ক্রিস্টিয়ানো রোনালদো-ডেভিড দি হিয়াদের আয়েশি-উচ্চাভিলাষী জীবনের তাহলে ইতি ঘটতে চলেছে। রালফ রাংনিক যে ওল্ড ট্রাফোর্ডের উদ্দেশে রওনা দিয়েছেন!
ভিসা জটিলতায় ইংল্যান্ডে পা রাখতে কিছুটা দেরি হচ্ছিল রাংনিকের। তবে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের খুশির খবর, সব জটিলতা কেটে গেছে। ইংল্যান্ডে কাজের অনুমতিও (ওয়ার্ক পারমিট) পেয়ে গেছেন রাংনিক। রেড ডেভিলদের দায়িত্ব নিতে আর কোনো বাধা রইল না গেগেনপ্রেসিংয়ের ‘গডফাদার’ খ্যাত এই কোচের।
সব ঠিক থাকলে সোমবার ক্রিস্টাল প্যালেস ম্যাচ দিয়ে ম্যানইউয়ের হেড কোচ হিসেবে অভিষেক হবে ৬৩ বছর বয়সী রাংনিক। তার আগে আগামীকাল আর্সেনালের বিপক্ষে অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের অধীনের শেষ বার মাঠে নামবেন রোনালদোরা।
তবে ‘ভীষণ কড়া’ রাংনিকের ওল্ড ট্রাফোর্ডে আসার খবরে এরই মধ্যে টিম হোটেলে উঠেছে পুরো দল। রোনালদোদের নতুন গুরু যে শৃঙ্খলে এক চুলও ছাড় না দেন না, সেটি ভালো করেই জানা সবার। তাঁকে খুশি করতে কোটি টাকার কার গ্যারেজে রেখে টিম বাসে চড়ে হোটেলে এসেছেন রোনালদোও।
এত দিন নিজেদের ডেরা ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ থাকলে কয়েক ভাগে ভাগ হয়ে হোটেলে উঠতেন ম্যানইউয়ের খেলোয়াড়েরা। কেউ কেউ আসতেন ব্যক্তিগত গাড়ি নিয়ে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান তাদের প্রতিবেদনে লিখেছে, আগামীকাল আর্সেনালের বিপক্ষে ডাগআউটে না দাঁড়ালেও ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে বসে ম্যাচ দেখবেন রাংনিক। এ ম্যাচে নতুন শিষ্যদের পারফরম্যান্স দেখেই পরের ম্যাচের পরিকল্পনা সাজাবেন তিনি।
রোনালদোর ভেলায় চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠলেও প্রিমিয়ার লিগে ম্যানইউ একেবারেই ছন্নছাড়া। ১৮ পয়েন্ট নিয়ে তালিকার দশে আছে তারা। ৫ পয়েন্ট বেশি নিয়ে পাঁচে অবস্থান করছে গানাররা।
আগামীকাল ক্যারিক তাঁর শেষ অ্যাসাইনমেন্টে দলকে জেতাতে পারলে ছয়ে উঠে আসবে ম্যানইউ। পূর্ণ পয়েন্ট তুলে নিতে রোনালদোতেই আস্থা রাখছেন ক্যারিক। শুধু তাই নয়, ৩৬ বছর বয়সেও রোনালদো রাংনিকের হাই-প্রেসিং কৌশলের সঙ্গে মানিয়ে নেবেন বলে বিশ্বাস তাঁর, ‘বছরের পর বছর সে একই ছন্দে খেলে চলেছে। যে দলেই খেলেছে, গোল পেয়েছে। আলাদা কোচের অধীনে খেলার ধরনে পরিবর্তন এলেও ওর সাফল্য পেতে সমস্যা হয়নি। কোনো সন্দেহ নেই (রাংনিকের অধীনেও) সে গোল করতেই থাকবে।’
‘বুড়ো’ বয়সে এসে রোনালদো পারবেন তো নিজেকে নতুন করে চেনাতে? অবশ্য রাংনিককে খুশি করার প্রক্রিয়া শুরু করে দেওয়ায় সিআরসেভেনের ওপর চোখ বন্ধ করে আস্থা রাখাই যায়।
ক্রিস্টিয়ানো রোনালদো-ডেভিড দি হিয়াদের আয়েশি-উচ্চাভিলাষী জীবনের তাহলে ইতি ঘটতে চলেছে। রালফ রাংনিক যে ওল্ড ট্রাফোর্ডের উদ্দেশে রওনা দিয়েছেন!
