Ajker Patrika

রোনালদোর চুক্তি বাতিল করছে ম্যানচেস্টার ইউনাইটেড!

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১১: ৫০
রোনালদোর চুক্তি বাতিল করছে ম্যানচেস্টার ইউনাইটেড!

ম্যানচেস্টার ইউনাইটেডের দিকে অভিযোগের আঙুল তুলে যেন বেশ বিপদেই পড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোকে নিয়ে এবার কঠোর অবস্থানে ইউনাইটেড। এই তারকা ফুটবলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে ইংলিশ এই ক্লাব। 

কদিন আগে ইউনাইটেডের ব্যাপারে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়েছিলেন রোনালদো। এরিক টেন হাগ, ওয়েন রুনি, গ্যারি নেভিলদের নিয়ে করেছিলেন বিস্ফোরক মন্তব্য।

মালিকপক্ষ গ্লেজার্সেরও সমালোচনা করতে ছাড়েননি এই ফরোয়ার্ড। নেভিল তো রোনালদোর সঙ্গে ইউনাইটেডের চুক্তি বাতিলের দাবি পর্যন্ত তুলেছিলেন। 

নেভিলের এই কথারই যেন বাস্তব প্রয়োগ হতে যাচ্ছে। বেশ কিছু গণমাধ্যমে রোনালদোর বিরুদ্ধে ইউনাইটেডের পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে। এক বিবৃতিতে ক্লাবটি গতকাল জানিয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদোর কয়েক দিন আগে মিডিয়া সাক্ষাৎকারের ব্যাপারে আজ সকালে ম্যানচেস্টার ইউনাইটেড বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনো মন্তব্য করতে চাইছি না।

ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচ খেলে ১৪৫ গোল করেছেন রোনালদো, অ্যাসিস্ট করেছেন ৬৪ গোলে। রেড ডেভিলদের হয়ে তিনবার প্রিমিয়ার লিগ, দুটো লিগ কাপ, একবার করে এফএ কাপ এবং একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পর্তুগিজ এই উইঙ্গার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত