Ajker Patrika

‘আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়’ 

আপডেট : ২৮ মে ২০২৪, ১২: ১৭
‘আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়’ 

বয়স চলে ৩৯। এই বয়সে অনেক ফুটবলার অবসরজীবন যাপন শুরু করেন। বন্ধু-পরিবার নিয়ে ঘুরে বেড়ান। কেউ হয়তো শুরু করেন কোচিং ক্যারিয়ার। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো একেবারে ব্যতিক্রম। খেলে চলেছেন এখনো। মাতিয়ে চলেছেন যেখানেই যাচ্ছেন। 

ক্যারিয়ারের শুরু থেকেই তো এমন ব্যতিক্রম রোনালদো। ‘পর্তুগিজ যুবরাজ’ ইংল্যান্ড, স্পেন ও ইতালি জয়ের পর এখন সৌদি আরবে। সেখানেও থেমে নেই তাঁর পা জোড়া। করে চলেছেন একের পর এক গোল। ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। এবার নতুন আরেকটি রেকর্ডও গড়লেন সিআর সেভেন। 

সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। ৩৫ গোল করে ভেঙে দিয়েছেন পাঁচ বছর আগের রেকর্ড। ২০১৯ মৌসুমে সৌদি লিগে আল নাসরের হয়ে ৩৪ গোল করেছিলেন আবদেররাজ্জাক হামদাল্লাহ। রোনালদোও সেই রেকর্ড ভাঙলেন একই ক্লাবের হয়ে। গত রাতে এবারের মৌসুমের শেষ রাউন্ডে তিনি জোড়া গোল করেছেন। প্রথমটি প্রথমার্ধের যোগ করা তৃতীয় মিনিটে, দ্বিতীয়টি ৬৯ মিনিটে। দ্বিতীয় গোলটি করেই হামদাল্লাহর রেকর্ড ভাঙেন রোনালদো। 

আর এই রেকর্ড গড়ার পর রোনালদো জানিয়েছেন, রেকর্ডের পেছনে দৌড়ান না তিনি। নিজের অফিশিয়াল এক্সে লিখেছেন, ‘আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়।’ 

গত রাতে রিয়াদে আল ইতিহাসের বিপক্ষে আল নাসর জিতেছে ৪-২ গোলে। তবে এই ম্যাচে রেকর্ড গড়লেও ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে লিগ শেষ করতে হচ্ছ রোনালদোকে। এবারও সৌদি লিগ জেতা হলো না তাঁর। ২০২৩-২৪ মৌসুমের শিরোপা আগেই নিশ্চিত করেছে আল হিলাল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

হাফ হাতা পোশাক পরে নামাজ আদায় করা যাবে কি?

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত