বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে দুর্দান্ত পারফরম্যান্স করেন কিলিয়ান এমবাপ্পে। তবে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) সেমিফাইনালে তোলার পর আবার নিষ্প্রভ এমবাপ্পে। তাঁর নিষ্প্রভ থাকার রাতে সিগন্যাল ইদুনা পার্কে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে পিএসজি হেরেছে সেমির প্রথম লেগে। হারের পর গত রাত মিস করলেন দলের বাস।
ম্যাচ শেষে সাধারণত যেকোনো দলেরই বাস খেলোয়াড়দের জন্য অপেক্ষা করে স্টেডিয়াম ছেড়ে চলে যায়। তবে গত রাতে এমবাপ্পে পিএসজির টিম বাস ধরতে পারেননি। ড্রাগ টেস্টের কারণে দলের বাস মিস করেছেন বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়েন। সংবাদমাধ্যমটির প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, কিলিয়ান এমবাপ্পেকে রেখে পিএসজি বাস বিভিবি ডর্টমুন্ড স্টেডিয়াম ছেড়ে বিমানবন্দরে চলে গেছে। ম্যাচ শেষে অ্যান্টি ডোপিং টেস্টের কারণে তাঁকে থেকে যেতে হয়েছে। ব্যক্তিগত গাড়িতে চড়ে সতীর্থদের সঙ্গে তাঁর দেখা করার কথা।
সেমির প্রথম লেগে গত রাতে সমানে সমানে লড়াই হয় ডর্টমুন্ড-পিএসজির। বলের দখল বেশি রাখে পিএসজি। ৫৮ শতাংশ বল দখলে প্রতিপক্ষের লক্ষ্যে প্যারিসিয়ানরা নেয় ৩ শট। অন্যদিকে ডর্টমুন্ড ৪১ শতাংশ বল দখল রেখে ৪ শট করে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে যায় পিএসজি। ম্যাচের একমাত্র গোল ৩৬ মিনিটে করেন নিকোলাস ফুলক্রগ।
এক গোলের ব্যবধান বলেই হয়তো পিএসজি কোচ লুইস এনরিকের চিন্তা কম। ম্যাচ শেষে সাংবাদিকদের এনরিকে বলেন, ‘কেউ কখনো বলেনি যে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে সহজ ম্যাচ হতে যাচ্ছে। ড্রেসিংরুমে ছেলেরা ভেঙে পড়েছে। আমরা একবার সুযোগ পেয়েছিলাম, যেখানে বল দুইবার পোস্টে আঘাত করে। আপনাকে মানতে হবে, এটা ব্যতিক্রমী এক স্টেডিয়াম। তবে আমি নিশ্চিত যে প্যারিসে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াব। আমাদের হারানোর কিছু নেই।’ ৭ মে পার্ক দে প্রিন্সেসে সেমির দ্বিতীয় লেগে মুখোমুখি হবে পিএসজি-ডর্টমুন্ড।
বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে দুর্দান্ত পারফরম্যান্স করেন কিলিয়ান এমবাপ্পে। তবে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) সেমিফাইনালে তোলার পর আবার নিষ্প্রভ এমবাপ্পে। তাঁর নিষ্প্রভ থাকার রাতে সিগন্যাল ইদুনা পার্কে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে পিএসজি হেরেছে সেমির প্রথম লেগে। হারের পর গত রাত মিস করলেন দলের বাস।
ম্যাচ শেষে সাধারণত যেকোনো দলেরই বাস খেলোয়াড়দের জন্য অপেক্ষা করে স্টেডিয়াম ছেড়ে চলে যায়। তবে গত রাতে এমবাপ্পে পিএসজির টিম বাস ধরতে পারেননি। ড্রাগ টেস্টের কারণে দলের বাস মিস করেছেন বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়েন। সংবাদমাধ্যমটির প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, কিলিয়ান এমবাপ্পেকে রেখে পিএসজি বাস বিভিবি ডর্টমুন্ড স্টেডিয়াম ছেড়ে বিমানবন্দরে চলে গেছে। ম্যাচ শেষে অ্যান্টি ডোপিং টেস্টের কারণে তাঁকে থেকে যেতে হয়েছে। ব্যক্তিগত গাড়িতে চড়ে সতীর্থদের সঙ্গে তাঁর দেখা করার কথা।
সেমির প্রথম লেগে গত রাতে সমানে সমানে লড়াই হয় ডর্টমুন্ড-পিএসজির। বলের দখল বেশি রাখে পিএসজি। ৫৮ শতাংশ বল দখলে প্রতিপক্ষের লক্ষ্যে প্যারিসিয়ানরা নেয় ৩ শট। অন্যদিকে ডর্টমুন্ড ৪১ শতাংশ বল দখল রেখে ৪ শট করে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে যায় পিএসজি। ম্যাচের একমাত্র গোল ৩৬ মিনিটে করেন নিকোলাস ফুলক্রগ।
এক গোলের ব্যবধান বলেই হয়তো পিএসজি কোচ লুইস এনরিকের চিন্তা কম। ম্যাচ শেষে সাংবাদিকদের এনরিকে বলেন, ‘কেউ কখনো বলেনি যে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে সহজ ম্যাচ হতে যাচ্ছে। ড্রেসিংরুমে ছেলেরা ভেঙে পড়েছে। আমরা একবার সুযোগ পেয়েছিলাম, যেখানে বল দুইবার পোস্টে আঘাত করে। আপনাকে মানতে হবে, এটা ব্যতিক্রমী এক স্টেডিয়াম। তবে আমি নিশ্চিত যে প্যারিসে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াব। আমাদের হারানোর কিছু নেই।’ ৭ মে পার্ক দে প্রিন্সেসে সেমির দ্বিতীয় লেগে মুখোমুখি হবে পিএসজি-ডর্টমুন্ড।
বিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
১০ মিনিট আগে২০২৪-এর আগস্টে ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন নাজমুল হাসান পাপন। তখনই সেই চেয়ারে বসেন ফারুক আহমেদ। তবে তাঁর মেয়াদও বেশি দিন নেই। সভাপতি হতে হলে ফারুককেও বোর্ড পরিচালক হয়ে নির্বাচনে অংশ নিতে হবে।
৪১ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে নামছে বার্সেলোনা-ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিজ স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। আর রাতে পিএসএলে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সের...
১ ঘণ্টা আগেজিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
২ ঘণ্টা আগে