Ajker Patrika

খারাপ সময় কী ও কত প্রকার, দেখছেন ম্যাগুয়ার

খারাপ সময় কী ও কত প্রকার, দেখছেন ম্যাগুয়ার

কথায় আছে, ‘যায় দিন ভালো, আসে দিন খারাপ’। সেই খারাপ সময় যেন কাটছেই না হ্যারি ম্যাগুয়ারের। তাঁর লেস্টার সিটির পারফরম্যান্স দেখে ম্যানচেস্টার ইউনাইটেড খরচ করতে পিছ পা হয়নি। রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ডে ২০১৯ সালে ওল্ড ট্রাফোর্ডে আসেন ইংলিশ সেন্টার-ব্যাক। রাতারাতি বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার হয়ে ওঠা ম্যাগুয়ার সবার আকর্ষণ ও আলোচনার কেন্দ্রবিন্দুও হয়ে ওঠেন। 

সেই আলোচনা এখনো আছে। তবে ম্যাগুয়ার সাম্প্রতিক সময়ে বারবার শিরোনাম হয়েছেন বাজে পারফরম্যান্সের জন্য। ফুটবল সমর্থকদের ট্রলের শিকার হওয়া এখন রীতিমতো গা সয়ে গেছে। অথচ লেস্টার ছেড়ে আসার তিন মাসের মধ্যে ইউনাইটেডের নেতৃত্বভার ম্যাগুয়ারের হাতে তুলে দিয়েছিলেন ওল্ড ট্রাফোর্ডের সাবেক কোচ ওলে গানার সুলশার। ইন্টারে মিলানে চলে যাওয়া অ্যাশলে ইয়ংয়ের পরিবর্তে রেড ডেভিলদের আর্মব্যান্ড পেলেও নিজের পারফরম্যান্সে উন্নতি আনতে পারেননি। 

এমনকি একাদশে জায়গা পাওয়াও মুশকিলের হয়ে পড়ে ম্যাগুয়ারের। এবার তো ৩০ বছর বয়সী ডিফেন্ডারের কাছ থেকে ইউনাইটেডের অধিনায়কত্বও কেড়ে নিলেন কোচ এরিক টেন হাগ। হঠাৎ ঘাড়ে এমন খড়্গ নেমে আসায় হতাশ ম্যাগুয়ার। তিনি জানিয়েছেন, টেন হাগ তাঁর থেকে নেতৃত্ব কেড়ে নিয়েছেন। ইংলিশ তারকা জানিয়েছেন, এতে তিনি ‘চূড়ান্তরকম হতাশ’। তারপরও ইউনাইটেডের হয়ে নিজেকে উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি তাঁর কণ্ঠে। 

অধিনায়ক হিসেবে টেন হাগের পঞ্চম পছন্দ ম্যাগুয়ার। ডাচ কোচ আর্মব্যান্ড তুলে দেওয়ার কথা ভাবছেন সেন্ট্রাল ডিফেন্ডার রাফায়েল ভারানেকে। লিসান্দ্রো মার্তিনেজ, ভিক্টর লিন্ডেলফ এমন লুক শকেও নেতৃত্বে আনতে পারেন তিনি। ম্যাগুয়ার থেকে কেন নেতৃত্ব কেড়ে নিলেন, সেটি অবশ্য খোলাসা করেননি টেন হাগ। তিনি বলেছেন, ‘সাড়ে তিন বছর ধরে অধিনায়ক হিসেবে দলে অবদানের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যেকে হ্যারিকে ধন্যবাদ জানাচ্ছে।’ 

তবে টেন হাগের সিদ্ধান্তে খুশি হতে পারেননি ম্যাগুয়ার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘কোচের সঙ্গে আলোচনার পর তিনি জানালেন অধিনায়ক পরিবর্তনের কথা। ব্যক্তিগতভাবে আমি চূড়ান্তরকম হতাশ। তবে আমি সমসময় এই জার্সিতে সর্বোচ্চটুকু দিয়ে যাব।’ 

নেতৃত্ব হারিয়েছেন, ইউনাইটেডে কি থাকা হবে ম্যাগুয়ারের। অবশ্য রেড ডেভিলদের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে তাঁর। কিন্তু এমন পারফরম্যান্স নিয়ে টেন হাগের অধীনে দলে জায়গা পাবেন কিনা সন্দেহ। তার মধ্যে গুঞ্জন, ম্যাগুয়ার চলে যেতে পারেন ওয়েস্ট হামে। ২০২২-২৩ মৌসুমে ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬২ ম্যাচে মাঠে নামতে পেরেছেন ৩১ ম্যাচে। তাঁর অনুপস্থিতিতে রেড ডেভিলদের নেতৃত্ব দেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। 

ম্যাগুয়ার ইউনাইটেডে থাকবেন কিনা সেটি সামনে জানা যাবে। দুঃসময় কাটিয়ে আবারও নিজের সেরা ঝলক দেখাতে পারলে হয়তো টেন হাগ তাঁকে রেখে দিতে পারেন বা কোচ গ্যারেথ সাউথগেটের অধীনে ইংল্যান্ডের হয়ে ২০২৪ ইউরোতেও রক্ষণভাগের দায়িত্ব সামলাতে পারেন। নিজের ভবিষ্যৎ সিদ্ধান্তটা নিজেকেই নিতে হবে ম্যাগুয়ারকে। নয়তো খারাপ দিনের সংখ্যাটা বাড়তেই থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত