্বিতীয় পর্ব থেকেই বাদ পড়েছে গ্যাবন। দেশকে আর কিছু দেওয়ার নেই জানিয়ে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন অবা। 

গ্যাবন ভক্তদের উদ্দেশে খোলা চিঠিতে নিজের বিদায়ের কথা জানিয়েছেন বার্সা তারকা। লিখেছেন, ‘দীর্ঘ ১৩ বছর গর্বের সঙ্গে আমার দেশের প্রতিনিধিত্ব করার পর আমি জাতীয় দলে ইতি টানছি। আমার ভালো-খারাপ সময়ে সব সময় অকুণ্ঠ সমর্থনের জন্য গ্যাবনিজ সমর্থকদের ধন্যবাদ। এই দলের হয়ে দারুণ সব স্মৃতি আছে। জাতীয় দলের সব কোচ, স্টাফ, খেলোয়াড়দেরও ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য।’ 

অবামেয়াংয়ের বাবাও ছিলেন গ্যাবন জাতীয় দলের অধিনায়ক। পিতার মতো জাতীয় দলের অধিনায়কত্ব করতে পারায় তৃপ্তি ছেলের লেখায়, ‘আমি বাবার কাছে কৃতজ্ঞ। তিনিই আমার মনে জাতীয় দলে খেলার স্বপ্নটা বুনে দিয়েছিলেন। আশা করি জাতীয় দলের জার্সি চাপিয়ে তাঁকে গর্বিত করতে পেরেছি।’ 

আফ্রিকা কাপ ন্যাশনসের আগে করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় টুর্নামেন্টে খেলতে পারেননি অবামেয়াং। দলের সেরা তারকাকে ছাড়াই দ্বিতীয় পর্বে উঠলেও বুরকিনা ফাসোর কাছে বিদায় নেয় গ্যাবন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...