বয়স চলে ৩৯। এই বয়সে অনেক ফুটবলার অবসরজীবন যাপন শুরু করেন। বন্ধু-পরিবার নিয়ে ঘুরে বেড়ান। কেউ হয়তো শুরু করেন কোচিং ক্যারিয়ার। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো একেবারে ব্যতিক্রম। খেলে চলেছেন এখনো। মাতিয়ে চলেছেন যেখানেই যাচ্ছেন।
ক্যারিয়ারের শুরু থেকেই তো এমন ব্যতিক্রম রোনালদো। ‘পর্তুগিজ যুবরাজ’ ইংল্যান্ড, স্পেন ও ইতালি জয়ের পর এখন সৌদি আরবে। সেখানেও থেমে নেই তাঁর পা জোড়া। করে চলেছেন একের পর এক গোল। ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। এবার নতুন আরেকটি রেকর্ডও গড়লেন সিআর সেভেন।
সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। ৩৫ গোল করে ভেঙে দিয়েছেন পাঁচ বছর আগের রেকর্ড। ২০১৯ মৌসুমে সৌদি লিগে আল নাসরের হয়ে ৩৪ গোল করেছিলেন আবদেররাজ্জাক হামদাল্লাহ। রোনালদোও সেই রেকর্ড ভাঙলেন একই ক্লাবের হয়ে। গত রাতে এবারের মৌসুমের শেষ রাউন্ডে তিনি জোড়া গোল করেছেন। প্রথমটি প্রথমার্ধের যোগ করা তৃতীয় মিনিটে, দ্বিতীয়টি ৬৯ মিনিটে। দ্বিতীয় গোলটি করেই হামদাল্লাহর রেকর্ড ভাঙেন রোনালদো।
আর এই রেকর্ড গড়ার পর রোনালদো জানিয়েছেন, রেকর্ডের পেছনে দৌড়ান না তিনি। নিজের অফিশিয়াল এক্সে লিখেছেন, ‘আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়।’
গত রাতে রিয়াদে আল ইতিহাসের বিপক্ষে আল নাসর জিতেছে ৪-২ গোলে। তবে এই ম্যাচে রেকর্ড গড়লেও ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে লিগ শেষ করতে হচ্ছ রোনালদোকে। এবারও সৌদি লিগ জেতা হলো না তাঁর। ২০২৩-২৪ মৌসুমের শিরোপা আগেই নিশ্চিত করেছে আল হিলাল।
বয়স চলে ৩৯। এই বয়সে অনেক ফুটবলার অবসরজীবন যাপন শুরু করেন। বন্ধু-পরিবার নিয়ে ঘুরে বেড়ান। কেউ হয়তো শুরু করেন কোচিং ক্যারিয়ার। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো একেবারে ব্যতিক্রম। খেলে চলেছেন এখনো। মাতিয়ে চলেছেন যেখানেই যাচ্ছেন।
ক্যারিয়ারের শুরু থেকেই তো এমন ব্যতিক্রম রোনালদো। ‘পর্তুগিজ যুবরাজ’ ইংল্যান্ড, স্পেন ও ইতালি জয়ের পর এখন সৌদি আরবে। সেখানেও থেমে নেই তাঁর পা জোড়া। করে চলেছেন একের পর এক গোল। ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। এবার নতুন আরেকটি রেকর্ডও গড়লেন সিআর সেভেন।
সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। ৩৫ গোল করে ভেঙে দিয়েছেন পাঁচ বছর আগের রেকর্ড। ২০১৯ মৌসুমে সৌদি লিগে আল নাসরের হয়ে ৩৪ গোল করেছিলেন আবদেররাজ্জাক হামদাল্লাহ। রোনালদোও সেই রেকর্ড ভাঙলেন একই ক্লাবের হয়ে। গত রাতে এবারের মৌসুমের শেষ রাউন্ডে তিনি জোড়া গোল করেছেন। প্রথমটি প্রথমার্ধের যোগ করা তৃতীয় মিনিটে, দ্বিতীয়টি ৬৯ মিনিটে। দ্বিতীয় গোলটি করেই হামদাল্লাহর রেকর্ড ভাঙেন রোনালদো।
আর এই রেকর্ড গড়ার পর রোনালদো জানিয়েছেন, রেকর্ডের পেছনে দৌড়ান না তিনি। নিজের অফিশিয়াল এক্সে লিখেছেন, ‘আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়।’
গত রাতে রিয়াদে আল ইতিহাসের বিপক্ষে আল নাসর জিতেছে ৪-২ গোলে। তবে এই ম্যাচে রেকর্ড গড়লেও ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে লিগ শেষ করতে হচ্ছ রোনালদোকে। এবারও সৌদি লিগ জেতা হলো না তাঁর। ২০২৩-২৪ মৌসুমের শিরোপা আগেই নিশ্চিত করেছে আল হিলাল।
পাকিস্তানের স্কোরবোর্ডে যখন ১৩৫ রান উঠল, তাদের ভক্ত-সমর্থকেরা জয়ের আশা হয়তো তেমন একটা করেননি। দুবাইয়ের পিচ যতই ধীর গতির হোক, এত কম রান ডিফেন্ড করতে পাকিস্তানকে করতে হতো বিশেষ কিছুই। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
২১ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এদিকে ভারত তো আগেই উঠে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে পরশু মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে আজ টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই যে দামামা বেজে গেছে। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে তিনটি রঙিন মাস্কট প্রকাশ করল ফিফা।
২ ঘণ্টা আগেবর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
৩ ঘণ্টা আগে