Ajker Patrika

শেষ মুহূর্তে পর্তুগালকে বাঁচালেন রোনালদো

শেষ মুহূর্তে পর্তুগালকে বাঁচালেন রোনালদো

এক ক্রিস্টিয়ানো রোনালদোর যে কত রূপ। রেকর্ড তো তিনি হরহামেশাই করেন। দলের প্রয়োজনে কখনো তিনি হয়ে ওঠেন ‘সুপার সাব’। উয়েফা নেশনস লিগের গত রাতের ম্যাচে যে সিআর সেভেনকে দেখা গেছে এই রূপে। 

লিসবনের বেনফিকা স্টেডিয়ামে গত রাতে স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছে পর্তুগাল। পর্তুগিজদের শুরুর একাদশে ছিলেনই না রোনালদো। দলের তারকা ফুটবলার ছাড়া একাদশ সাজিয়ে শুরুতেই হোঁচট খায় পর্তুগিজরা। ৭ মিনিটে স্কটল্যান্ডকে এগিয়ে নেন তাঁদের স্ট্রাইকার স্কট ম্যাকটোমিনে। ১-০ গোলে পিছিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা পর্তুগাল রোনালদোকে মাঠে নামাতে খুব একটা দেরি করেনি। ৪৬ মিনিটে পেদ্রো নেতোর পরিবর্তে  রোনালদোকে আনার পরই যেন ম্যাচে আলাদা একটা গতি আসে। ৫৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে পর্তুগাল। ১-১ গোলে ড্র যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই খেল দেখালেন রোনালদো। ৮৮ মিনিটে নুনো মেন্দেসের ক্রস রিসিভ করে ডান পায়ের শটে দুর্দান্ত গোল করলেন রোনালদো। ম্যাচও পর্তুগাল জেতে ২-১ গোলে। 

টানা দুই ম্যাচে গোল করে প্রতিযোগিতামূলক ফুটবলে গোলসংখ্যা ৯০১-এ নিয়ে গেলেন রোনালদো। তাঁর ছন্দে থাকার সময়ে দলও আছে দারুণ ছন্দে। দুই ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে নেশনস লিগের ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে এখন পর্তুগিজরা। স্কটল্যান্ডের বিপক্ষে সুপার সাব রোনালদো গত রাতে ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে উদযাপনের কিছু মুহূর্ত পোস্ট করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পর্তুগিজ তারকা ফরোয়ার্ড লেখেন,‘দুই ম্যাচ, দুই জয়। সমর্থকদের ধন্যবাদ।পর্তুগাল’। রোনালদো তাঁর ক্যাপশনে পর্তুগালের পতাকার ছবিও ব্যবহার করেন।

ম্যাচ জয়ের পর সামাজিক মাধ্যমে উদযাপনের ছবি পোস্ট করেন রোনালদো। ছবি: এএফপিরোনালদোর সুপার সাব হওয়ার রাতে সুইজারল্যান্ডকে গোল বন্যায় ভাসাল স্পেন। জেনেভা স্টেডিয়ামে সুইসদের ৪-১ গোলে হারিয়েছে ১০ জনের স্পেন। যেখানে ২০ মিনিটে স্পেনের ডিফেন্ডার রবিন লে নরমান্ড লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।  স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ করেন জোড়া গোল। একটি করে গোল করেন হোসেলু ও ফেরান তোরেস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত