কথায় আছে, ‘যায় দিন ভালো, আসে দিন খারাপ’। সেই খারাপ সময় যেন কাটছেই না হ্যারি ম্যাগুয়ারের। তাঁর লেস্টার সিটির পারফরম্যান্স দেখে ম্যানচেস্টার ইউনাইটেড খরচ করতে পিছ পা হয়নি। রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ডে ২০১৯ সালে ওল্ড ট্রাফোর্ডে আসেন ইংলিশ সেন্টার-ব্যাক। রাতারাতি বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার হয়ে ওঠা ম্যাগুয়ার সবার আকর্ষণ ও আলোচনার কেন্দ্রবিন্দুও হয়ে ওঠেন।
সেই আলোচনা এখনো আছে। তবে ম্যাগুয়ার সাম্প্রতিক সময়ে বারবার শিরোনাম হয়েছেন বাজে পারফরম্যান্সের জন্য। ফুটবল সমর্থকদের ট্রলের শিকার হওয়া এখন রীতিমতো গা সয়ে গেছে। অথচ লেস্টার ছেড়ে আসার তিন মাসের মধ্যে ইউনাইটেডের নেতৃত্বভার ম্যাগুয়ারের হাতে তুলে দিয়েছিলেন ওল্ড ট্রাফোর্ডের সাবেক কোচ ওলে গানার সুলশার। ইন্টারে মিলানে চলে যাওয়া অ্যাশলে ইয়ংয়ের পরিবর্তে রেড ডেভিলদের আর্মব্যান্ড পেলেও নিজের পারফরম্যান্সে উন্নতি আনতে পারেননি।
এমনকি একাদশে জায়গা পাওয়াও মুশকিলের হয়ে পড়ে ম্যাগুয়ারের। এবার তো ৩০ বছর বয়সী ডিফেন্ডারের কাছ থেকে ইউনাইটেডের অধিনায়কত্বও কেড়ে নিলেন কোচ এরিক টেন হাগ। হঠাৎ ঘাড়ে এমন খড়্গ নেমে আসায় হতাশ ম্যাগুয়ার। তিনি জানিয়েছেন, টেন হাগ তাঁর থেকে নেতৃত্ব কেড়ে নিয়েছেন। ইংলিশ তারকা জানিয়েছেন, এতে তিনি ‘চূড়ান্তরকম হতাশ’। তারপরও ইউনাইটেডের হয়ে নিজেকে উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি তাঁর কণ্ঠে।
অধিনায়ক হিসেবে টেন হাগের পঞ্চম পছন্দ ম্যাগুয়ার। ডাচ কোচ আর্মব্যান্ড তুলে দেওয়ার কথা ভাবছেন সেন্ট্রাল ডিফেন্ডার রাফায়েল ভারানেকে। লিসান্দ্রো মার্তিনেজ, ভিক্টর লিন্ডেলফ এমন লুক শকেও নেতৃত্বে আনতে পারেন তিনি। ম্যাগুয়ার থেকে কেন নেতৃত্ব কেড়ে নিলেন, সেটি অবশ্য খোলাসা করেননি টেন হাগ। তিনি বলেছেন, ‘সাড়ে তিন বছর ধরে অধিনায়ক হিসেবে দলে অবদানের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যেকে হ্যারিকে ধন্যবাদ জানাচ্ছে।’
তবে টেন হাগের সিদ্ধান্তে খুশি হতে পারেননি ম্যাগুয়ার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘কোচের সঙ্গে আলোচনার পর তিনি জানালেন অধিনায়ক পরিবর্তনের কথা। ব্যক্তিগতভাবে আমি চূড়ান্তরকম হতাশ। তবে আমি সমসময় এই জার্সিতে সর্বোচ্চটুকু দিয়ে যাব।’
নেতৃত্ব হারিয়েছেন, ইউনাইটেডে কি থাকা হবে ম্যাগুয়ারের। অবশ্য রেড ডেভিলদের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে তাঁর। কিন্তু এমন পারফরম্যান্স নিয়ে টেন হাগের অধীনে দলে জায়গা পাবেন কিনা সন্দেহ। তার মধ্যে গুঞ্জন, ম্যাগুয়ার চলে যেতে পারেন ওয়েস্ট হামে। ২০২২-২৩ মৌসুমে ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬২ ম্যাচে মাঠে নামতে পেরেছেন ৩১ ম্যাচে। তাঁর অনুপস্থিতিতে রেড ডেভিলদের নেতৃত্ব দেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ।
ম্যাগুয়ার ইউনাইটেডে থাকবেন কিনা সেটি সামনে জানা যাবে। দুঃসময় কাটিয়ে আবারও নিজের সেরা ঝলক দেখাতে পারলে হয়তো টেন হাগ তাঁকে রেখে দিতে পারেন বা কোচ গ্যারেথ সাউথগেটের অধীনে ইংল্যান্ডের হয়ে ২০২৪ ইউরোতেও রক্ষণভাগের দায়িত্ব সামলাতে পারেন। নিজের ভবিষ্যৎ সিদ্ধান্তটা নিজেকেই নিতে হবে ম্যাগুয়ারকে। নয়তো খারাপ দিনের সংখ্যাটা বাড়তেই থাকবে।
কথায় আছে, ‘যায় দিন ভালো, আসে দিন খারাপ’। সেই খারাপ সময় যেন কাটছেই না হ্যারি ম্যাগুয়ারের। তাঁর লেস্টার সিটির পারফরম্যান্স দেখে ম্যানচেস্টার ইউনাইটেড খরচ করতে পিছ পা হয়নি। রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ডে ২০১৯ সালে ওল্ড ট্রাফোর্ডে আসেন ইংলিশ সেন্টার-ব্যাক। রাতারাতি বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার হয়ে ওঠা ম্যাগুয়ার সবার আকর্ষণ ও আলোচনার কেন্দ্রবিন্দুও হয়ে ওঠেন।
সেই আলোচনা এখনো আছে। তবে ম্যাগুয়ার সাম্প্রতিক সময়ে বারবার শিরোনাম হয়েছেন বাজে পারফরম্যান্সের জন্য। ফুটবল সমর্থকদের ট্রলের শিকার হওয়া এখন রীতিমতো গা সয়ে গেছে। অথচ লেস্টার ছেড়ে আসার তিন মাসের মধ্যে ইউনাইটেডের নেতৃত্বভার ম্যাগুয়ারের হাতে তুলে দিয়েছিলেন ওল্ড ট্রাফোর্ডের সাবেক কোচ ওলে গানার সুলশার। ইন্টারে মিলানে চলে যাওয়া অ্যাশলে ইয়ংয়ের পরিবর্তে রেড ডেভিলদের আর্মব্যান্ড পেলেও নিজের পারফরম্যান্সে উন্নতি আনতে পারেননি।
এমনকি একাদশে জায়গা পাওয়াও মুশকিলের হয়ে পড়ে ম্যাগুয়ারের। এবার তো ৩০ বছর বয়সী ডিফেন্ডারের কাছ থেকে ইউনাইটেডের অধিনায়কত্বও কেড়ে নিলেন কোচ এরিক টেন হাগ। হঠাৎ ঘাড়ে এমন খড়্গ নেমে আসায় হতাশ ম্যাগুয়ার। তিনি জানিয়েছেন, টেন হাগ তাঁর থেকে নেতৃত্ব কেড়ে নিয়েছেন। ইংলিশ তারকা জানিয়েছেন, এতে তিনি ‘চূড়ান্তরকম হতাশ’। তারপরও ইউনাইটেডের হয়ে নিজেকে উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি তাঁর কণ্ঠে।
অধিনায়ক হিসেবে টেন হাগের পঞ্চম পছন্দ ম্যাগুয়ার। ডাচ কোচ আর্মব্যান্ড তুলে দেওয়ার কথা ভাবছেন সেন্ট্রাল ডিফেন্ডার রাফায়েল ভারানেকে। লিসান্দ্রো মার্তিনেজ, ভিক্টর লিন্ডেলফ এমন লুক শকেও নেতৃত্বে আনতে পারেন তিনি। ম্যাগুয়ার থেকে কেন নেতৃত্ব কেড়ে নিলেন, সেটি অবশ্য খোলাসা করেননি টেন হাগ। তিনি বলেছেন, ‘সাড়ে তিন বছর ধরে অধিনায়ক হিসেবে দলে অবদানের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যেকে হ্যারিকে ধন্যবাদ জানাচ্ছে।’
তবে টেন হাগের সিদ্ধান্তে খুশি হতে পারেননি ম্যাগুয়ার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘কোচের সঙ্গে আলোচনার পর তিনি জানালেন অধিনায়ক পরিবর্তনের কথা। ব্যক্তিগতভাবে আমি চূড়ান্তরকম হতাশ। তবে আমি সমসময় এই জার্সিতে সর্বোচ্চটুকু দিয়ে যাব।’
নেতৃত্ব হারিয়েছেন, ইউনাইটেডে কি থাকা হবে ম্যাগুয়ারের। অবশ্য রেড ডেভিলদের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে তাঁর। কিন্তু এমন পারফরম্যান্স নিয়ে টেন হাগের অধীনে দলে জায়গা পাবেন কিনা সন্দেহ। তার মধ্যে গুঞ্জন, ম্যাগুয়ার চলে যেতে পারেন ওয়েস্ট হামে। ২০২২-২৩ মৌসুমে ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬২ ম্যাচে মাঠে নামতে পেরেছেন ৩১ ম্যাচে। তাঁর অনুপস্থিতিতে রেড ডেভিলদের নেতৃত্ব দেন পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ।
ম্যাগুয়ার ইউনাইটেডে থাকবেন কিনা সেটি সামনে জানা যাবে। দুঃসময় কাটিয়ে আবারও নিজের সেরা ঝলক দেখাতে পারলে হয়তো টেন হাগ তাঁকে রেখে দিতে পারেন বা কোচ গ্যারেথ সাউথগেটের অধীনে ইংল্যান্ডের হয়ে ২০২৪ ইউরোতেও রক্ষণভাগের দায়িত্ব সামলাতে পারেন। নিজের ভবিষ্যৎ সিদ্ধান্তটা নিজেকেই নিতে হবে ম্যাগুয়ারকে। নয়তো খারাপ দিনের সংখ্যাটা বাড়তেই থাকবে।
আর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
৩৭ মিনিট আগেকাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১৩ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১৪ ঘণ্টা আগে