মোটা অঙ্কের চুক্তিতে গত বছরের শেষে আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সৌদি আরবে প্রথম মৌসুমটা রোনালদোর কাছে হতাশার। আল নাসরের হয়ে কোনো শিরোপাই জেতা হয়নি পর্তুগিজ এই তারকা ফুটবলারের।
গতকালের ম্যাচের আগে সৌদি প্রো লিগে ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল আল নাসর। সমান ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল আল-ইত্তিহাদ। শিরোপা জিততে হলে আল নাসরের শেষ দুই ম্যাচ তো জিততে হতোই, একই সঙ্গে আল ইত্তিহাদের পয়েন্টও হারাতে হতো। এই সমীকরণ নিয়ে প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে গতকাল ইত্তিফাকের বিপক্ষে খেলতে নামে আল নাসর। তবে সেই যাত্রায় হোঁচট খেয়েছে তারা। ইত্তিফাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছেন রোনালদোরা। ৪৩ মিনিটে ইউসুফো নিয়াকিতির গোলে এগিয়ে যায় ইত্তিফাক। আর সমতায় ফেরানো গোল করেন আল নাসরের লুইজ গুস্তাভো। অন্যদিকে কিং সালমান স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল ফেইহাকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আল ইত্তিহাদ। তাতে নিশ্চিত হয়ে যায় ইত্তিহাদের ২০২২-২৩ মৌসুমের সৌদি প্রো লিগ।
রোনালদো যখন আসেন, তখন আল নাসরের সামনে সুযোগ ছিল ট্রেবল জেতার। সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ—এই তিন শিরোপা জয়ের সুযোগ ছিল। কিন্তু রোনালাদো জিততে পারেননি কিছুই। গতকাল সৌদি প্রো লিগ তো হাতছাড়া হয়েছেই। তার আগে কিংস কাপের কোয়ার্টার ফাইনালে আল ওয়েহদার কাছে ১-০ গোলে হেরে যায় আল নাসর। আর সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরে যান রোনালদোরা।
এখন পর্যন্ত আল-নাসরের হয়ে ১৯ ম্যাচ খেলেন রোনালদো। ১৯ ম্যাচে করেছেন ১৪ গোল এবং অ্যাসিস্ট করেছেন ২ গোলে। হ্যাটট্রিক করেছেন দুটি।
মোটা অঙ্কের চুক্তিতে গত বছরের শেষে আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সৌদি আরবে প্রথম মৌসুমটা রোনালদোর কাছে হতাশার। আল নাসরের হয়ে কোনো শিরোপাই জেতা হয়নি পর্তুগিজ এই তারকা ফুটবলারের।
গতকালের ম্যাচের আগে সৌদি প্রো লিগে ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল আল নাসর। সমান ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল আল-ইত্তিহাদ। শিরোপা জিততে হলে আল নাসরের শেষ দুই ম্যাচ তো জিততে হতোই, একই সঙ্গে আল ইত্তিহাদের পয়েন্টও হারাতে হতো। এই সমীকরণ নিয়ে প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে গতকাল ইত্তিফাকের বিপক্ষে খেলতে নামে আল নাসর। তবে সেই যাত্রায় হোঁচট খেয়েছে তারা। ইত্তিফাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছেন রোনালদোরা। ৪৩ মিনিটে ইউসুফো নিয়াকিতির গোলে এগিয়ে যায় ইত্তিফাক। আর সমতায় ফেরানো গোল করেন আল নাসরের লুইজ গুস্তাভো। অন্যদিকে কিং সালমান স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল ফেইহাকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আল ইত্তিহাদ। তাতে নিশ্চিত হয়ে যায় ইত্তিহাদের ২০২২-২৩ মৌসুমের সৌদি প্রো লিগ।
রোনালদো যখন আসেন, তখন আল নাসরের সামনে সুযোগ ছিল ট্রেবল জেতার। সৌদি প্রো লিগ, কিংস কাপ, সৌদি সুপার কাপ—এই তিন শিরোপা জয়ের সুযোগ ছিল। কিন্তু রোনালাদো জিততে পারেননি কিছুই। গতকাল সৌদি প্রো লিগ তো হাতছাড়া হয়েছেই। তার আগে কিংস কাপের কোয়ার্টার ফাইনালে আল ওয়েহদার কাছে ১-০ গোলে হেরে যায় আল নাসর। আর সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরে যান রোনালদোরা।
এখন পর্যন্ত আল-নাসরের হয়ে ১৯ ম্যাচ খেলেন রোনালদো। ১৯ ম্যাচে করেছেন ১৪ গোল এবং অ্যাসিস্ট করেছেন ২ গোলে। হ্যাটট্রিক করেছেন দুটি।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৭ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৮ ঘণ্টা আগে