আর্জেন্টিনা ফুটবল দলে এত মার্তিনেজের ছড়াছড়ি যে কারও পুরো নাম না বললে তাঁকে চেনা অসম্ভব। এমিলিয়ানো মার্তিনেজ, লাওতারো মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ—তিন মার্তিনেজ খেলেন তিন পজিশনে। তিন ফুটবলারই কোপা আমেরিকায় আর্জেন্টিনার রেকর্ড শিরোপা জয়ে অবদান রেখেছেন, যার মধ্যে ফাইনাল শেষে দুই মার্তিনেজের হাতে উঠেছে পুরস্কার।
মায়ামির হার্ড রকে আজ কলম্বিয়ার বিপক্ষে ফাইনালটা আর্জেন্টিনার জন্য ছিল শিরোপা ধরে রাখার মিশনও। টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়াকে হারানো যে সহজ হবে না, বিপক্ষে জয়টাও যে সহজ হবে না, সেটা আগেই বোঝা গিয়েছিল। শিরোপা নির্ধারণী ম্যাচ যখন পেনাল্টিতে গড়ানো সময়ের ব্যাপার, তখনই জয়সূচক গোল করেন লাওতারো মার্তিনেজ। ১১২ মিনিটে জিওভান্নি লো সেলসোর অ্যাসিস্ট থেকে মার্তিনেজ গোল করলে সুদূর ফ্লোরিডা থেকে ঢাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। ১-০ গোলের জয়ে শিরোপা ধরে রাখার পাশাপাশি এককভাবে সর্বোচ্চ ১৬তম কোপা জেতার রেকর্ড গড়ল আর্জেন্টিনা। সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট ও সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন লাওতারো ও এমিলিয়ানো মার্তিনেজ।
৬ ম্যাচে ৫ গোল করে এবারের কোপায় সর্বোচ্চ গোলদাতা লাওতারো মার্তিনেজ। পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা করেছে ৯ গোল। তবে টুর্নামেন্টে আর্জেন্টিনার জার্সিতে মাত্র দুই ম্যাচে শুরুর একাদশে খেলতে পেরেছেন তিনি। পুরো ৯০ মিনিট খেলার সুযোগ হয়েছে এক ম্যাচে। সেই ম্যাচটি পেরুর বিপক্ষে গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ। লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছিল সেই ম্যাচে।
বদলি হিসেবে চার ম্যাচ খেললেও দলে লাওতারোর ইমপ্যাক্ট অসাধারণ। গ্রুপ পর্বে কানাডা ও চিলির বিপক্ষে খেলার সুযোগ পেয়েছেন ১৪ ও ১৭ মিনিট। শেষ মুহূর্তে গোল করে তিনি ম্যাচের ব্যবধান গড়ে দেন। মায়ামিতে আজ ফাইনালে তাঁর অবদান তো অনস্বীকার্য। ৯৭ মিনিটে হুলিয়ান আলভারেজের বদলি হিসেবে নামানো হয় লাওতারোকে। সুযোগের সদ্ব্যবহার করলেন দারুণভাবে। আরেক মার্তিনেজ এমিলিয়ানো বাজপাখি তকমা পেয়ে গেছেন অনেক আগেই। এমিলিয়ানোকে ফাঁকি দিয়ে গোল করা যে প্রতিপক্ষ দলের জন্য অনেক কঠিন এক কাজ। মূল ম্যাচ তো বটেই, টাইব্রেকারে তিনি হয়ে ওঠেন ‘দুর্ভেদ্য দেয়াল’। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে দুটি নিশ্চিত গোল বাঁচিয়ে আর্জেন্টিনার জয়ে তাঁর অবদান অসামান্য।
টুর্নামেন্টে লাওতারোর পর আর্জেন্টিনার দ্বিতীয় সর্বোচ্চ ২ গোল করেছেন হুলিয়ান আলভারেজ। ১টি করে গোল করেছেন লিসান্দ্রো মার্তিনেজ ও মেসি। রক্ষণভাগে লিসান্দ্রো তো বরাবরই অসাধারণ।
২০২৪ কোপা আমেরিকায় কে কোন পুরস্কার পেলেন
পুরস্কার খেলোয়াড় দল
গোল্ডেন বুট লাওতারো মার্তিনেজ আর্জেন্টিনা
সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আর্জেন্টিনা
সেরা খেলোয়াড় হামেস রদ্রিগেজ কলম্বিয়া
আর্জেন্টিনা ফুটবল দলে এত মার্তিনেজের ছড়াছড়ি যে কারও পুরো নাম না বললে তাঁকে চেনা অসম্ভব। এমিলিয়ানো মার্তিনেজ, লাওতারো মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ—তিন মার্তিনেজ খেলেন তিন পজিশনে। তিন ফুটবলারই কোপা আমেরিকায় আর্জেন্টিনার রেকর্ড শিরোপা জয়ে অবদান রেখেছেন, যার মধ্যে ফাইনাল শেষে দুই মার্তিনেজের হাতে উঠেছে পুরস্কার।
মায়ামির হার্ড রকে আজ কলম্বিয়ার বিপক্ষে ফাইনালটা আর্জেন্টিনার জন্য ছিল শিরোপা ধরে রাখার মিশনও। টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়াকে হারানো যে সহজ হবে না, বিপক্ষে জয়টাও যে সহজ হবে না, সেটা আগেই বোঝা গিয়েছিল। শিরোপা নির্ধারণী ম্যাচ যখন পেনাল্টিতে গড়ানো সময়ের ব্যাপার, তখনই জয়সূচক গোল করেন লাওতারো মার্তিনেজ। ১১২ মিনিটে জিওভান্নি লো সেলসোর অ্যাসিস্ট থেকে মার্তিনেজ গোল করলে সুদূর ফ্লোরিডা থেকে ঢাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। ১-০ গোলের জয়ে শিরোপা ধরে রাখার পাশাপাশি এককভাবে সর্বোচ্চ ১৬তম কোপা জেতার রেকর্ড গড়ল আর্জেন্টিনা। সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট ও সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন লাওতারো ও এমিলিয়ানো মার্তিনেজ।
৬ ম্যাচে ৫ গোল করে এবারের কোপায় সর্বোচ্চ গোলদাতা লাওতারো মার্তিনেজ। পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা করেছে ৯ গোল। তবে টুর্নামেন্টে আর্জেন্টিনার জার্সিতে মাত্র দুই ম্যাচে শুরুর একাদশে খেলতে পেরেছেন তিনি। পুরো ৯০ মিনিট খেলার সুযোগ হয়েছে এক ম্যাচে। সেই ম্যাচটি পেরুর বিপক্ষে গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ। লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছিল সেই ম্যাচে।
বদলি হিসেবে চার ম্যাচ খেললেও দলে লাওতারোর ইমপ্যাক্ট অসাধারণ। গ্রুপ পর্বে কানাডা ও চিলির বিপক্ষে খেলার সুযোগ পেয়েছেন ১৪ ও ১৭ মিনিট। শেষ মুহূর্তে গোল করে তিনি ম্যাচের ব্যবধান গড়ে দেন। মায়ামিতে আজ ফাইনালে তাঁর অবদান তো অনস্বীকার্য। ৯৭ মিনিটে হুলিয়ান আলভারেজের বদলি হিসেবে নামানো হয় লাওতারোকে। সুযোগের সদ্ব্যবহার করলেন দারুণভাবে। আরেক মার্তিনেজ এমিলিয়ানো বাজপাখি তকমা পেয়ে গেছেন অনেক আগেই। এমিলিয়ানোকে ফাঁকি দিয়ে গোল করা যে প্রতিপক্ষ দলের জন্য অনেক কঠিন এক কাজ। মূল ম্যাচ তো বটেই, টাইব্রেকারে তিনি হয়ে ওঠেন ‘দুর্ভেদ্য দেয়াল’। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে দুটি নিশ্চিত গোল বাঁচিয়ে আর্জেন্টিনার জয়ে তাঁর অবদান অসামান্য।
টুর্নামেন্টে লাওতারোর পর আর্জেন্টিনার দ্বিতীয় সর্বোচ্চ ২ গোল করেছেন হুলিয়ান আলভারেজ। ১টি করে গোল করেছেন লিসান্দ্রো মার্তিনেজ ও মেসি। রক্ষণভাগে লিসান্দ্রো তো বরাবরই অসাধারণ।
২০২৪ কোপা আমেরিকায় কে কোন পুরস্কার পেলেন
পুরস্কার খেলোয়াড় দল
গোল্ডেন বুট লাওতারো মার্তিনেজ আর্জেন্টিনা
সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আর্জেন্টিনা
সেরা খেলোয়াড় হামেস রদ্রিগেজ কলম্বিয়া
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৯ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩১ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে