নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মদ-কাণ্ডে বড় শাস্তিই পেলেন বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলার। তিন ফুটবলারকে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি দুই ফুটবলারকে জরিমানা ও সতর্ক করেছে বসুন্ধরা কিংস।
২০ সেপ্টেম্বর এএফসি কাপে মাজিয়ার বিপক্ষে ম্যাচ খেলে ফেরার পথে বিমানবন্দরে ৬৪ বোতলসহ কাস্টমস কর্মকর্তাদের হাতে আটক হন পাঁচ ফুটবলার—তপু বর্মণ, আনিসুর রহমান, শেখ মোরসালিন, রিমন হোসেন ও তৌহিদুল আলম সবুজ। ওডিশা এফসির বিপক্ষে ম্যাচের অনুশীলন থেকে এই ফুটবলারদের বিরত রেখেছিল বসুন্ধরা, করা হয়েছিল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ। ফুটবলারদের জিজ্ঞাসার পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করেছিল বসুন্ধরা।
তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পাঁচ ফুটবলারকে নিষিদ্ধ ও জরিমানা করেছে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ। তাতে বড় শাস্তি পাচ্ছেন জিকো ও তৌহিদুল আলম সবুজ। জিকোকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত ক্লাবে নিষিদ্ধ করা হয়েছে। ২০২৩-২৪ পুরো মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছেন সবুজ।
শেখ মোরসালিন ও রিমন হোসেনকে জরিমানা গুনতে হবে। মোরসালিনকে এক লাখ ও রিমনকে জরিমানা করা হয়েছে তিন লাখ টাকা।
অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণকে জরিমানা ও নিষেধাজ্ঞা দুটোই পেতে হচ্ছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ থাকবেন তিনি। জরিমানা দিতে হবে এক লাখ টাকা।
ক্লাবে নিষিদ্ধ ফুটবলারদের জাতীয় দলে ফেরার পথ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যে কারণে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে খেলার সুযোগ পাননি জিকো, মোরসালিন, তপু ও রিমন। নিষেধাজ্ঞার কারণে এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ থাকবেন তপু, জিকো জাতীয় দলের বাইরে থাকবেন আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মোরসালিন ও রিমনের জাতীয় খেলার পথে কোনো বাধা থাকছে না। তবে দিন শেষে এই সিদ্ধান্তের ভার থাকছে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার কাছেই।
মদ-কাণ্ডে বড় শাস্তিই পেলেন বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলার। তিন ফুটবলারকে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি দুই ফুটবলারকে জরিমানা ও সতর্ক করেছে বসুন্ধরা কিংস।
২০ সেপ্টেম্বর এএফসি কাপে মাজিয়ার বিপক্ষে ম্যাচ খেলে ফেরার পথে বিমানবন্দরে ৬৪ বোতলসহ কাস্টমস কর্মকর্তাদের হাতে আটক হন পাঁচ ফুটবলার—তপু বর্মণ, আনিসুর রহমান, শেখ মোরসালিন, রিমন হোসেন ও তৌহিদুল আলম সবুজ। ওডিশা এফসির বিপক্ষে ম্যাচের অনুশীলন থেকে এই ফুটবলারদের বিরত রেখেছিল বসুন্ধরা, করা হয়েছিল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ। ফুটবলারদের জিজ্ঞাসার পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করেছিল বসুন্ধরা।
তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী পাঁচ ফুটবলারকে নিষিদ্ধ ও জরিমানা করেছে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ। তাতে বড় শাস্তি পাচ্ছেন জিকো ও তৌহিদুল আলম সবুজ। জিকোকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত ক্লাবে নিষিদ্ধ করা হয়েছে। ২০২৩-২৪ পুরো মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছেন সবুজ।
শেখ মোরসালিন ও রিমন হোসেনকে জরিমানা গুনতে হবে। মোরসালিনকে এক লাখ ও রিমনকে জরিমানা করা হয়েছে তিন লাখ টাকা।
অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণকে জরিমানা ও নিষেধাজ্ঞা দুটোই পেতে হচ্ছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ থাকবেন তিনি। জরিমানা দিতে হবে এক লাখ টাকা।
ক্লাবে নিষিদ্ধ ফুটবলারদের জাতীয় দলে ফেরার পথ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যে কারণে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে খেলার সুযোগ পাননি জিকো, মোরসালিন, তপু ও রিমন। নিষেধাজ্ঞার কারণে এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ থাকবেন তপু, জিকো জাতীয় দলের বাইরে থাকবেন আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মোরসালিন ও রিমনের জাতীয় খেলার পথে কোনো বাধা থাকছে না। তবে দিন শেষে এই সিদ্ধান্তের ভার থাকছে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার কাছেই।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে