Ajker Patrika

গরিব-দুঃখীদের পাশে দাঁড়ালেন হামজা, গ্রামবাসীর কাছে চাইলেন দোয়া

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ থেকে
হামজা চৌধুরীকে নিয়ে উন্মাদনা চলছেই। ছবি: বাফুফে
হামজা চৌধুরীকে নিয়ে উন্মাদনা চলছেই। ছবি: বাফুফে

বাংলাদেশে ফেরার একদিন গড়িয়ে গেলেও হামজা চৌধুরীকে নিয়ে উন্মাদনা কমেনি স্নানঘাট গ্রামবাসীর। আজও সকাল থেকে বাড়ির চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকেন লোকজন। শুধুমাত্র হামজাকে এক নজর দেখার আশায়।

যদিও ঘর থেকে খুব একটা বের হননি হামজা। সকালে অল্প কিছুক্ষণের জন্য বাড়ির পাশের মাঠে গ্রামের ছেলেদের সঙ্গে ফুটবল খেলেন তিনি। দুপুরে প্রায় শ খানেক গরিব-দুঃখীকে আর্থিক সহায়তা করেন ২৭ বছর বয়সী তারকা ফুটবলার। আর্থিক সহায়তা পেয়ে খুশি মনে ফিরেছেন তাঁরা। এ কাজে হামজার সঙ্গে ছিলেন বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী। সহায়তা করে হামজা বলেন, ‘তাদের পাশে দাঁড়িয়ে খুব ভালো লাগছে।’ এর আগে স্ত্রীও সন্তানদের নিয়ে বাড়ির ছাদ থেকে গ্রামবাসীর উদ্দেশে হাত নাড়ান তিনি, ‘আপনার সবাই এসেছেন আমার খুব ভালো লেগেছে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো খেলতে পারি।’

২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই খেলতে গতকাল দেশে পা রাখেন হামজা। সিলেটে পৌঁছেই তিনি ছুটে যান নিজের গ্রামের বাড়িতে। পরিবারের সঙ্গে পুরো দিন কাটিয়ে আজ বিকেলেই হবিগঞ্জ থেকে ঢাকায় রওনা দেবেন এই ফুটবলার। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৮টা ৫০ মিনিটের ফ্লাইটে রওনা দেবেন ঢাকার উদ্দেশে। আগামীকাল জাতীয় দলের সঙ্গে প্রথমবার অনুশীলন করবেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে সংবাদ সম্মেলনেও থাকবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত