ক্রীড়া ডেস্ক
নিজের প্রশংসায় পঞ্চমুখ হতে অনেকবার দেখা গেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। সাহসী মন্তব্যের কারণে কখনো কখনো বিদ্রূপের শিকারও হতে হয়েছে তাঁকে। অবশ্য সেসব কখনো পাত্তা পায়নি তাঁর কাছে।
আজ বাদে কাল ৪০ বছর বয়সে পা রাখবেন রোনালদো। এর আগে স্প্যানিশ সংবাদমাধ্যম লা সেক্সটাকে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে সবচেয়ে পরিপূর্ণ ফুটবলারের স্বীকৃতি দিলেন তিনি। এর পেছনে কারণও তুলে ধরেন আল নাসরের এই ফুটবলার।
রোনালদো বলেন, ‘সত্যি বলতে আমার চেয়ে ভালো আমি কাউকে দেখিনি। বিশ্বাস করি, আমিই সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার। ফুটবলে সবকিছুই করতে পারি। হেডিংয়ে ভালো, ফ্রি-কিকেও খারাপ না। এমনকি বাঁ পায়েও ভালো শট নিতে পারি। আমি গতিময়, শক্তিশালী।’
ব্যক্তিগত পছন্দ যে সবার এক হয় না, সেটা জানা রয়েছে রোনালদোর। কিন্তু নিজের চেয়ে কাউকে সেরা মানতে নারাজ তিনি।
রোনালদো বলেন, ‘কারও মেসি, কারও পেলে কিংবা কারও ম্যারাডোনাকে ভালো লাগতে পারে। আমি সেটা বুঝি এবং শ্রদ্ধা করি। তবে রোনালদো পরিপূর্ণ নয়, এমনটি বললে মিথ্যা বলা হবে। আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।’
চল্লিশে চালশে—শব্দটি রোনালদোর সঙ্গে একদম বেমানান। গতকালও আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন তিনি। তবু বয়স তো আর আটকে রাখা যায় না। তা যা-ই হোক, এখনই যে ক্যারিয়ারের ইতি টানছেন না, সেটা সাফ জানিয়ে রাখলেন এই পর্তুগিজ তারকা।
রোনালদো বলেন, ‘চাইলে আজই খেলা ছাড়তে পারি এবং আমার আক্ষেপের কিছুই থাকবে না। কিন্তু সেটা লজ্জাজনক। কারণ, আমি এখনো খুবই ভালো। এখনো পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখি। আরও এক-দুই বছর করতে পারব। এ কারণেই আমি বর্তমানে থাকতে বেশি পছন্দ করি। দীর্ঘমেয়াদি কিছু ভাবি না।’
নিজের প্রশংসায় পঞ্চমুখ হতে অনেকবার দেখা গেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। সাহসী মন্তব্যের কারণে কখনো কখনো বিদ্রূপের শিকারও হতে হয়েছে তাঁকে। অবশ্য সেসব কখনো পাত্তা পায়নি তাঁর কাছে।
আজ বাদে কাল ৪০ বছর বয়সে পা রাখবেন রোনালদো। এর আগে স্প্যানিশ সংবাদমাধ্যম লা সেক্সটাকে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে সবচেয়ে পরিপূর্ণ ফুটবলারের স্বীকৃতি দিলেন তিনি। এর পেছনে কারণও তুলে ধরেন আল নাসরের এই ফুটবলার।
রোনালদো বলেন, ‘সত্যি বলতে আমার চেয়ে ভালো আমি কাউকে দেখিনি। বিশ্বাস করি, আমিই সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার। ফুটবলে সবকিছুই করতে পারি। হেডিংয়ে ভালো, ফ্রি-কিকেও খারাপ না। এমনকি বাঁ পায়েও ভালো শট নিতে পারি। আমি গতিময়, শক্তিশালী।’
ব্যক্তিগত পছন্দ যে সবার এক হয় না, সেটা জানা রয়েছে রোনালদোর। কিন্তু নিজের চেয়ে কাউকে সেরা মানতে নারাজ তিনি।
রোনালদো বলেন, ‘কারও মেসি, কারও পেলে কিংবা কারও ম্যারাডোনাকে ভালো লাগতে পারে। আমি সেটা বুঝি এবং শ্রদ্ধা করি। তবে রোনালদো পরিপূর্ণ নয়, এমনটি বললে মিথ্যা বলা হবে। আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।’
চল্লিশে চালশে—শব্দটি রোনালদোর সঙ্গে একদম বেমানান। গতকালও আল নাসরের হয়ে জোড়া গোল করেছেন তিনি। তবু বয়স তো আর আটকে রাখা যায় না। তা যা-ই হোক, এখনই যে ক্যারিয়ারের ইতি টানছেন না, সেটা সাফ জানিয়ে রাখলেন এই পর্তুগিজ তারকা।
রোনালদো বলেন, ‘চাইলে আজই খেলা ছাড়তে পারি এবং আমার আক্ষেপের কিছুই থাকবে না। কিন্তু সেটা লজ্জাজনক। কারণ, আমি এখনো খুবই ভালো। এখনো পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখি। আরও এক-দুই বছর করতে পারব। এ কারণেই আমি বর্তমানে থাকতে বেশি পছন্দ করি। দীর্ঘমেয়াদি কিছু ভাবি না।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে