Ajker Patrika

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বলের মূল্য প্রায় ৩৫ কোটি টাকা!

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৪: ৪৬
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বলের মূল্য প্রায় ৩৫ কোটি টাকা!

‘মানুষ বাঁচে তাঁর কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়’—প্রয়াত ফুটবলার দিয়েগো ম্যারাডোনার সঙ্গেই যেন কথাটা ভালোভাবে মেলে। ম্যারাডোনার মৃত্যুর প্রায় দুই বছর হতে চলেছে। তবে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তাঁর সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলের গল্প এখনো শোনা যায়। ৩৬ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে এই গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার এই বলকে তোলা হচ্ছে নিলামে, যার মূল্য হতে পারে প্রায় ৩৫ কোটি টাকা।

বর্তমানে তিউনিসিয়ার সাবেক রেফারি আলি বিন নাসেরের কাছে বলটি আছে। ইংল্যান্ড-আর্জেন্টিনার সেই বিখ্যাত ম্যাচে রেফারি ছিলেন তিনি। আগামী ১৬ নভেম্বর বলটিকে নিলামে তোলা হবে। ধারণা করা হচ্ছে, বলটির দাম হতে পারে ২.৫ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি ২৮ কোটি ৮০ লাখ টাকা)  থেকে ৩ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি ৩৪ কোটি ৫১ লাখ টাকা)। তিউনিসিয়ার এই রেফারি বলেন,  ‘এই বল আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের অংশ। বিশ্বকে দেখানোর এটা উপযুক্ত সময়। আশা করছি, ক্রেতা এটা প্রদর্শনীতে রাখবে অথবা ভক্তদের সঙ্গে অন্যভাবে শেয়ার করবে।’ 

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। মেক্সিকো সিটির অ্যাজটেক স্টেডিয়ামে দুটো গোলই করেছিলেন ম্যারাডোনা। তার প্রথমটি ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত। অন্যটি ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে। সেই বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছিল লা আলবিসেলেস্তেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত