ক্রীড়া ডেস্ক
আল আখদৌদের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো খেলেননি। তবে রোনালদোহীন এই আল নাসর গতকাল ছিল অনেক ভয়ংকর। সৌদি প্রো লিগে গত রাতে ৯-০ গোলে জিতেছে আল নাসর। সৌদি ক্লাবটি নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের কীর্তি গড়ল এমন বিধ্বংসী পারফরম্যান্সে।
সৌদি প্রো লিগে রোনালদোর আল নাসরের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেকটাই শেষ। এবার তাদের লড়াইটা সেরা তিনে থেকে এএফসি চ্যাম্পিয়নস লিগে জায়গা পোক্ত করা। আল আখদৌদকে ৯-০ গোলে হারিয়ে ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে এখন আল নাসর। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা আল ইত্তিহাদ ও আল হিলালের পয়েন্ট ৭৪ ও ৬৮। চারে থাকা আল কাদসিয়ার পয়েন্ট ৬২। প্রত্যেকেই ৩১টি করে ম্যাচ খেলেছে। সৌদি প্রো লিগের সবার হাতেই এখন তিনটি করে ম্যাচ।
প্রিন্স হাথলুল বিন আব্দুলআজিজ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গত রাতে সৌদি প্রো লিগে মুখোমুখি হয়েছিল আল আখদৌদ ও আল নাসর। ১৬ মিনিটে আয়মান ইয়াহা গোল করে এগিয়ে নেন আল নাসরকে। দলের দ্বিতীয় গোল ২০ মিনিটে করেন জন দুরান। ২৭ মিনিটে মার্সেলো ব্রোজোভিচের পা থেকে আসে তৃতীয় গোল। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করেন সাদিও মানে। ৪-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রোনালদোহীন আল নাসর।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে আল নাসর। ৫২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন দুরান। ৫-০ গোলে এগিয়ে থাকা আল নাসর পরের ১২ মিনিটে স্কোরলাইন নিয়ে যায় ৭-০ গোলে। ৫৯ ও ৬৪ মিনিটে দুই গোল করে মানে পূর্ণ করেন হ্যাটট্রিক। তবে কাল মানেকে যে গোলের নেশা পেয়ে বসে ভালোভাবেই। ৭৪ মিনিটে চতুর্থ গোল করেন সেনেগালের এই ফরোয়ার্ড। আর ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে গোল করেন মোহামেদ মারান।
আল আখদৌদের ঘরের মাঠে নিজেদের সর্বোচ্চ গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এর আগে আল নাসরের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড ছিল ৮-০ গোলের। সৌদি প্রো লিগে গত বছরের ২ এপ্রিল আবহার বিপক্ষে এই জয় পেয়েছিল আল নাসর।
ক্লান্তির কারণে রোনালদো গতকাল খেলতে পারেননি বলে জানা গেছে। আল নাসরের জার্সিতে ২০২৪-২৫ মৌসুমে সব মিলিয়ে ৩৯ ম্যাচ খেলেছেন তিনি। ৩৩ গোলের পাশাপাশি ৪ গোলে অ্যাসিস্ট করেন পর্তুগিজ ফরোয়ার্ড।
আল আখদৌদের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো খেলেননি। তবে রোনালদোহীন এই আল নাসর গতকাল ছিল অনেক ভয়ংকর। সৌদি প্রো লিগে গত রাতে ৯-০ গোলে জিতেছে আল নাসর। সৌদি ক্লাবটি নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের কীর্তি গড়ল এমন বিধ্বংসী পারফরম্যান্সে।
সৌদি প্রো লিগে রোনালদোর আল নাসরের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেকটাই শেষ। এবার তাদের লড়াইটা সেরা তিনে থেকে এএফসি চ্যাম্পিয়নস লিগে জায়গা পোক্ত করা। আল আখদৌদকে ৯-০ গোলে হারিয়ে ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে এখন আল নাসর। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা আল ইত্তিহাদ ও আল হিলালের পয়েন্ট ৭৪ ও ৬৮। চারে থাকা আল কাদসিয়ার পয়েন্ট ৬২। প্রত্যেকেই ৩১টি করে ম্যাচ খেলেছে। সৌদি প্রো লিগের সবার হাতেই এখন তিনটি করে ম্যাচ।
প্রিন্স হাথলুল বিন আব্দুলআজিজ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গত রাতে সৌদি প্রো লিগে মুখোমুখি হয়েছিল আল আখদৌদ ও আল নাসর। ১৬ মিনিটে আয়মান ইয়াহা গোল করে এগিয়ে নেন আল নাসরকে। দলের দ্বিতীয় গোল ২০ মিনিটে করেন জন দুরান। ২৭ মিনিটে মার্সেলো ব্রোজোভিচের পা থেকে আসে তৃতীয় গোল। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করেন সাদিও মানে। ৪-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রোনালদোহীন আল নাসর।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে আল নাসর। ৫২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন দুরান। ৫-০ গোলে এগিয়ে থাকা আল নাসর পরের ১২ মিনিটে স্কোরলাইন নিয়ে যায় ৭-০ গোলে। ৫৯ ও ৬৪ মিনিটে দুই গোল করে মানে পূর্ণ করেন হ্যাটট্রিক। তবে কাল মানেকে যে গোলের নেশা পেয়ে বসে ভালোভাবেই। ৭৪ মিনিটে চতুর্থ গোল করেন সেনেগালের এই ফরোয়ার্ড। আর ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে গোল করেন মোহামেদ মারান।
আল আখদৌদের ঘরের মাঠে নিজেদের সর্বোচ্চ গোল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এর আগে আল নাসরের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড ছিল ৮-০ গোলের। সৌদি প্রো লিগে গত বছরের ২ এপ্রিল আবহার বিপক্ষে এই জয় পেয়েছিল আল নাসর।
ক্লান্তির কারণে রোনালদো গতকাল খেলতে পারেননি বলে জানা গেছে। আল নাসরের জার্সিতে ২০২৪-২৫ মৌসুমে সব মিলিয়ে ৩৯ ম্যাচ খেলেছেন তিনি। ৩৩ গোলের পাশাপাশি ৪ গোলে অ্যাসিস্ট করেন পর্তুগিজ ফরোয়ার্ড।
প্রীতি ম্যাচ খেলতে গত বছর হংকংয়ে এসেছিল ইন্টার মায়ামি। লিওনেল মেসিকে সরাসরি খেলতে দেখার সুযোগ তো বারবার আসে না। ম্যাচটি নিয়ে তাই তুমুল আগ্রহ ছিল হংকংয়ের মানুষের। কিন্তু মাঠে না নেমে মেসি শুধু বেঞ্চ গরম করেন। ফলে জনশত্রুতে পরিণত হন তিনি। আজ সেখানেই মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট থেকে ফিক্সিং ও দুর্নীতি মুক্ত করতে কাজ শুরু করে দিয়েছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল। গতকাল রাজধানীর এক হোটেলে বাংলাদেশের ক্রিকেটার, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ও কর্মকর্তাদের সামনে নিজের কর্মপরিকল্পনা
৪ ঘণ্টা আগেজয়ে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আজ ২২ রানে হারিয়েছে নর্দান টেরিটরি স্ট্রাইককে। বাংলাদেশের ১৭২ রানের জবাবে নর্দান টেরিটরি স্ট্রাইক ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১৫০ রানের বেশি তুলতে পারেনি।
৭ ঘণ্টা আগে২৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খুব খারাপ ছিল না। ট্রাভিস হেডকে নিয়ে অধিনায়ক মিচেল মার্শ ৭ ওভারেই তুলে ফেলেছিলেন ৬০ রান। কিন্তু এরপরই ‘মিনি’ মোড়ক অস্ট্রেলিয়ার ইনিংসে। ৬০ থেকে ৬৯—এই ২৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে ৬ উইকেট! যার ৫টিই নেন কেশব মহারাজ।
৮ ঘণ্টা আগে