পিছিয়ে থেকে ম্যাচ জয়ের ঘটনা এখন খুবই চেনা পরিচিত দৃশ্য। তবে গতকাল যেভাবে আল-নাসর জয় পেয়েছে, তা রূপকথার গল্পকেও হার মানানোর মতো। সতীর্থদের এভাবেই শেষ অবধি লড়ে যাওয়ার মানসিকতা ধরে রাখতে বললেন ক্রিস্টিয়ানো রোনালদো।
গতকাল কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল-নাসর ও আল-বাতিন। ম্যাচের ১৭ মিনিটে রেনজো লোপেজের গোলে এগিয়ে যায় আল-বাতিন। এরপর ম্যাচ যেভাবে এগোচ্ছিল, তাতে আল-নাসরের পরাজয় ছিল সময়ের ব্যাপার। ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল আল-নাসর। আর অতিরিক্ত সময়ের পর থেকেই আল-নাসরের প্রত্যাবর্তন শুরু। যোগ করা সময়ের ৩ মিনিটে আল-নাসরকে সমতায় ফেরান আব্দুর রহমান ঘারিব। ১২ মিনিটে মোহাম্মদ আল-ফাতিলের গোলে এগিয়ে যায় আল-নাসর। ১৪ মিনিটে আল-নাসরের তৃতীয় গোল করেন মোহাম্মদ মারান। শেষ পর্যন্ত আল-বাতিনের বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত এক জয় পায় আল-নাসর। আল-নাসরের এই অবিশ্বাস্য জয়ে ম্যাচ শেষে টুইটারে রোনালদো লিখেছেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখতে হবে। এগিয়ে যাও।’
অসাধারণ এই জয়ে সৌদি প্রো লিগে শীর্ষস্থান আরও একটু পাকাপোক্ত করল আল-নাসর। ১৯ ম্যাচ শেষে রোনালদোদের পয়েন্ট ৪৬। দুইয়ে থাকা আল–ইতিহাদের পয়েন্ট ৪৪।
পিছিয়ে থেকে ম্যাচ জয়ের ঘটনা এখন খুবই চেনা পরিচিত দৃশ্য। তবে গতকাল যেভাবে আল-নাসর জয় পেয়েছে, তা রূপকথার গল্পকেও হার মানানোর মতো। সতীর্থদের এভাবেই শেষ অবধি লড়ে যাওয়ার মানসিকতা ধরে রাখতে বললেন ক্রিস্টিয়ানো রোনালদো।
গতকাল কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল-নাসর ও আল-বাতিন। ম্যাচের ১৭ মিনিটে রেনজো লোপেজের গোলে এগিয়ে যায় আল-বাতিন। এরপর ম্যাচ যেভাবে এগোচ্ছিল, তাতে আল-নাসরের পরাজয় ছিল সময়ের ব্যাপার। ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল আল-নাসর। আর অতিরিক্ত সময়ের পর থেকেই আল-নাসরের প্রত্যাবর্তন শুরু। যোগ করা সময়ের ৩ মিনিটে আল-নাসরকে সমতায় ফেরান আব্দুর রহমান ঘারিব। ১২ মিনিটে মোহাম্মদ আল-ফাতিলের গোলে এগিয়ে যায় আল-নাসর। ১৪ মিনিটে আল-নাসরের তৃতীয় গোল করেন মোহাম্মদ মারান। শেষ পর্যন্ত আল-বাতিনের বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত এক জয় পায় আল-নাসর। আল-নাসরের এই অবিশ্বাস্য জয়ে ম্যাচ শেষে টুইটারে রোনালদো লিখেছেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখতে হবে। এগিয়ে যাও।’
অসাধারণ এই জয়ে সৌদি প্রো লিগে শীর্ষস্থান আরও একটু পাকাপোক্ত করল আল-নাসর। ১৯ ম্যাচ শেষে রোনালদোদের পয়েন্ট ৪৬। দুইয়ে থাকা আল–ইতিহাদের পয়েন্ট ৪৪।
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
৩ ঘণ্টা আগে১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
৪ ঘণ্টা আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
৫ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
৬ ঘণ্টা আগে