Ajker Patrika

বিশ্বকাপ শেষ ভেরনার

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৪: ৪২
বিশ্বকাপ শেষ ভেরনার

শেষবার বিশ্বকাপ খেলা অভিজ্ঞতাটা মোটেও ভালো হয়নি টিমু ভেরনার প্রথম রাউন্ড শেষে গ্রুপের তলানিতে থেকে বিদায়। কোনো ম্যাচ জয় পায়নি দল। নিজেও কোনো ম্যাচে গোল পাননি। সব মিলিয়ে বিভীষিকাময় একটা টুর্নামেন্টই কাটিয়েছেন জার্মান স্ট্রাইকার।

বিশ্বকাপে পর অবশ্য নিজের ফরমেই ছিলেন। ক্লাব পাল্টে ইংল্যান্ডে এসে যেন হারিয়ে ফেলেছিলেন নিজেকেই। কিন্তু বিশ্বকাপের আগে ফরমে ফেরার তাগিদেই আবার ফিরে গিয়েছিলেন সাবেক ক্লাবে। গিয়েই নিজের স্বাভাবিক রূপেই ফেরার লক্ষণও দেখা গিয়েছিল। কিন্তু আপাতত সেই সুখ আর টিকছে না তার ভাগ্যে। চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্ক এর ম্যাচে চোটে পড়েছিলেন এই স্ট্রাইকার। এটাই কাল হলো তাঁর। আজ নিশ্চিত হয়েছে, বিশ্বকাপের আগে সারবে না এই চোট। ফলে ঘরে বসেই দেখতে হবে কাতার বিশ্বকাপ।

চোটে বাদ পড়ায় তার ক্ষতির পাশাপাশি জার্মানির জন্যও বড় ক্ষতি হয়েছে। জাতীয় দলের হয়ে ফরমে থাকা ভেরনার বিকল্প ভাবতে হবে কোচ হানসি ফ্লিককে। জার্মান জাতীয় দলের হয়ে ৫৫ ম্যাচে ২৪ গোল করেছিলেন লাইপজিগের এই ফরোয়ার্ড।

ভেরনার চোট নিয়ে জার্মান কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, ’ এটা খুবই খারাপ খবর। আমি তিমু’র জন্য দুঃখবোধ করছি যে সে বিশ্বকাপটা খেলতে পারবে না। তার অনুপস্থিতি জার্মান জাতীয় দলের জন্য বড় ক্ষতি। দ্রুতই সেরে উঠুক এমনটাই কামনা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত