নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেতন বৃদ্ধি, উন্নত ক্রীড়া সরঞ্জাম, পুষ্টিকর খাবার, ম্যাচ ফি, উৎসব বোনাসসহ ছয় দফা দাবি ছিল নারী ফুটবলারদের। সব শর্ত পূরণ না হলে এশিয়ান গেমসের ক্যাম্প বর্জনের মুখে অবশেষে গতকাল নারী ফুটবলারদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে বাফুফে। প্রথমবারের মতো এই চুক্তিতে ফুটবলারদের যেমন দাবি মেনে নিয়েছে ফেডারেশন, তেমনি পরিয়ে দিয়েছে শৃঙ্খলার শিকলও।
বাফুফের এই চুক্তির আওতায় এসেছেন ৩১ ফুটবলার। আগে অনানুষ্ঠানিকভাবে ৩৪ ফুটবলারকে মাসিক পারিশ্রমিক দিত বাফুফে। নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন পেতেন মাসিক ২০ হাজার টাকা করে। জাতীয় দলের অন্য ফুটবলাররা পেতেন ১০ হাজার টাকা। বয়সভিত্তিক ফুটবলারদের জন্য বরাদ্দ ছিল ৪, ৬ কিংবা ৮ হাজার টাকার মতো। আগামী ১ সেপ্টেম্বর থেকে সাবিনাসহ ১৫ ফুটবলার পাবেন মাসিক ৫০ হাজার টাকা করে। ১০ ফুটবলারের বেতন হবে ৩০ হাজার টাকা।
চুক্তির বাকি ৪ ফুটবলার পাবেন ২০ হাজার টাকা, দুজনের বেতন ধরা হয়েছে ১৫ হাজার টাকা। নিজেদের পৃষ্ঠপোষক ও বার্ষিক ফিফা ফান্ড থেকে এ অর্থের জোগান হবে বলে দাবি সালাউদ্দিনের। চুক্তির মেয়াদ ধরা হয়েছে ৬ মাস। আজ নিজেই নতুন চুক্তি ও বেতনের ঘোষণা দিয়েছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
কে কত পাবেন এখন
৫০ হাজার টাকা
সাবিনা খাতুন, রুপনা চাকমা, মাসুরা, শামসুন্নাহার, শিউলি আজিম, নিলুফা নিলা, আনাই মুগিনি, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, রিতুপর্ণা চাকমা, সানজিদা আক্তার, মার্জিয়া, কৃষ্ণা রানী সরকার ও তহুরা খাতুন।
৩০ হাজার টাকা
সোহাগি কিসকু, স্বপ্না রানী, আফিদা খন্দকার, শাহেদা আক্তার, স্বর্ণা রানী, আকলিমা খাতুন, সুরমা জান্নাত, সাথী বিশ্বাস, মাতসুসিমা সুমাইয়া ও উন্নতি খাতুন।
২০ হাজার টাকা
হালিমা আক্তার, কোহাতি কিসকু, নাসরিন আক্তার ও ইতি খাতুন।
১৫ হাজার টাকা
মিস রুপা ও আইরিন খাতুন।
বেতন বৃদ্ধি, উন্নত ক্রীড়া সরঞ্জাম, পুষ্টিকর খাবার, ম্যাচ ফি, উৎসব বোনাসসহ ছয় দফা দাবি ছিল নারী ফুটবলারদের। সব শর্ত পূরণ না হলে এশিয়ান গেমসের ক্যাম্প বর্জনের মুখে অবশেষে গতকাল নারী ফুটবলারদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে বাফুফে। প্রথমবারের মতো এই চুক্তিতে ফুটবলারদের যেমন দাবি মেনে নিয়েছে ফেডারেশন, তেমনি পরিয়ে দিয়েছে শৃঙ্খলার শিকলও।
বাফুফের এই চুক্তির আওতায় এসেছেন ৩১ ফুটবলার। আগে অনানুষ্ঠানিকভাবে ৩৪ ফুটবলারকে মাসিক পারিশ্রমিক দিত বাফুফে। নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন পেতেন মাসিক ২০ হাজার টাকা করে। জাতীয় দলের অন্য ফুটবলাররা পেতেন ১০ হাজার টাকা। বয়সভিত্তিক ফুটবলারদের জন্য বরাদ্দ ছিল ৪, ৬ কিংবা ৮ হাজার টাকার মতো। আগামী ১ সেপ্টেম্বর থেকে সাবিনাসহ ১৫ ফুটবলার পাবেন মাসিক ৫০ হাজার টাকা করে। ১০ ফুটবলারের বেতন হবে ৩০ হাজার টাকা।
চুক্তির বাকি ৪ ফুটবলার পাবেন ২০ হাজার টাকা, দুজনের বেতন ধরা হয়েছে ১৫ হাজার টাকা। নিজেদের পৃষ্ঠপোষক ও বার্ষিক ফিফা ফান্ড থেকে এ অর্থের জোগান হবে বলে দাবি সালাউদ্দিনের। চুক্তির মেয়াদ ধরা হয়েছে ৬ মাস। আজ নিজেই নতুন চুক্তি ও বেতনের ঘোষণা দিয়েছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
কে কত পাবেন এখন
৫০ হাজার টাকা
সাবিনা খাতুন, রুপনা চাকমা, মাসুরা, শামসুন্নাহার, শিউলি আজিম, নিলুফা নিলা, আনাই মুগিনি, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, রিতুপর্ণা চাকমা, সানজিদা আক্তার, মার্জিয়া, কৃষ্ণা রানী সরকার ও তহুরা খাতুন।
৩০ হাজার টাকা
সোহাগি কিসকু, স্বপ্না রানী, আফিদা খন্দকার, শাহেদা আক্তার, স্বর্ণা রানী, আকলিমা খাতুন, সুরমা জান্নাত, সাথী বিশ্বাস, মাতসুসিমা সুমাইয়া ও উন্নতি খাতুন।
২০ হাজার টাকা
হালিমা আক্তার, কোহাতি কিসকু, নাসরিন আক্তার ও ইতি খাতুন।
১৫ হাজার টাকা
মিস রুপা ও আইরিন খাতুন।
ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১২ মিনিট আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
২ ঘণ্টা আগেবাংলাদেশি পাসপোর্ট এখনো হাতে পাননি প্রবাসী ফুটবলার সমিত সোম। কিন্তু এর আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেলেন তিনি।
২ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়াটা এক রহস্যই বটে। পর্যাপ্ত গেমটাইম না থাকায় কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে ভারতের বিপক্ষে ম্যাচের মূল দলে রাখেননি। তবে গুঞ্জন ওঠে, গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে বাদানুবাদের কারণে দল থেকে বাদ পড়েন ফাহামিদুল।
৩ ঘণ্টা আগে