হলিউডে ‘সুপারহিরো’ কম নেই। মার্ভেল ও ডিসি কমিকসের এসব চরিত্র সিনেমার পর্দায় দেখেনি এমন মানুষ খুব কমই আছেন। যুক্তরাষ্ট্র এবার পেল আরেকজন রক্তমাংসের সুপারহিরো—লিওনেল মেসি। আর্জেন্টাইন আইকন অবশ্য সুপারহিরো হয়েই এসেছেন ফ্লোরিডায়। সামারে তিনি যোগ দেন ইন্টার মায়ামিতে।
মেসিকে পেয়ে যেন জমে উঠেছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগও। আর একের পর এক জাদু দেখাচ্ছেন ৩৬ বছর বয়সী মহাতারকা। আজ নগর প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির বিপক্ষে জোড়া গোলও করেছেন। ম্যাচের সাত মিনিটেই চোখধাঁধানো এক হাফ-ভলিতে মায়ামিকে এগিয়ে দেন মেসি। এই গোলের পর নতুন এক উদ্যাপনও দেখালেন। দুই হাত প্রসারিত করে ‘ট্রেডমার্ক’ উদ্যাপনের পরিবর্তে হলিউডের বিখ্যাত চলচ্চিত্র ‘ব্ল্যাক প্যান্থারের’ অনুকরণে করলেন উদ্যাপন। হাত দুটো মুষ্টি পাকিয়ে বুকে এনে আঁকলেন ক্রস। ব্ল্যাক প্যান্থার ছবিতে যেমনটি করতেন ব্ল্যাক প্যান্থারের নাম ভূমিকায় অভিনয় করা চ্যাডউইক বোজম্যান। ২০২০ সালের আগস্টে লস অ্যাঞ্জেলসে ৪৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই অভিনেতা।
যুক্তরাষ্ট্রে এসে হয়তো প্রিয় চরিত্র বোজম্যানকে এই চিহ্ন দিয়ে সম্মান জানিয়েছেন মেসি। এমনটাই সামাজিক মাধ্যমে আলোচনা করছেন তাঁর ভক্তরা। যেন ব্ল্যাক প্যান্থারের মতো করে বলতে চেয়েছেন, ‘ওয়াকান্দা ফরেভার’। অবশ্য কেন এমন উদ্যাপন সেটি খোলাসা হয়নি। ব্ল্যাক প্যান্থার যে রাজ্য শাসন করতেন সেটির নাম ‘ওয়াকান্দা’। মেসির বুকে হাত দিয়ে ক্রস আঁকা এই নতুন উদ্যাপনের ছবি টুইটারে পোস্ট করেছে মেজর সকার লিগও। সেখানে একজন মন্তব্য করেছেন, ‘ওয়াকান্দা ফরেভার’। আরেকজন লিখেছেন, ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, একজন অ্যাভেঞ্জার্সও।’
মেসির এই নতুন উদ্যাপন নিয়ে কম কথা হচ্ছে না ভক্তদের মাঝে। এর আগের ম্যাচে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে গোল করেও মার্ভেলের আরেক সিনেমার প্রধান চরিত্র থর-এর অনুকরণের গোল উদ্যাপন করেন মেসি। সেই বিপক্ষে গোলের পর মায়ামির মালিক ডেভিড বেকহামের দিকে কিছু একটা ইঙ্গিত করেন তিনি। পরে বিভিন্ন গণমাধ্যম জানায়, মেসির সেই কথা ছিল ‘আমার জন্য বিয়ার রেখো’।
তবে মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর ইনস্টাগ্রাম স্টোরি দেখে সবাই নিশ্চিত হয়, বেকহামকে নয় এই উদ্যাপন ছিল তাঁর সন্তানকে উদ্দেশ্য করে। তাঁর বড় ছেলে থিয়াগো যে থরের ভক্ত!
হলিউডে ‘সুপারহিরো’ কম নেই। মার্ভেল ও ডিসি কমিকসের এসব চরিত্র সিনেমার পর্দায় দেখেনি এমন মানুষ খুব কমই আছেন। যুক্তরাষ্ট্র এবার পেল আরেকজন রক্তমাংসের সুপারহিরো—লিওনেল মেসি। আর্জেন্টাইন আইকন অবশ্য সুপারহিরো হয়েই এসেছেন ফ্লোরিডায়। সামারে তিনি যোগ দেন ইন্টার মায়ামিতে।
মেসিকে পেয়ে যেন জমে উঠেছে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগও। আর একের পর এক জাদু দেখাচ্ছেন ৩৬ বছর বয়সী মহাতারকা। আজ নগর প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির বিপক্ষে জোড়া গোলও করেছেন। ম্যাচের সাত মিনিটেই চোখধাঁধানো এক হাফ-ভলিতে মায়ামিকে এগিয়ে দেন মেসি। এই গোলের পর নতুন এক উদ্যাপনও দেখালেন। দুই হাত প্রসারিত করে ‘ট্রেডমার্ক’ উদ্যাপনের পরিবর্তে হলিউডের বিখ্যাত চলচ্চিত্র ‘ব্ল্যাক প্যান্থারের’ অনুকরণে করলেন উদ্যাপন। হাত দুটো মুষ্টি পাকিয়ে বুকে এনে আঁকলেন ক্রস। ব্ল্যাক প্যান্থার ছবিতে যেমনটি করতেন ব্ল্যাক প্যান্থারের নাম ভূমিকায় অভিনয় করা চ্যাডউইক বোজম্যান। ২০২০ সালের আগস্টে লস অ্যাঞ্জেলসে ৪৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই অভিনেতা।
যুক্তরাষ্ট্রে এসে হয়তো প্রিয় চরিত্র বোজম্যানকে এই চিহ্ন দিয়ে সম্মান জানিয়েছেন মেসি। এমনটাই সামাজিক মাধ্যমে আলোচনা করছেন তাঁর ভক্তরা। যেন ব্ল্যাক প্যান্থারের মতো করে বলতে চেয়েছেন, ‘ওয়াকান্দা ফরেভার’। অবশ্য কেন এমন উদ্যাপন সেটি খোলাসা হয়নি। ব্ল্যাক প্যান্থার যে রাজ্য শাসন করতেন সেটির নাম ‘ওয়াকান্দা’। মেসির বুকে হাত দিয়ে ক্রস আঁকা এই নতুন উদ্যাপনের ছবি টুইটারে পোস্ট করেছে মেজর সকার লিগও। সেখানে একজন মন্তব্য করেছেন, ‘ওয়াকান্দা ফরেভার’। আরেকজন লিখেছেন, ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড়, একজন অ্যাভেঞ্জার্সও।’
মেসির এই নতুন উদ্যাপন নিয়ে কম কথা হচ্ছে না ভক্তদের মাঝে। এর আগের ম্যাচে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে গোল করেও মার্ভেলের আরেক সিনেমার প্রধান চরিত্র থর-এর অনুকরণের গোল উদ্যাপন করেন মেসি। সেই বিপক্ষে গোলের পর মায়ামির মালিক ডেভিড বেকহামের দিকে কিছু একটা ইঙ্গিত করেন তিনি। পরে বিভিন্ন গণমাধ্যম জানায়, মেসির সেই কথা ছিল ‘আমার জন্য বিয়ার রেখো’।
তবে মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর ইনস্টাগ্রাম স্টোরি দেখে সবাই নিশ্চিত হয়, বেকহামকে নয় এই উদ্যাপন ছিল তাঁর সন্তানকে উদ্দেশ্য করে। তাঁর বড় ছেলে থিয়াগো যে থরের ভক্ত!
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১২ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৩ ঘণ্টা আগে