ভিসা জটিলতায় ইংল্যান্ডে পা রাখতে কিছুটা দেরি হচ্ছিল রাংনিকের। তবে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের খুশির খবর, সব জটিলতা কেটে গেছে। ইংল্যান্ডে কাজের অনুমতিও (ওয়ার্ক পারমিট) পেয়ে গেছেন রাংনিক। রেড ডেভিলদের দায়িত্ব নিতে আর কোনো বাধা রইল না গেগেনপ্রেসিংয়ের ‘গডফাদার’ খ্যাত এই কোচের।
সব ঠিক থাকলে সোমবার ক্রিস্টাল প্যালেস ম্যাচ দিয়ে ম্যানইউয়ের হেড কোচ হিসেবে অভিষেক হবে ৬৩ বছর বয়সী রাংনিক। তার আগে আগামীকাল আর্সেনালের বিপক্ষে অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের অধীনের শেষ বার মাঠে নামবেন রোনালদোরা।
তবে ‘ভীষণ কড়া’ রাংনিকের ওল্ড ট্রাফোর্ডে আসার খবরে এরই মধ্যে টিম হোটেলে উঠেছে পুরো দল। রোনালদোদের নতুন গুরু যে শৃঙ্খলে এক চুলও ছাড় না দেন না, সেটি ভালো করেই জানা সবার। তাঁকে খুশি করতে কোটি টাকার কার গ্যারেজে রেখে টিম বাসে চড়ে হোটেলে এসেছেন রোনালদোও।
এত দিন নিজেদের ডেরা ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ থাকলে কয়েক ভাগে ভাগ হয়ে হোটেলে উঠতেন ম্যানইউয়ের খেলোয়াড়েরা। কেউ কেউ আসতেন ব্যক্তিগত গাড়ি নিয়ে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান তাদের প্রতিবেদনে লিখেছে, আগামীকাল আর্সেনালের বিপক্ষে ডাগআউটে না দাঁড়ালেও ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে বসে ম্যাচ দেখবেন রাংনিক। এ ম্যাচে নতুন শিষ্যদের পারফরম্যান্স দেখেই পরের ম্যাচের পরিকল্পনা সাজাবেন তিনি।
রোনালদোর ভেলায় চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠলেও প্রিমিয়ার লিগে ম্যানইউ একেবারেই ছন্নছাড়া। ১৮ পয়েন্ট নিয়ে তালিকার দশে আছে তারা। ৫ পয়েন্ট বেশি নিয়ে পাঁচে অবস্থান করছে গানাররা।
আগামীকাল ক্যারিক তাঁর শেষ অ্যাসাইনমেন্টে দলকে জেতাতে পারলে ছয়ে উঠে আসবে ম্যানইউ। পূর্ণ পয়েন্ট তুলে নিতে রোনালদোতেই আস্থা রাখছেন ক্যারিক। শুধু তাই নয়, ৩৬ বছর বয়সেও রোনালদো রাংনিকের হাই-প্রেসিং কৌশলের সঙ্গে মানিয়ে নেবেন বলে বিশ্বাস তাঁর, ‘বছরের পর বছর সে একই ছন্দে খেলে চলেছে। যে দলেই খেলেছে, গোল পেয়েছে। আলাদা কোচের অধীনে খেলার ধরনে পরিবর্তন এলেও ওর সাফল্য পেতে সমস্যা হয়নি। কোনো সন্দেহ নেই (রাংনিকের অধীনেও) সে গোল করতেই থাকবে।’
‘বুড়ো’ বয়সে এসে রোনালদো পারবেন তো নিজেকে নতুন করে চেনাতে? অবশ্য রাংনিককে খুশি করার প্রক্রিয়া শুরু করে দেওয়ায় সিআরসেভেনের ওপর চোখ বন্ধ করে আস্থা রাখাই যায়।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
২৯ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে শুধু দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল)। খেলোয়াড়ি জীবনে শিরোপা, রেকর্ড—কোনো কিছুরই তো অভাব নেই তাঁর। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির এবার একটি রেকর্ড ভাঙলেন কুইন্টন ডি কক।
২ ঘণ্টা আগেনারীদের বয়সভিত্তিক বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে সাথিরা জাকির জেসির। এশিয়া কাপ, আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন। এবার তিনি আম্পায়ার হিসেবে কাজ করবেন আইসিসির মূল ইভেন্টেও।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলার অপেক্ষা বেড়েই চলেছে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। দুজনেই সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তাঁরা (বাবর-রিজওয়ান)।
৪ ঘণ্টা আগে